Ajker Patrika

পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ

আজকের পত্রিকা ডেস্ক­
পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ

পুলিশ ভেরিফিকেশন ছাড়াই নতুন পাসপোর্ট ইস্যু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গতকাল সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সারসংক্ষপে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাই করা জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দিতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাই করা জন্মনিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দিতে হবে।

সারসংক্ষেপে আরও বলা হয়, পাসপোর্ট ইস্যু বাংলাদেশের একটি অন্যতম নাগরিক সেবা। বাংলাদেশের ১ কোটিরও বেশি নাগরিক বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন। প্রতি মাসে গড়ে ৩০ হাজার বাংলাদেশি বিদেশে কাজের জন্য যান। এ ছাড়া উচ্চশিক্ষা, স্থায়ীভাবে বসবাসসহ নানা কারণে বাংলাদেশিরা বিদেশে যাচ্ছেন। দেশে ও বিদেশের পাসপোর্ট অফিসে প্রতিদিন গড়ে ২৮-৩০ হাজার আবেদন জমা পড়ে এবং ২৫-২৮ হাজার পাসপোর্ট ছাপা হয়।

ই-পাসপোর্ট সিস্টেমে পাসপোর্টের জন্য ঘরে বসে আবেদন দাখিল ও অনলাইনে ফি জমা দেওয়া যায়। আবেদনকারীদের একটি নির্ধারিত দিনে বায়োমেট্রিক তথ্যের জন্য এবং পরবর্তী সময়ে পাসপোর্ট আনতে অফিসে যেতে হয়। অনলাইন সিস্টেমে আবেদন দাখিলের পর তা স্বয়ংক্রিয়ভাবে পুলিশ সেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়। ইতিবাচক পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট ইস্যু দেওয়া হয়। একটি সাধারণ পাসপোর্ট ১২ কর্ম দিবস এবং এক্সপ্রেস তিন দিনের মধ্যে দেওয়া হয়। কিন্তু পুলিশ ভেরিফিকেশন যথাসময়ে না পাওয়ায় এবং কাগজপত্র যাচাইয়ের কারণে আবেদনকারীদের ভোগান্তি হয়। ভোগান্তি কমাতে এবং যথাসময়ে পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থার জন্য প্রধান উপদেষ্টা অনুশাসন জারি করেন।

এতে আরও বলা হয়, বাংলাদেশে নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের সুসংগঠিত ও নির্ভরযোগ্য ডেটাবেইস হয়েছে। পাসপোর্ট সেবা সহজীকরণে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে দেওয়া যেতে পারে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে দেওয়া যেতে পারে। ডেটাবেইসের সঙ্গে আবেদনের তথ্য মিললে পাসপোর্ট ইস্যু করা হলে পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত