নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোবাইলে ফোন নেটওয়ার্কে সমস্যা থাকায় কত শতাংশ ভোট কাস্ট হয়েছে তার প্রকৃত তথ্য নির্ধারণ করতে পারছেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
আজ বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চার ঘণ্টায় ভোটের তথ্য জানানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সচিব বলেন, ৮৭ উপজেলায় ৭ হাজার ৪৫০টি ভোটকেন্দ্রে ভোট হচ্ছে। মোবাইল ফোনে নেটওয়ার্কে সমস্যা থাকায় কত শতাংশ ভোট কাস্ট হয়েছে তার প্রকৃত তথ্য আমরা নির্ধারণ করতে পারছি না। আমরা ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করছি। মোট ভোটকেন্দ্রের অর্ধেক কেন্দ্রগুলোর তথ্য এসেছে, সেটা শতকরা ২০ ভাগের নিচে। দুপুর ১২টা পর্যন্ত কোথাও ১৬ শতাংশ আবার ২০ শতাংশের নিচে ভোট কাস্ট হয়েছে।
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার পূর্ব প্রিংগলা কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা জানিয়ে ৯টি ব্যালট বইয়ে ৫৩২টি ব্যালট ছিনতাই হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তা আইন মোতাবেক ভোটকেন্দ্র স্থগিত করেছেন। বগুড়ার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক জটিলতায় ভোট বন্ধ করা হয়েছে। ফেনীর সদর উপজেলার পিটিআই ভোটকেন্দ্রে অনিয়মের দায়ে একজন প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। এ ছাড়া উল্লেখযোগ্য বড় ধরনের ঘটনা হয়নি।
মোবাইল ফোন নেটওয়ার্কের যে সিস্টেমে তথ্য নিতাম, তা নেওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে ইসি সচিব বলেন, উত্তরবঙ্গে ভোটার উপস্থিতি ভালো আছে, দক্ষিণবঙ্গে ভোটার উপস্থিতি কম। আশা করি ভোটার উপস্থিতি বাড়বে।
অ্যাপসের মাধ্যমে কেন তথ্য পাওয়া যাচ্ছে না জানতে চাইলে ইসি সচিব বলেন, যে সিস্টেমে বার্তা আসত, সেই সিস্টেম নিয়ে বিটিআরসির একটি আপত্তি আছে। তাই পুরোপুরি ব্যবহার করতে পারছি না। অন্য মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মোবাইলে ফোন নেটওয়ার্কে সমস্যা থাকায় কত শতাংশ ভোট কাস্ট হয়েছে তার প্রকৃত তথ্য নির্ধারণ করতে পারছেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
আজ বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চার ঘণ্টায় ভোটের তথ্য জানানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সচিব বলেন, ৮৭ উপজেলায় ৭ হাজার ৪৫০টি ভোটকেন্দ্রে ভোট হচ্ছে। মোবাইল ফোনে নেটওয়ার্কে সমস্যা থাকায় কত শতাংশ ভোট কাস্ট হয়েছে তার প্রকৃত তথ্য আমরা নির্ধারণ করতে পারছি না। আমরা ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করছি। মোট ভোটকেন্দ্রের অর্ধেক কেন্দ্রগুলোর তথ্য এসেছে, সেটা শতকরা ২০ ভাগের নিচে। দুপুর ১২টা পর্যন্ত কোথাও ১৬ শতাংশ আবার ২০ শতাংশের নিচে ভোট কাস্ট হয়েছে।
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার পূর্ব প্রিংগলা কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা জানিয়ে ৯টি ব্যালট বইয়ে ৫৩২টি ব্যালট ছিনতাই হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তা আইন মোতাবেক ভোটকেন্দ্র স্থগিত করেছেন। বগুড়ার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক জটিলতায় ভোট বন্ধ করা হয়েছে। ফেনীর সদর উপজেলার পিটিআই ভোটকেন্দ্রে অনিয়মের দায়ে একজন প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। এ ছাড়া উল্লেখযোগ্য বড় ধরনের ঘটনা হয়নি।
মোবাইল ফোন নেটওয়ার্কের যে সিস্টেমে তথ্য নিতাম, তা নেওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে ইসি সচিব বলেন, উত্তরবঙ্গে ভোটার উপস্থিতি ভালো আছে, দক্ষিণবঙ্গে ভোটার উপস্থিতি কম। আশা করি ভোটার উপস্থিতি বাড়বে।
অ্যাপসের মাধ্যমে কেন তথ্য পাওয়া যাচ্ছে না জানতে চাইলে ইসি সচিব বলেন, যে সিস্টেমে বার্তা আসত, সেই সিস্টেম নিয়ে বিটিআরসির একটি আপত্তি আছে। তাই পুরোপুরি ব্যবহার করতে পারছি না। অন্য মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ২৯ জানুয়ারি থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে। এর মাধ্যমে এক দশকের বেশি সময় পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপিত হতে যাচ্ছে।
১৩ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রথমবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৬ লাখ ৭৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটারের কাছে ইতিমধ্যে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক...
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ও পাকিস্তানের বিমানবাহিনীর প্রধানদের মধ্যে গতকাল মঙ্গলবার গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক জোরদার এবং বিশেষ করে ‘জেএফ-১৭ থান্ডার’ মাল্টিরোল যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশিসহ ৩৮ দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা বন্ডের নিয়ম করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্টেট ডিপার্টমেন্ট বিষয়টি জানিয়েছে।
৫ ঘণ্টা আগে