Ajker Patrika

মিরনজিল্লা কলোনির হরিজনদের উচ্ছেদ নয়, স্থগিত হয়নি হাইকোর্টের আদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরনজিল্লা কলোনির হরিজনদের উচ্ছেদ নয়, স্থগিত হয়নি হাইকোর্টের আদেশ

পুরান ঢাকার আগাসাদেক লেনের মিরনজিল্লা সুইপার কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ কার্যক্রমে স্থিতাবস্থার আদেশ স্থগিত করেনি চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের করা আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। আগামী ৪ জুলাই এই বিষয়ে শুনানি হবে। 

সোমবার (১ জুলাই) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মুরাদ রেজা। রিটের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও সুব্রত চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেনি চেম্বার আদালত। এটি এখন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। 

এর আগে পুরান ঢাকার আগাসাদেক লেনের মিরনজিল্লা সুইপার কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ কার্যক্রমে ৩০ দিনের স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে গত ১৩ জুন হাইকোর্ট রুলসহ আদেশ দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দক্ষিণ সিটি করপোরেশন। 

এর আগে গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক, উৎপল বিশ্বাস ও আইনুন্নাহার সিদ্দিকা। 

হাইকোর্টের আদেশের পর আইনজীবী মনোজ কুমার ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, বিকল্প ব্যবস্থা করে কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের স্থানান্তর করতে বলেছেন আদালত। আর উচ্ছেদ কার্যক্রমে ৩০ দিনের স্থিতাবস্থা জারি করেছেন। তাই বিকল্প ব্যবস্থা না করে তাঁদের উচ্ছেদ করা যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ