নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘বিচারিক হয়রানি’ করা হচ্ছে মন্তব্যের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে প্রজ্ঞাপন জারি হলেও বিষয়টি আজ শুক্রবার প্রকাশ পেল।
এর মধ্যে সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে বলে জানান।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার নিয়োগাদেশ জনস্বার্থে বাতিলক্রমে তাঁকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। ইহা অবিলম্বে কার্যকর হবে।’
গত সোমবার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের এমরান আহম্মদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে ড. ইউনূসের বিরুদ্ধে পাল্টা বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি তাতে স্বাক্ষর করবেন না। তাঁর মতে, ড. ইউনূসকে বিচারিক হয়রানি করা হচ্ছে।
তবে এ রকম কোনো নির্দেশ দেওয়া হয়নি বলে সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এরই ধারাবাহিকতায় অফিশিয়াল বিষয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত দেওয়ার আগে অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিতে ৫ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে।
এদিকে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে গতকাল বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন সুপ্রিম কোর্টের ৩০১ আইনজীবী।
বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার যাঁকেই প্রতিপক্ষ মনে করে, তাঁকেই রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহারের মাধ্যমে নিপীড়ন করা হয়। বর্তমান সরকারের রোষানলে পড়ে অনেক বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তি মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় তথাকথিত বিচারিক প্রক্রিয়ায় ফরমায়েশি রায়ের মাধ্যমে হয় সাজা ভোগ করেছেন, নয়তো কারান্তরীণ আছেন। ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া একপেশে, উদ্দেশ্যপ্রণোদিত ও আক্রোশপ্রসূত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন—

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘বিচারিক হয়রানি’ করা হচ্ছে মন্তব্যের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে প্রজ্ঞাপন জারি হলেও বিষয়টি আজ শুক্রবার প্রকাশ পেল।
এর মধ্যে সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে বলে জানান।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার নিয়োগাদেশ জনস্বার্থে বাতিলক্রমে তাঁকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। ইহা অবিলম্বে কার্যকর হবে।’
গত সোমবার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের এমরান আহম্মদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে ড. ইউনূসের বিরুদ্ধে পাল্টা বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি তাতে স্বাক্ষর করবেন না। তাঁর মতে, ড. ইউনূসকে বিচারিক হয়রানি করা হচ্ছে।
তবে এ রকম কোনো নির্দেশ দেওয়া হয়নি বলে সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এরই ধারাবাহিকতায় অফিশিয়াল বিষয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত দেওয়ার আগে অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিতে ৫ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে।
এদিকে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে গতকাল বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন সুপ্রিম কোর্টের ৩০১ আইনজীবী।
বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার যাঁকেই প্রতিপক্ষ মনে করে, তাঁকেই রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহারের মাধ্যমে নিপীড়ন করা হয়। বর্তমান সরকারের রোষানলে পড়ে অনেক বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তি মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় তথাকথিত বিচারিক প্রক্রিয়ায় ফরমায়েশি রায়ের মাধ্যমে হয় সাজা ভোগ করেছেন, নয়তো কারান্তরীণ আছেন। ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া একপেশে, উদ্দেশ্যপ্রণোদিত ও আক্রোশপ্রসূত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন—

যমুনা নদীর ওপর বর্তমানে চার লেনের একটি বড় সেতু চালু রয়েছে, যা দেশের উত্তর-দক্ষিণ সংযোগের প্রধান করিডর। এ ছাড়া রেল যোগাযোগের জন্য নতুন করে নির্মিত হয়েছে আলাদা রেলসেতু। এর পরও ক্রমবর্ধমান যানবাহনের চাপের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতের বিবেচনায় এবার নদীটিতে আরেকটি সড়কসেতু নির্মাণের পরিকল্পনা করছে বাংলাদেশ...
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের অধিকাংশই উচ্চ শিক্ষিত। এর মধ্যে শতাংশের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী। দলটির ৯৪ শতাংশ প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। বিএনপিতে এই হার ৮১ শতাংশের মতো।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশ-২০২৫ অনুমোদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের অনুষ্ঠিত সভায় অধ্যাদেশটি অনুমোদিত হয়।
৭ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের ক্ষুদ্রঋণ ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ বিশ্বজুড়ে ‘নতুন উদ্ভাবন ও দৃষ্টান্ত স্থাপন’ করবে বলে মনে করছে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)। সিডিএফের মতে, এ ধরনের ব্যাংক হলে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর কাঠামোর ভিত্তি আরও সুদৃঢ় হবে।
১১ ঘণ্টা আগে