
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও ‘গণহত্যা’র মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে।
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবেন।
মামলার প্রেক্ষাপট ও শহীদদের তালিকা
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চূড়ান্ত দিনে চানখাঁরপুল এলাকায় পুলিশের নির্বিচার গুলিতে ছয়জন তরুণ শহীদ হন। তাঁরা হলেন— শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় প্রসিকিউশন গত বছরের ২১ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করে এবং পরে আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
এই মামলার মোট আটজন আসামির মধ্যে চারজন বর্তমানে কারাগারে আছেন এবং বাকি চারজন পলাতক।
কারাগারে থাকা আসামিরা হলেন:
১. মো. আরশাদ হোসেন (সাবেক পরিদর্শক, শাহবাগ থানা)
২. মো. সুজন হোসেন (সাবেক কনস্টেবল)
৩. মো. ইমাজ হোসেন ইমন (সাবেক কনস্টেবল)
৪. মো. নাসিরুল ইসলাম (সাবেক কনস্টেবল)
পলাতক আসামিরা হলেন:
১. হাবিবুর রহমান (সাবেক কমিশনার, ডিএমপি)
২. সুদীপ কুমার চক্রবর্তী (সাবেক যুগ্ম কমিশনার, ডিএমপি)
৩. শাহ্ আলম মো. আখতারুল ইসলাম (সাবেক এডিসি, রমনা অঞ্চল)
৪. মোহাম্মদ ইমরুল (সাবেক এসি, রমনা অঞ্চল)
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, গত বছরের ১১ আগস্ট শহীদ আনাসের বাবার জবানবন্দির মাধ্যমে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। দীর্ঘ ২৩ কার্যদিবসে তদন্ত কর্মকর্তাসহ মোট ২৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। প্রসিকিউশন পক্ষ অপরাধের প্রমাণ হিসেবে ১৯টি ভিডিও, ১১টি সংবাদপত্রের প্রতিবেদন, অডিও রেকর্ড এবং শহীদদের মৃত্যুসনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি আদালতে পেশ করেছে।
গত বছরের ২৪ ডিসেম্বর যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় ২০ জানুয়ারি তারিখ পিছিয়ে আজ ২৬ জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়। এর আগে গত ১৭ নভেম্বর প্রথম রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষ আজকের রায়ে আট আসামিরই সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) দাবি করেছে। অন্যদিকে, আসামিপক্ষ সব অভিযোগ অস্বীকার করে আসামিদের বেকসুর খালাস প্রার্থনা করেছে। আজ ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমেই নির্ধারিত হবে এই সাবেক আট পুলিশ কর্মকর্তার ভাগ্য।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীর তিন প্রধানের প্রতি নির্দেশনা দিয়ে বলেছেন, মাঠপর্যায়ে সব সিদ্ধান্ত হতে হবে আইনসম্মত, সংযত ও দায়িত্বশীল। সামান্য বিচ্যুতিও যেন জনগণের আস্থাকে ক্ষুণ্ন না করে—সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি।
৩০ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, কমিশন কোনো মহল থেকে কোনো ধরনের চাপ পায়নি। রাজনৈতিক দলগুলো থেকে পূর্ণ সহযোগিতা পাচ্ছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আচরণিবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটির কাছে অভিযোগ জমা দিতে বলেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন।
২ ঘণ্টা আগে
সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনের আওতায় ক্ষতিপূরণ পাওয়ার বিধান রয়েছে। এত দিন এই ক্ষতিপূরণের জন্য দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে ম্যানুয়ালি আবেদন করতে হতো। আজ সোমবার থেকে সেই আবেদনপ্রক্রিয়া অনলাইনে চালু হয়েছে। বিআরটিএর সার্ভিস পোর্টাল (বিএসপি) ব্যবহার করে এখন থেকে অনলাইনে ক্ষতিপূরণের আবেদন করা যাবে।
২ ঘণ্টা আগে