কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

পাসপোর্ট নবায়ন ইস্যু নিয়ে মুখোমুখি দাঁড়াল পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী পাসপোর্ট নিয়ে স্বরাষ্ট্রের দিকে আঙুল তোলেন। আর রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়েছে, বিদেশে বাংলাদেশি কিছু মিশন বিষয়টিকে অতিরঞ্জিত করেছে।
গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের পর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন বন্ধ থাকা নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, অনেক বাংলাদেশির পাসপোর্ট নবায়ন হচ্ছে না। এর মূল কারণ ছাপা হচ্ছে না। আমরাও এখানে বহু পাসপোর্টর জন্য বসে আছি। ছাপা যন্ত্রের গন্ডগোল। পাসপোর্ট তো আমরা ইস্যু করি না। এটি স্বরাষ্ট্রের কাজ। তারা বলেছে ব্যবস্থা নিয়েছে। এখন ছাপা শুরু হবে। তারা আগে থেকে এটি নিয়ে চিন্তা করেনি কেন জানি না।
তবে বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের বৈদেশিক কিছু মিশন বিজ্ঞপ্তি দিয়ে বিদেশে অবস্থিত বাংলাদেশি এবং গণমাধ্যমে এ বিষয়টি নিয়ে অতিরঞ্জিত করে প্রকাশ করেছে। যা অনাকাঙ্ক্ষিত এবং এ পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার মতো কিছু ছিল না। অতি পুরোনো হওয়ায় এমআরপিতে এ ধরনের সাময়িক প্রতিবন্ধকতা আগেও হয়েছে এবং সমাধানও হয়েছে। ই-পাসপোর্ট চালু না হওয়া পর্যন্ত এ ধনের সাময়িক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এতে জানানো হয়, ই-পাসপোর্ট চালুর জন্য ২০১৯ সালের জুলাই মাসে জার্মানির ভেরিডস জিএমবিএইচ চুক্তি হয়। চুক্তির শর্ত অনুযায়ী দেশের অভ্যন্তরে ৭২টি পাসপোর্ট কার্যালয়ে আর দেশের বাইরে বাংলাদেশের ৮০টি মিশনে ১৮ মাসের মধ্যে চালুর কথা ছিল। দেশের সব কার্যালয়ে এটি সম্ভব হলেও করোনার কারণে দেশের বাইরে কোনো মিশনেই ই-পাসপোর্ট চালু করা সম্ভব হয়নি। তাই সেখানে এমআরপি দেওয়া হচ্ছে। এমআরপির যন্ত্রপাতি ১১ বছরের পুরোনো। যন্ত্রপাতির ব্যবহার উপযোগিতা অনেক আগেই শেষ হয়েছে। পুরোনো এমআরপি সিস্টেমকে সচল রাখতে অনেক প্রকার যন্ত্রপাতি হালনাগাদ ও রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। এর জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কেনা হয়েছে। এ ছাড়া কিছু সফটওয়্যারের হালনাগাদ করা ও পরিবর্তী সময়ে রক্ষণাবেক্ষণের জন্য চুক্তি করা হয়েছে। বিদেশে পাসপোর্ট দেওয়ার জন্য অতিরিক্ত ৪০ লাখ এমআরপি বই আমদানি করা হয়েছে। এ ছাড়া এমআরপি সার্বিক সমস্যা সমাধানের জন্য মালয়েশিয়ার প্রতিষ্ঠান আইআরআইএস করপোরেশন বেরহেড এর সঙ্গে ১২ই আগস্ট চুক্তি সই হয়েছে।
এতে জানানো হয়, আগস্টের ১৬ ও ১৭ তারিখে ২১ হাজার ৬০ হাজার পাসপোর্টের আবেদনপত্র সহ আনুমানিক দেড় লাখ আবেদনের মধ্যে ৪ দিনে সর্বমোট ৩২ হাজার ৬০টি এমআরপির আবেদন সফটওয়্যারে প্রসেস করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সকল পুরোনো আবেদন নিষ্পত্তি ও অগ্রগতি হবে। যে সফটওয়্যার দিয়ে এটি চালানো হয় অফিস সফটওয়্যার আইডেনটিফিকেশন সিস্টেম পুরোপুরি কখনো বন্ধ হয়নি। তবে এর গতি কমে গিয়েছিল।

পাসপোর্ট নবায়ন ইস্যু নিয়ে মুখোমুখি দাঁড়াল পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী পাসপোর্ট নিয়ে স্বরাষ্ট্রের দিকে আঙুল তোলেন। আর রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়েছে, বিদেশে বাংলাদেশি কিছু মিশন বিষয়টিকে অতিরঞ্জিত করেছে।
গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের পর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন বন্ধ থাকা নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, অনেক বাংলাদেশির পাসপোর্ট নবায়ন হচ্ছে না। এর মূল কারণ ছাপা হচ্ছে না। আমরাও এখানে বহু পাসপোর্টর জন্য বসে আছি। ছাপা যন্ত্রের গন্ডগোল। পাসপোর্ট তো আমরা ইস্যু করি না। এটি স্বরাষ্ট্রের কাজ। তারা বলেছে ব্যবস্থা নিয়েছে। এখন ছাপা শুরু হবে। তারা আগে থেকে এটি নিয়ে চিন্তা করেনি কেন জানি না।
তবে বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের বৈদেশিক কিছু মিশন বিজ্ঞপ্তি দিয়ে বিদেশে অবস্থিত বাংলাদেশি এবং গণমাধ্যমে এ বিষয়টি নিয়ে অতিরঞ্জিত করে প্রকাশ করেছে। যা অনাকাঙ্ক্ষিত এবং এ পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার মতো কিছু ছিল না। অতি পুরোনো হওয়ায় এমআরপিতে এ ধরনের সাময়িক প্রতিবন্ধকতা আগেও হয়েছে এবং সমাধানও হয়েছে। ই-পাসপোর্ট চালু না হওয়া পর্যন্ত এ ধনের সাময়িক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এতে জানানো হয়, ই-পাসপোর্ট চালুর জন্য ২০১৯ সালের জুলাই মাসে জার্মানির ভেরিডস জিএমবিএইচ চুক্তি হয়। চুক্তির শর্ত অনুযায়ী দেশের অভ্যন্তরে ৭২টি পাসপোর্ট কার্যালয়ে আর দেশের বাইরে বাংলাদেশের ৮০টি মিশনে ১৮ মাসের মধ্যে চালুর কথা ছিল। দেশের সব কার্যালয়ে এটি সম্ভব হলেও করোনার কারণে দেশের বাইরে কোনো মিশনেই ই-পাসপোর্ট চালু করা সম্ভব হয়নি। তাই সেখানে এমআরপি দেওয়া হচ্ছে। এমআরপির যন্ত্রপাতি ১১ বছরের পুরোনো। যন্ত্রপাতির ব্যবহার উপযোগিতা অনেক আগেই শেষ হয়েছে। পুরোনো এমআরপি সিস্টেমকে সচল রাখতে অনেক প্রকার যন্ত্রপাতি হালনাগাদ ও রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। এর জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কেনা হয়েছে। এ ছাড়া কিছু সফটওয়্যারের হালনাগাদ করা ও পরিবর্তী সময়ে রক্ষণাবেক্ষণের জন্য চুক্তি করা হয়েছে। বিদেশে পাসপোর্ট দেওয়ার জন্য অতিরিক্ত ৪০ লাখ এমআরপি বই আমদানি করা হয়েছে। এ ছাড়া এমআরপি সার্বিক সমস্যা সমাধানের জন্য মালয়েশিয়ার প্রতিষ্ঠান আইআরআইএস করপোরেশন বেরহেড এর সঙ্গে ১২ই আগস্ট চুক্তি সই হয়েছে।
এতে জানানো হয়, আগস্টের ১৬ ও ১৭ তারিখে ২১ হাজার ৬০ হাজার পাসপোর্টের আবেদনপত্র সহ আনুমানিক দেড় লাখ আবেদনের মধ্যে ৪ দিনে সর্বমোট ৩২ হাজার ৬০টি এমআরপির আবেদন সফটওয়্যারে প্রসেস করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সকল পুরোনো আবেদন নিষ্পত্তি ও অগ্রগতি হবে। যে সফটওয়্যার দিয়ে এটি চালানো হয় অফিস সফটওয়্যার আইডেনটিফিকেশন সিস্টেম পুরোপুরি কখনো বন্ধ হয়নি। তবে এর গতি কমে গিয়েছিল।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক বিষয়ক) অ্যালিসন হুকার এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক...
১ ঘণ্টা আগে
বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনায় গোয়েন্দা সংস্থার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রতিষ্ঠা করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দল বিএনপি থেকে লোক এনে বিএনএম গঠনের চিন্তা করা হয়েছিল।
৯ ঘণ্টা আগে
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বড় সংযোজন প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট। কিন্তু এই ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরু আগেই এ নিয়ে বিতর্ক উঠে গেছে। দেশের বাইরে পোস্টাল ব্যালটের ভিডিও ছড়িয়ে পড়ায় জোর আপত্তি তুলেছে বিএনপি। একই সঙ্গে ব্যালটে প্রতীকের বিন্যাস নিয়েও বিএনপির আপত্তি আছে।
১০ ঘণ্টা আগে
জুলাই স্মৃতি ফাউন্ডেশন এ পর্যন্ত মোট ১১৬ কোটি ২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এর মধ্যে ৮২৯টি জুলাই শহীদ পরিবার পেয়েছে ৪১ কোটি ২৭ লাখ টাকা এবং ৬ হাজার ৪৭১ জন আহত জুলাই যোদ্ধা পেয়েছেন ৭৪ কোটি ২১ লাখ টাকা। আজ বৃহস্পতিবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
১৩ ঘণ্টা আগে