নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বিচার করতে তদন্তের স্বার্থে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমান স্বাক্ষরিত এ–সংক্রান্ত পৃথক চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন দপ্তরে। চিঠি পাঠানো হয়েছে সব দৈনিকের সম্পাদক, টেলিভিশনের সিইও, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, সিভিল সার্জন, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সারা দেশের সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের।
চিঠিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩–অনুযায়ী করা মামলা তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু ও যথাযথ তদন্তের স্বার্থে জরুরি ভিত্তিতে তথ্য প্রেরনের জন্য অনুরোধ করা হলো।
পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও জেলা প্রশাসকদের কাছে চাওয়া হয়েছে–আহত ও নিহতদের তালিকা, সরকারি–বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিখোঁজের তালিকা, কবরস্থানে দাফনকৃত শহীদদের তালিকা, গণকবর থাকলে দাফনকৃত শহীদদের তালিকা, শহীদদের পরিবারের সদস্যদের নাম–ঠিকানা ও মোবাইল নম্বর, মামলা হয়ে থাকলে এ–সংক্রান্ত তথ্য, আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডারদের ভূমিকা এবং বিবরণ।
সব দৈনিকের সম্পাদক এবং টেলিভিশনের সিইওদের কাছে পাঠানো চিঠিতে আন্দোলন দমনে তৎকালীন মন্ত্রী, উপদেষ্টা, এমপি, দলীয় নেতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য ও বিবৃতি–সংক্রান্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।
এ ছাড়া আন্দোলনের ওই সময়ে সংঘটিত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ, চিকিৎসা প্রদান ও হতাহতদের ওপর নির্মিত বিভিন্ন নিউজ–ডকুমেন্ট সংবলিত অডিও, ভিডিও এবং প্রিন্ট কপি পাঠাতে অনুরোধ করা হয়।
সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে ওই সময়ে হাসপাতালে আগত হতাহতদের নাম–ঠিকানাসহ মোবাইল নম্বর, হতাহতদের বাহকের নাম–ঠিকানাসহ মোবাইল নম্বর এবং ওই সময়ে আগত হতাহতদের চিকিৎসা–সংক্রান্ত সব নথি (পোস্ট মর্টেম, মৃত্যুসনদ, চিকিৎসা সনদ) পাঠাতে বলা হয়েছে।
এ ছাড়া সারা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকার সব বেসরকারি বিশ্ববিদ্যালয় উপাচার্যদের ওই সময়ে তাঁদের প্রতিষ্ঠানের আহত–নিহত ছাত্র, শিক্ষক–কর্মচারীদের তালিকা এবং ওই সময়ে আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গত সরকারের দলীয় সন্ত্রাসীদের কার্যক্রম–সংক্রান্ত বিবরণী পাঠাতে বলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বিচার করতে তদন্তের স্বার্থে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমান স্বাক্ষরিত এ–সংক্রান্ত পৃথক চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন দপ্তরে। চিঠি পাঠানো হয়েছে সব দৈনিকের সম্পাদক, টেলিভিশনের সিইও, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, সিভিল সার্জন, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সারা দেশের সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের।
চিঠিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩–অনুযায়ী করা মামলা তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু ও যথাযথ তদন্তের স্বার্থে জরুরি ভিত্তিতে তথ্য প্রেরনের জন্য অনুরোধ করা হলো।
পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও জেলা প্রশাসকদের কাছে চাওয়া হয়েছে–আহত ও নিহতদের তালিকা, সরকারি–বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিখোঁজের তালিকা, কবরস্থানে দাফনকৃত শহীদদের তালিকা, গণকবর থাকলে দাফনকৃত শহীদদের তালিকা, শহীদদের পরিবারের সদস্যদের নাম–ঠিকানা ও মোবাইল নম্বর, মামলা হয়ে থাকলে এ–সংক্রান্ত তথ্য, আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডারদের ভূমিকা এবং বিবরণ।
সব দৈনিকের সম্পাদক এবং টেলিভিশনের সিইওদের কাছে পাঠানো চিঠিতে আন্দোলন দমনে তৎকালীন মন্ত্রী, উপদেষ্টা, এমপি, দলীয় নেতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য ও বিবৃতি–সংক্রান্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।
এ ছাড়া আন্দোলনের ওই সময়ে সংঘটিত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ, চিকিৎসা প্রদান ও হতাহতদের ওপর নির্মিত বিভিন্ন নিউজ–ডকুমেন্ট সংবলিত অডিও, ভিডিও এবং প্রিন্ট কপি পাঠাতে অনুরোধ করা হয়।
সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে ওই সময়ে হাসপাতালে আগত হতাহতদের নাম–ঠিকানাসহ মোবাইল নম্বর, হতাহতদের বাহকের নাম–ঠিকানাসহ মোবাইল নম্বর এবং ওই সময়ে আগত হতাহতদের চিকিৎসা–সংক্রান্ত সব নথি (পোস্ট মর্টেম, মৃত্যুসনদ, চিকিৎসা সনদ) পাঠাতে বলা হয়েছে।
এ ছাড়া সারা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকার সব বেসরকারি বিশ্ববিদ্যালয় উপাচার্যদের ওই সময়ে তাঁদের প্রতিষ্ঠানের আহত–নিহত ছাত্র, শিক্ষক–কর্মচারীদের তালিকা এবং ওই সময়ে আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গত সরকারের দলীয় সন্ত্রাসীদের কার্যক্রম–সংক্রান্ত বিবরণী পাঠাতে বলা হয়েছে।

রাষ্ট্রীয়ভাবে তামাকমুক্ত ভবিষ্যতের পক্ষে অবস্থান নেওয়া হলেও নামমাত্র বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির যুক্তিতে দেশে তামাকজাতীয় পণ্য ‘নিকোটিন পাউচ’ উৎপাদনের ছাড়পত্র দেওয়া হয়েছে। এর কারখানার অনুমোদন দেওয়া হলে তা প্রচলিত আইন ও সরকারের ঘোষিত নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে বলে আগে থেকেই সতর্ক করে...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৭ ঘণ্টা আগে
ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। সেইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।
৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বর্তমানে আলোচনা...
৯ ঘণ্টা আগে