নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুরান ঢাকার আগাসাদেক লেনের মিরনজিল্লা সুইপার কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ কার্যক্রমে স্থিতাবস্থার আদেশ স্থগিত করেনি চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের করা আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। আগামী ৪ জুলাই এই বিষয়ে শুনানি হবে।
সোমবার (১ জুলাই) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মুরাদ রেজা। রিটের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও সুব্রত চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেনি চেম্বার আদালত। এটি এখন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।
এর আগে পুরান ঢাকার আগাসাদেক লেনের মিরনজিল্লা সুইপার কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ কার্যক্রমে ৩০ দিনের স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে গত ১৩ জুন হাইকোর্ট রুলসহ আদেশ দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দক্ষিণ সিটি করপোরেশন।
এর আগে গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক, উৎপল বিশ্বাস ও আইনুন্নাহার সিদ্দিকা।
হাইকোর্টের আদেশের পর আইনজীবী মনোজ কুমার ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, বিকল্প ব্যবস্থা করে কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের স্থানান্তর করতে বলেছেন আদালত। আর উচ্ছেদ কার্যক্রমে ৩০ দিনের স্থিতাবস্থা জারি করেছেন। তাই বিকল্প ব্যবস্থা না করে তাঁদের উচ্ছেদ করা যাবে না।

পুরান ঢাকার আগাসাদেক লেনের মিরনজিল্লা সুইপার কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ কার্যক্রমে স্থিতাবস্থার আদেশ স্থগিত করেনি চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের করা আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। আগামী ৪ জুলাই এই বিষয়ে শুনানি হবে।
সোমবার (১ জুলাই) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মুরাদ রেজা। রিটের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও সুব্রত চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেনি চেম্বার আদালত। এটি এখন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।
এর আগে পুরান ঢাকার আগাসাদেক লেনের মিরনজিল্লা সুইপার কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ কার্যক্রমে ৩০ দিনের স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে গত ১৩ জুন হাইকোর্ট রুলসহ আদেশ দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দক্ষিণ সিটি করপোরেশন।
এর আগে গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক, উৎপল বিশ্বাস ও আইনুন্নাহার সিদ্দিকা।
হাইকোর্টের আদেশের পর আইনজীবী মনোজ কুমার ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, বিকল্প ব্যবস্থা করে কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের স্থানান্তর করতে বলেছেন আদালত। আর উচ্ছেদ কার্যক্রমে ৩০ দিনের স্থিতাবস্থা জারি করেছেন। তাই বিকল্প ব্যবস্থা না করে তাঁদের উচ্ছেদ করা যাবে না।

কমিশনের পক্ষ থেকে বলা হয়, তদন্ত অনুযায়ী, বরিশালের বলেশ্বর নদে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ও লাশ গুমের ঘটনা ঘটেছে। শত শত গুমের শিকার ব্যক্তিকে হত্যা করে এই নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ছাড়া বুড়িগঙ্গা নদী ও মুন্সিগঞ্জে লাশ গুম করে ফেলার প্রমাণ তদন্তে পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
আক্তার হোসেন বলেন, ব্লুম সাকসেন ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে সিভিল ওয়ার্ক কাজের ভুয়া চুক্তিপত্র ব্যবহার করে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে ঋণ আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ৬০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়। ঋণের টাকা উত্তোলন করে তা নগদ, পে-অর্ডার ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে
৩ ঘণ্টা আগে
আন্দোলনকারী ব্যবসায়ীদের উদ্দেশে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বৈধভাবে মোবাইল ফোন আমদানিকে সহজ করতে সরকার এরই মধ্যে আমদানি শুল্ক কমিয়েছে। জনশৃঙ্খলা ব্যাহত করে আন্দোলন চলতে থাকলে সরকার তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
৩ ঘণ্টা আগে
পদোন্নতির পর সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
৩ ঘণ্টা আগে