Ajker Patrika

রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল ইসকন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল ইসকন
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ছবি: ফেসবুক

শ্রীশ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারাণী ও সুদর্শন মহারাজের পবিত্র রথযাত্রা উৎসব সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে ইসকন বাংলাদেশ গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

গতকাল শুক্রবার ইসকন বাংলাদেশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মহান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সফল বাস্তবায়নে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আন্তরিকভাবে সহযোগিতা করেছে। ইসকন বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিদ্যুৎ বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সকল সরকারি বিভাগকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, দেশ-বিদেশের গণমাধ্যম, হাজার হাজার স্বেচ্ছাসেবক এবং সর্বোপরি দেশের সাধারণ জনগণ যেভাবে এই উৎসবে সহযোগিতা ও সমর্থন দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তাদের সবার সম্মিলিত অবদানের কারণেই রথযাত্রা একটি নিরাপদ, সুন্দর ও ভক্তিময় পরিবেশে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবগুলো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ইসকন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত