নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বিচার করতে তদন্তের স্বার্থে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমান স্বাক্ষরিত এ–সংক্রান্ত পৃথক চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন দপ্তরে। চিঠি পাঠানো হয়েছে সব দৈনিকের সম্পাদক, টেলিভিশনের সিইও, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, সিভিল সার্জন, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সারা দেশের সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের।
চিঠিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩–অনুযায়ী করা মামলা তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু ও যথাযথ তদন্তের স্বার্থে জরুরি ভিত্তিতে তথ্য প্রেরনের জন্য অনুরোধ করা হলো।
পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও জেলা প্রশাসকদের কাছে চাওয়া হয়েছে–আহত ও নিহতদের তালিকা, সরকারি–বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিখোঁজের তালিকা, কবরস্থানে দাফনকৃত শহীদদের তালিকা, গণকবর থাকলে দাফনকৃত শহীদদের তালিকা, শহীদদের পরিবারের সদস্যদের নাম–ঠিকানা ও মোবাইল নম্বর, মামলা হয়ে থাকলে এ–সংক্রান্ত তথ্য, আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডারদের ভূমিকা এবং বিবরণ।
সব দৈনিকের সম্পাদক এবং টেলিভিশনের সিইওদের কাছে পাঠানো চিঠিতে আন্দোলন দমনে তৎকালীন মন্ত্রী, উপদেষ্টা, এমপি, দলীয় নেতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য ও বিবৃতি–সংক্রান্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।
এ ছাড়া আন্দোলনের ওই সময়ে সংঘটিত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ, চিকিৎসা প্রদান ও হতাহতদের ওপর নির্মিত বিভিন্ন নিউজ–ডকুমেন্ট সংবলিত অডিও, ভিডিও এবং প্রিন্ট কপি পাঠাতে অনুরোধ করা হয়।
সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে ওই সময়ে হাসপাতালে আগত হতাহতদের নাম–ঠিকানাসহ মোবাইল নম্বর, হতাহতদের বাহকের নাম–ঠিকানাসহ মোবাইল নম্বর এবং ওই সময়ে আগত হতাহতদের চিকিৎসা–সংক্রান্ত সব নথি (পোস্ট মর্টেম, মৃত্যুসনদ, চিকিৎসা সনদ) পাঠাতে বলা হয়েছে।
এ ছাড়া সারা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকার সব বেসরকারি বিশ্ববিদ্যালয় উপাচার্যদের ওই সময়ে তাঁদের প্রতিষ্ঠানের আহত–নিহত ছাত্র, শিক্ষক–কর্মচারীদের তালিকা এবং ওই সময়ে আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গত সরকারের দলীয় সন্ত্রাসীদের কার্যক্রম–সংক্রান্ত বিবরণী পাঠাতে বলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বিচার করতে তদন্তের স্বার্থে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমান স্বাক্ষরিত এ–সংক্রান্ত পৃথক চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন দপ্তরে। চিঠি পাঠানো হয়েছে সব দৈনিকের সম্পাদক, টেলিভিশনের সিইও, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, সিভিল সার্জন, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সারা দেশের সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের।
চিঠিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩–অনুযায়ী করা মামলা তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু ও যথাযথ তদন্তের স্বার্থে জরুরি ভিত্তিতে তথ্য প্রেরনের জন্য অনুরোধ করা হলো।
পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও জেলা প্রশাসকদের কাছে চাওয়া হয়েছে–আহত ও নিহতদের তালিকা, সরকারি–বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিখোঁজের তালিকা, কবরস্থানে দাফনকৃত শহীদদের তালিকা, গণকবর থাকলে দাফনকৃত শহীদদের তালিকা, শহীদদের পরিবারের সদস্যদের নাম–ঠিকানা ও মোবাইল নম্বর, মামলা হয়ে থাকলে এ–সংক্রান্ত তথ্য, আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডারদের ভূমিকা এবং বিবরণ।
সব দৈনিকের সম্পাদক এবং টেলিভিশনের সিইওদের কাছে পাঠানো চিঠিতে আন্দোলন দমনে তৎকালীন মন্ত্রী, উপদেষ্টা, এমপি, দলীয় নেতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য ও বিবৃতি–সংক্রান্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।
এ ছাড়া আন্দোলনের ওই সময়ে সংঘটিত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ, চিকিৎসা প্রদান ও হতাহতদের ওপর নির্মিত বিভিন্ন নিউজ–ডকুমেন্ট সংবলিত অডিও, ভিডিও এবং প্রিন্ট কপি পাঠাতে অনুরোধ করা হয়।
সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে ওই সময়ে হাসপাতালে আগত হতাহতদের নাম–ঠিকানাসহ মোবাইল নম্বর, হতাহতদের বাহকের নাম–ঠিকানাসহ মোবাইল নম্বর এবং ওই সময়ে আগত হতাহতদের চিকিৎসা–সংক্রান্ত সব নথি (পোস্ট মর্টেম, মৃত্যুসনদ, চিকিৎসা সনদ) পাঠাতে বলা হয়েছে।
এ ছাড়া সারা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকার সব বেসরকারি বিশ্ববিদ্যালয় উপাচার্যদের ওই সময়ে তাঁদের প্রতিষ্ঠানের আহত–নিহত ছাত্র, শিক্ষক–কর্মচারীদের তালিকা এবং ওই সময়ে আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গত সরকারের দলীয় সন্ত্রাসীদের কার্যক্রম–সংক্রান্ত বিবরণী পাঠাতে বলা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র ও কক্ষ আগেই মোটামুটি চূড়ান্ত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। পরে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত হওয়ায় ইসিও এ বিষয়ে উদ্যোগ নেয়।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে যশোর-২ আসনে জামায়াত ইসলামী মনোনীত একজন প্রার্থী এবং নরসিংদী-২, রংপুর-১ ও কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টি (জাপা)...
৬ ঘণ্টা আগে
রাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৬ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নগদ ও ব্যাংকে জমা আছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। আয়কর রিটার্নে ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকার সম্পদের হিসাব দিয়েছেন তিনি। পেশায় রাজনীতিবিদ তারেক রহমানের নিজের কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থাপনা নেই।
৭ ঘণ্টা আগে