নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, ভোটাধিকার পুনরুদ্ধার, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পদযাত্রা করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
আজ মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। রায়সাহেব বাজার জনসন রোডের সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। তাঁদের সরিয়ে দেওয়া হয়। বিএনপিপন্থী আইনজীবীদের দাবি, তাঁদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।
পরে বিএনপিপন্থী আইনজীবীরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকে অবস্থান নেন।
বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আইনজীবী মো. আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, তাঁকে লাঠি দিয়ে পিটিয়েছে পুলিশ। তিনি পায়ে আঘাত পেয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন।
পদযাত্রা শেষে ঢাকা আইনজীবী সমিতির সামনে সমাবেশ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহসিন মিয়া, খোরশেদ আলম, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ মিয়া আলম, অ্যাডভোকেট নুরুজ্জামান তপনসহ অনেক আইনজীবী সমাবেশে বক্তব্য দেন। তাঁরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ পদযাত্রায় কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ লাঠিচার্জ করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর বলেন, ‘আইনজীবীদের ওপর কোনো লাঠিচার্জ হয়নি। আইনজীবীরা পুলিশের ওপর হামলা করেছেন। তাঁরা আদালতের সামনে জনসন রোড অবরোধ করে গাড়ি চলাচল বন্ধের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় বিএনপিপন্থী আইনজীবীদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আইনজীবীরা পুলিশকে মারধর করেন। এ সময় তাঁদের হামলায় চার-পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, ভোটাধিকার পুনরুদ্ধার, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পদযাত্রা করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
আজ মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। রায়সাহেব বাজার জনসন রোডের সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। তাঁদের সরিয়ে দেওয়া হয়। বিএনপিপন্থী আইনজীবীদের দাবি, তাঁদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।
পরে বিএনপিপন্থী আইনজীবীরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকে অবস্থান নেন।
বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আইনজীবী মো. আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, তাঁকে লাঠি দিয়ে পিটিয়েছে পুলিশ। তিনি পায়ে আঘাত পেয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন।
পদযাত্রা শেষে ঢাকা আইনজীবী সমিতির সামনে সমাবেশ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহসিন মিয়া, খোরশেদ আলম, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ মিয়া আলম, অ্যাডভোকেট নুরুজ্জামান তপনসহ অনেক আইনজীবী সমাবেশে বক্তব্য দেন। তাঁরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ পদযাত্রায় কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ লাঠিচার্জ করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর বলেন, ‘আইনজীবীদের ওপর কোনো লাঠিচার্জ হয়নি। আইনজীবীরা পুলিশের ওপর হামলা করেছেন। তাঁরা আদালতের সামনে জনসন রোড অবরোধ করে গাড়ি চলাচল বন্ধের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় বিএনপিপন্থী আইনজীবীদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আইনজীবীরা পুলিশকে মারধর করেন। এ সময় তাঁদের হামলায় চার-পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৭ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৮ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৮ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৯ ঘণ্টা আগে