
ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ‘স্নায়ুযুদ্ধের’ আঁচ পৌঁছে গেল বাংলাদেশে। তৃতীয় দেশে পশ্চিমা হস্তক্ষেপের নিন্দা জানিয়ে ঢাকায় রুশ দূতাবাস থেকে বিবৃতি দিলে মস্কোকে পাল্টা কটাক্ষ করে ঢাকায় মার্কিন দূতাবাস। এবার যুক্তরাষ্ট্রকে খোঁচা দিয়ে পাল্টা জবাবে ব্যঙ্গচিত্র শেয়ার করেছে রুশ দূতাবাস। এই পাল্টাপাল্টি চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রুশ দূতাবাস গত মঙ্গলবার তাদের ফেসবুক পেজে বাংলাদেশসহ অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে পশ্চিমা হস্তক্ষেপের বিষয়ে বিবৃতি দেয়। এর পরদিন ওই বিবৃতি নিয়ে পাল্টা টুইট করে ঢাকায় মার্কিন দূতাবাস। সেখানে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে মস্কোকে খোঁচা দেয় যুক্তরাষ্ট্র দূতাবাস। এরপর গতকাল বুধবার রাতে ঢাকায় রুশ দূতাবাস টুইটারে একটি ব্যঙ্গচিত্র শেয়ার করেছে।
ব্যঙ্গচিত্রে রাশিয়া তাদের ভাষায় বুঝিয়েছে, বর্তমানে পররাষ্ট্রনীতি এভাবে চলছে। ব্যঙ্গচিত্রে একটি কাঠের খুঁটিতে চার স্তরে বসে থাকা পাখির ছবির ডান পাশে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের পতাকা। মূলত ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমা বলয়ের নেতৃত্বে যে যুক্তরাষ্ট্র রয়েছে, সেটিই বোঝানো হয়েছে।
গত মঙ্গলবার রুশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছিল, রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অগ্রহণযোগ্যতা এবং তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা-সম্পর্কিত ১৯৬৫ সালের জাতিসংঘের ঘোষণা অনুসারে, কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বা বাহ্যিক যা-ই হোক না কেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হস্তক্ষেপ করার অধিকার অন্য কোনো রাষ্ট্রের নেই। দুর্ভাগ্যবশত, সাম্প্রতিক বছরগুলোতে (বিশেষত, স্নায়ুযুদ্ধ শেষের পর থেকে) হস্তক্ষেপ না করার নীতি লঙ্ঘনের সমস্যাটি বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কারণ, অনেকে বিশ্বাস করে যে তারা তাদের নিজেদের স্বার্থে ওই নীতি লঙ্ঘন করতে পারে।
দূতাবাস আরও বলে, যেসব দেশ নিজেদের বিশ্বের শাসক বলে মনে করে, তারা ‘গণতান্ত্রিক মূল্যবোধের’ অজুহাতে নিজেদের মত ও সিদ্ধান্ত বিভিন্ন দেশের ওপর চাপিয়ে দিতে চায়। এর পরিণতিতে স্থিতিশীলতার পরিবর্তে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নৈরাজ্যের পরিস্থিতি দেখা দিয়েছে।
এর পাল্টা জবাবে ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল বুধবার তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে প্রশ্ন তুলেছে, ইউক্রেনের ক্ষেত্রে কি এই নীতি মানা হয়েছে?
এমন এক সময় দুই পরাশক্তি এই পাল্টাপাল্টি কথা বলা শুরু করেছে যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রকাশ্যে মত দিতে শুরু করেছে বাংলাদেশে বিদেশি মিশনগুলো। সরকার মিশনগুলোর এমন আচরণ নিয়ে কড়াভাবেই প্রতিক্রিয়া জানাচ্ছে।

ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ‘স্নায়ুযুদ্ধের’ আঁচ পৌঁছে গেল বাংলাদেশে। তৃতীয় দেশে পশ্চিমা হস্তক্ষেপের নিন্দা জানিয়ে ঢাকায় রুশ দূতাবাস থেকে বিবৃতি দিলে মস্কোকে পাল্টা কটাক্ষ করে ঢাকায় মার্কিন দূতাবাস। এবার যুক্তরাষ্ট্রকে খোঁচা দিয়ে পাল্টা জবাবে ব্যঙ্গচিত্র শেয়ার করেছে রুশ দূতাবাস। এই পাল্টাপাল্টি চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রুশ দূতাবাস গত মঙ্গলবার তাদের ফেসবুক পেজে বাংলাদেশসহ অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে পশ্চিমা হস্তক্ষেপের বিষয়ে বিবৃতি দেয়। এর পরদিন ওই বিবৃতি নিয়ে পাল্টা টুইট করে ঢাকায় মার্কিন দূতাবাস। সেখানে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে মস্কোকে খোঁচা দেয় যুক্তরাষ্ট্র দূতাবাস। এরপর গতকাল বুধবার রাতে ঢাকায় রুশ দূতাবাস টুইটারে একটি ব্যঙ্গচিত্র শেয়ার করেছে।
ব্যঙ্গচিত্রে রাশিয়া তাদের ভাষায় বুঝিয়েছে, বর্তমানে পররাষ্ট্রনীতি এভাবে চলছে। ব্যঙ্গচিত্রে একটি কাঠের খুঁটিতে চার স্তরে বসে থাকা পাখির ছবির ডান পাশে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের পতাকা। মূলত ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমা বলয়ের নেতৃত্বে যে যুক্তরাষ্ট্র রয়েছে, সেটিই বোঝানো হয়েছে।
গত মঙ্গলবার রুশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছিল, রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অগ্রহণযোগ্যতা এবং তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা-সম্পর্কিত ১৯৬৫ সালের জাতিসংঘের ঘোষণা অনুসারে, কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বা বাহ্যিক যা-ই হোক না কেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হস্তক্ষেপ করার অধিকার অন্য কোনো রাষ্ট্রের নেই। দুর্ভাগ্যবশত, সাম্প্রতিক বছরগুলোতে (বিশেষত, স্নায়ুযুদ্ধ শেষের পর থেকে) হস্তক্ষেপ না করার নীতি লঙ্ঘনের সমস্যাটি বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কারণ, অনেকে বিশ্বাস করে যে তারা তাদের নিজেদের স্বার্থে ওই নীতি লঙ্ঘন করতে পারে।
দূতাবাস আরও বলে, যেসব দেশ নিজেদের বিশ্বের শাসক বলে মনে করে, তারা ‘গণতান্ত্রিক মূল্যবোধের’ অজুহাতে নিজেদের মত ও সিদ্ধান্ত বিভিন্ন দেশের ওপর চাপিয়ে দিতে চায়। এর পরিণতিতে স্থিতিশীলতার পরিবর্তে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নৈরাজ্যের পরিস্থিতি দেখা দিয়েছে।
এর পাল্টা জবাবে ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল বুধবার তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে প্রশ্ন তুলেছে, ইউক্রেনের ক্ষেত্রে কি এই নীতি মানা হয়েছে?
এমন এক সময় দুই পরাশক্তি এই পাল্টাপাল্টি কথা বলা শুরু করেছে যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রকাশ্যে মত দিতে শুরু করেছে বাংলাদেশে বিদেশি মিশনগুলো। সরকার মিশনগুলোর এমন আচরণ নিয়ে কড়াভাবেই প্রতিক্রিয়া জানাচ্ছে।

নিরাপত্তার বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
৬ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট। সেখানে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন...
৭ ঘণ্টা আগে