নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোবাইলে ফোন নেটওয়ার্কে সমস্যা থাকায় কত শতাংশ ভোট কাস্ট হয়েছে তার প্রকৃত তথ্য নির্ধারণ করতে পারছেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
আজ বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চার ঘণ্টায় ভোটের তথ্য জানানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সচিব বলেন, ৮৭ উপজেলায় ৭ হাজার ৪৫০টি ভোটকেন্দ্রে ভোট হচ্ছে। মোবাইল ফোনে নেটওয়ার্কে সমস্যা থাকায় কত শতাংশ ভোট কাস্ট হয়েছে তার প্রকৃত তথ্য আমরা নির্ধারণ করতে পারছি না। আমরা ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করছি। মোট ভোটকেন্দ্রের অর্ধেক কেন্দ্রগুলোর তথ্য এসেছে, সেটা শতকরা ২০ ভাগের নিচে। দুপুর ১২টা পর্যন্ত কোথাও ১৬ শতাংশ আবার ২০ শতাংশের নিচে ভোট কাস্ট হয়েছে।
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার পূর্ব প্রিংগলা কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা জানিয়ে ৯টি ব্যালট বইয়ে ৫৩২টি ব্যালট ছিনতাই হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তা আইন মোতাবেক ভোটকেন্দ্র স্থগিত করেছেন। বগুড়ার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক জটিলতায় ভোট বন্ধ করা হয়েছে। ফেনীর সদর উপজেলার পিটিআই ভোটকেন্দ্রে অনিয়মের দায়ে একজন প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। এ ছাড়া উল্লেখযোগ্য বড় ধরনের ঘটনা হয়নি।
মোবাইল ফোন নেটওয়ার্কের যে সিস্টেমে তথ্য নিতাম, তা নেওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে ইসি সচিব বলেন, উত্তরবঙ্গে ভোটার উপস্থিতি ভালো আছে, দক্ষিণবঙ্গে ভোটার উপস্থিতি কম। আশা করি ভোটার উপস্থিতি বাড়বে।
অ্যাপসের মাধ্যমে কেন তথ্য পাওয়া যাচ্ছে না জানতে চাইলে ইসি সচিব বলেন, যে সিস্টেমে বার্তা আসত, সেই সিস্টেম নিয়ে বিটিআরসির একটি আপত্তি আছে। তাই পুরোপুরি ব্যবহার করতে পারছি না। অন্য মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মোবাইলে ফোন নেটওয়ার্কে সমস্যা থাকায় কত শতাংশ ভোট কাস্ট হয়েছে তার প্রকৃত তথ্য নির্ধারণ করতে পারছেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
আজ বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চার ঘণ্টায় ভোটের তথ্য জানানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সচিব বলেন, ৮৭ উপজেলায় ৭ হাজার ৪৫০টি ভোটকেন্দ্রে ভোট হচ্ছে। মোবাইল ফোনে নেটওয়ার্কে সমস্যা থাকায় কত শতাংশ ভোট কাস্ট হয়েছে তার প্রকৃত তথ্য আমরা নির্ধারণ করতে পারছি না। আমরা ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করছি। মোট ভোটকেন্দ্রের অর্ধেক কেন্দ্রগুলোর তথ্য এসেছে, সেটা শতকরা ২০ ভাগের নিচে। দুপুর ১২টা পর্যন্ত কোথাও ১৬ শতাংশ আবার ২০ শতাংশের নিচে ভোট কাস্ট হয়েছে।
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার পূর্ব প্রিংগলা কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা জানিয়ে ৯টি ব্যালট বইয়ে ৫৩২টি ব্যালট ছিনতাই হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তা আইন মোতাবেক ভোটকেন্দ্র স্থগিত করেছেন। বগুড়ার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক জটিলতায় ভোট বন্ধ করা হয়েছে। ফেনীর সদর উপজেলার পিটিআই ভোটকেন্দ্রে অনিয়মের দায়ে একজন প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। এ ছাড়া উল্লেখযোগ্য বড় ধরনের ঘটনা হয়নি।
মোবাইল ফোন নেটওয়ার্কের যে সিস্টেমে তথ্য নিতাম, তা নেওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে ইসি সচিব বলেন, উত্তরবঙ্গে ভোটার উপস্থিতি ভালো আছে, দক্ষিণবঙ্গে ভোটার উপস্থিতি কম। আশা করি ভোটার উপস্থিতি বাড়বে।
অ্যাপসের মাধ্যমে কেন তথ্য পাওয়া যাচ্ছে না জানতে চাইলে ইসি সচিব বলেন, যে সিস্টেমে বার্তা আসত, সেই সিস্টেম নিয়ে বিটিআরসির একটি আপত্তি আছে। তাই পুরোপুরি ব্যবহার করতে পারছি না। অন্য মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধ হওয়া ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মধ্যে ৫০১ জনই কোটি টাকার বেশি সম্পদের মালিক। অর্থাৎ গতকাল বুধবার পর্যন্ত মোট বৈধ প্রার্থীর ২৭ দশমিক ১৯ শতাংশই কোটিপতি। ৭ জন প্রার্থীর সম্পদের পরিমাণ শতকোটি টাকার বেশি।
৩ ঘণ্টা আগে
বিদ্যুৎ ও জ্বালানি-সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের আলাদা ইনস্টিটিউট হতে হবে। এটা মন্ত্রণালয়ের অধীনে হলে চলবে না। এটি একটি আলাদা শক্তিশালী প্রতিষ্ঠান হবে, যা পৃথিবীতে এ-সম্পর্কিত যত সংস্থা আছে, সবকটির সঙ্গে
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের আকাশসীমায় সিলেট থেকে লন্ডনগামী বিমানের ফ্লাইটে যাত্রী অসুস্থ হলেও সেখানে জরুরি অবতরণ করেননি পাইলট। প্রায় তিন ঘণ্টা পর ঢাকায় ফিরে অবতরণের পর ওই যাত্রীকে মৃত ঘোষণা করা হয়। গত ৩১ ডিসেম্বরের এ ঘটনায় তদন্তের মুখে পড়েছেন ওই ফ্লাইটের পাইলট।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের ভিড় বাড়ছে। গতকাল বুধবার আপিল কার্যক্রমের তৃতীয় দিনে ইসির স্থাপিত বুথগুলোয় মোট ১৩১টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেতে ১২৮ জন এবং রাজশাহী-৫, কিশোরগঞ্জ-৫ ও নোয়াখালী-৫ আসনের বৈধ প্রার্থীর বি
৯ ঘণ্টা আগে