নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে আজ মঙ্গলবার ৪২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে ৬, ফরিদপুর অঞ্চলে ৫, চট্টগ্রাম অঞ্চলে ৬, ময়মনসিংহ অঞ্চলে ৯, বরিশাল অঞ্চলে ২, খুলনা অঞ্চলে ৮, রংপুর অঞ্চলে ২, সিলেট অঞ্চলে ১ ও কুমিল্লা অঞ্চলে ৩টি আবেদন জমা পড়েছে। প্রথম দিন রাজশাহী অঞ্চলে কোনো আবেদন জমা পড়েনি।
নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার আপিল আবেদনকারীদের মধ্যে ৩০ জন স্বতন্ত্র, আওয়ামী লীগের একজন এবং জাতীয় পার্টি তিনজন প্রার্থী রয়েছেন। আপিলকারীদের মধ্যে রয়েছেন—কিশোরগঞ্জ-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আল মামুন। মুন্সিগঞ্জ–১ আসনে বিকল্পধারা বাংলাদেশ প্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরী। জাতীয় পার্টি মনোনীত যশোর–১ আসনে মো. আক্তারুজ্জামান, খুলনা–৬ আসনে শফিকুল ইসলাম মধু, কুমিল্লা–২ আসনে এটিএম মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যাদের মনোনয়ন বৈধ হয়েছে এবং যাদের নমিনেশন পেপার বাতিল হয়েছে উভয়ের জন্যই আপিল করা যায়। আপিল করার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত যে কেউ আপিল করতে পারবেন। আপিল শুনানি হবে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আমরা তখন পুরো কমিশন বসে আপিলগুলো শুনব। শুনে আমরা সিদ্ধান্ত দেব।’
শাহজাহান ওমর কেন এসেছিলেন—জানতে চাইলে তিনি বলেন, ‘ওটা আমার বিষয় না।’
অনুসন্ধান কমিটি একের পর এক শোকজ করছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এ বিষয়ে সিইসি বলেন, ‘আমি যতটুকু বলার ততটুকু বলেছি। এর বাইরে আমি কিছু বলব না।’
যেসব কারণে প্রার্থিতা বাতিল
সমর্থনসূচক তালিকা অসম্পূর্ণ ও অসংগতি, হলফনামায় স্বাক্ষর নেই, শিক্ষাগত যোগ্যতা যথাযথ প্রমাণ দাখিল করতে না পারা, ১% ভোটারের প্রয়োজনীয় সংখ্যা স্বাক্ষরযুক্ত কপি সংযুক্ত না করা, ১% সমর্থনসূচক তালিকার গরমিল, আয়কর রিটার্নের কাগজ দাখিল না করা, কর খেলাপি, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরির চুক্তির মেয়াদ শেষ হওয়ার তিন বছর অতিক্রান্ত না হওয়া, ঋণ খেলাপি, লাভজনক পদ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে পদত্যাগপত্র জমা না দেওয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে রয়েছেন, মনোনয়নপত্রের সঙ্গে জামানতের টাকা জমা দেওয়া হয়নি ইত্যাদি।
গতকাল সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষদিন ছিল। ওদিন রাতে ইসি জানায়, ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। আর ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সারা দেশে মোট মনোনয়নপত্র জমা পরেছিল ২ হাজার ৭১৬টি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে আজ মঙ্গলবার ৪২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে ৬, ফরিদপুর অঞ্চলে ৫, চট্টগ্রাম অঞ্চলে ৬, ময়মনসিংহ অঞ্চলে ৯, বরিশাল অঞ্চলে ২, খুলনা অঞ্চলে ৮, রংপুর অঞ্চলে ২, সিলেট অঞ্চলে ১ ও কুমিল্লা অঞ্চলে ৩টি আবেদন জমা পড়েছে। প্রথম দিন রাজশাহী অঞ্চলে কোনো আবেদন জমা পড়েনি।
নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার আপিল আবেদনকারীদের মধ্যে ৩০ জন স্বতন্ত্র, আওয়ামী লীগের একজন এবং জাতীয় পার্টি তিনজন প্রার্থী রয়েছেন। আপিলকারীদের মধ্যে রয়েছেন—কিশোরগঞ্জ-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আল মামুন। মুন্সিগঞ্জ–১ আসনে বিকল্পধারা বাংলাদেশ প্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরী। জাতীয় পার্টি মনোনীত যশোর–১ আসনে মো. আক্তারুজ্জামান, খুলনা–৬ আসনে শফিকুল ইসলাম মধু, কুমিল্লা–২ আসনে এটিএম মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যাদের মনোনয়ন বৈধ হয়েছে এবং যাদের নমিনেশন পেপার বাতিল হয়েছে উভয়ের জন্যই আপিল করা যায়। আপিল করার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত যে কেউ আপিল করতে পারবেন। আপিল শুনানি হবে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আমরা তখন পুরো কমিশন বসে আপিলগুলো শুনব। শুনে আমরা সিদ্ধান্ত দেব।’
শাহজাহান ওমর কেন এসেছিলেন—জানতে চাইলে তিনি বলেন, ‘ওটা আমার বিষয় না।’
অনুসন্ধান কমিটি একের পর এক শোকজ করছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এ বিষয়ে সিইসি বলেন, ‘আমি যতটুকু বলার ততটুকু বলেছি। এর বাইরে আমি কিছু বলব না।’
যেসব কারণে প্রার্থিতা বাতিল
সমর্থনসূচক তালিকা অসম্পূর্ণ ও অসংগতি, হলফনামায় স্বাক্ষর নেই, শিক্ষাগত যোগ্যতা যথাযথ প্রমাণ দাখিল করতে না পারা, ১% ভোটারের প্রয়োজনীয় সংখ্যা স্বাক্ষরযুক্ত কপি সংযুক্ত না করা, ১% সমর্থনসূচক তালিকার গরমিল, আয়কর রিটার্নের কাগজ দাখিল না করা, কর খেলাপি, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরির চুক্তির মেয়াদ শেষ হওয়ার তিন বছর অতিক্রান্ত না হওয়া, ঋণ খেলাপি, লাভজনক পদ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে পদত্যাগপত্র জমা না দেওয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে রয়েছেন, মনোনয়নপত্রের সঙ্গে জামানতের টাকা জমা দেওয়া হয়নি ইত্যাদি।
গতকাল সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষদিন ছিল। ওদিন রাতে ইসি জানায়, ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। আর ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সারা দেশে মোট মনোনয়নপত্র জমা পরেছিল ২ হাজার ৭১৬টি।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের বিদেশে থাকা অ্যাপার্টমেন্ট, বাড়ি ও দোকানসহ মোট ১৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৬ মিনিট আগে
বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের নিকাব নিয়ে দেওয়া মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘একাত্তের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকেরা
২ ঘণ্টা আগে
স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত ও সংগঠিত সহিংসতার (মব ভায়োলেন্স) প্রতিবাদে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন’ আয়োজন করতে যাচ্ছে সংবাদপত্রের মালিক ও সম্পাদকদের দুটি সংগঠন—সম্পাদক পরিষদ ও নিউজপেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
৩ ঘণ্টা আগে