নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদ নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করায় তিন শিক্ষককে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে সরকারি এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে দুই জন জাতীয় পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষকও রয়েছেন।
আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক নির্দেশনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া শিক্ষক রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি।
অভিযুক্ত রাজবাড়ীর স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, জয়পুরহাটের হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মাহবুবুর রহমান জাতীয় পদকপ্রাপ্ত।
নির্দেশনায় বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে একজন সহকারী শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অভিযোগে বলা হয়, ঢাকায় গত ১১ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ এবং প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ ও ২০২২ প্রদানের মহড়া অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের হাত থেকে পদক গ্রহণে অস্বীকৃতি জানিয়ে মিডিয়ায় সাক্ষাৎকার প্রদান করেন। এ তিন শিক্ষক এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যদের সাক্ষাৎকার প্রদানে উৎসাহিত করায় অনুষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ হয়। বিষয়টি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আচরণ পরিপন্থী। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২ (১) ধারা মোতাবেক একজনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
এর আগে বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। অভিযোগের সত্যতা পাওয়ার পর তিন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সাময়িক বরখাস্ত হওয়া সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি বলেন, ‘আমি পদক তো নিয়েছি। মহড়ার দিন আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক নেওয়ার কথা বলেছিলাম। প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক চাওয়া অপরাধ নয়। প্রধানমন্ত্রীর হাত থেকে পদক পাওয়া আমাদের কাছে স্বপ্নের মতো। আর সে কারণেই আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক নিতে চেয়েছিলাম। এই অপরাধে আমাকে সরাসরি সাময়িক বরখাস্ত করা হয়েছে, কারণ দর্শানোর নোটিশ করা হয়নি।’
এ প্রসঙ্গে জানতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতকে একাধিকবার ফোন কল করা হলেও তিনি রিসিভ করেননি।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদ নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করায় তিন শিক্ষককে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে সরকারি এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে দুই জন জাতীয় পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষকও রয়েছেন।
আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক নির্দেশনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া শিক্ষক রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি।
অভিযুক্ত রাজবাড়ীর স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, জয়পুরহাটের হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মাহবুবুর রহমান জাতীয় পদকপ্রাপ্ত।
নির্দেশনায় বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে একজন সহকারী শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অভিযোগে বলা হয়, ঢাকায় গত ১১ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ এবং প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ ও ২০২২ প্রদানের মহড়া অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের হাত থেকে পদক গ্রহণে অস্বীকৃতি জানিয়ে মিডিয়ায় সাক্ষাৎকার প্রদান করেন। এ তিন শিক্ষক এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যদের সাক্ষাৎকার প্রদানে উৎসাহিত করায় অনুষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ হয়। বিষয়টি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আচরণ পরিপন্থী। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২ (১) ধারা মোতাবেক একজনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
এর আগে বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। অভিযোগের সত্যতা পাওয়ার পর তিন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সাময়িক বরখাস্ত হওয়া সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি বলেন, ‘আমি পদক তো নিয়েছি। মহড়ার দিন আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক নেওয়ার কথা বলেছিলাম। প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক চাওয়া অপরাধ নয়। প্রধানমন্ত্রীর হাত থেকে পদক পাওয়া আমাদের কাছে স্বপ্নের মতো। আর সে কারণেই আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক নিতে চেয়েছিলাম। এই অপরাধে আমাকে সরাসরি সাময়িক বরখাস্ত করা হয়েছে, কারণ দর্শানোর নোটিশ করা হয়নি।’
এ প্রসঙ্গে জানতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতকে একাধিকবার ফোন কল করা হলেও তিনি রিসিভ করেননি।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৮ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৮ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৯ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৯ ঘণ্টা আগে