নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সচিবালয়ে অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের ধাক্কায় নিহত ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়নের (২৪) পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ লাখ টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে তাঁর দপ্তরে নয়নের বাবা মো. আক্তারুজ্জামানের হাতে এ নগদ অর্থ তুলে দেন।
অনুদান দেওয়ার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল, নয়নের একমাত্র বোন সীমা আক্তার ও তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে নিহত নয়নের পরিবারকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর (বুধবার) রাতে সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারান ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন। রাত সোয়া ৩টার দিকে সচিবালয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১ নম্বর বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে। তিনি তেজগাঁও ফায়ার স্টেশনের বিশেষ টিমের সদস্য ছিলেন।
ফায়ার সার্ভিসের ওই কর্মী তখন আগুন নেভানোর পানির পাইপ স্থাপন করছিলেন। হঠাৎ বেপরোয়া গতির একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত তাঁকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন—
সচিবালয়ে অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের ধাক্কায় নিহত ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়নের (২৪) পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ লাখ টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে তাঁর দপ্তরে নয়নের বাবা মো. আক্তারুজ্জামানের হাতে এ নগদ অর্থ তুলে দেন।
অনুদান দেওয়ার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল, নয়নের একমাত্র বোন সীমা আক্তার ও তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে নিহত নয়নের পরিবারকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর (বুধবার) রাতে সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারান ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন। রাত সোয়া ৩টার দিকে সচিবালয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১ নম্বর বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে। তিনি তেজগাঁও ফায়ার স্টেশনের বিশেষ টিমের সদস্য ছিলেন।
ফায়ার সার্ভিসের ওই কর্মী তখন আগুন নেভানোর পানির পাইপ স্থাপন করছিলেন। হঠাৎ বেপরোয়া গতির একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত তাঁকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন—
নবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
৭ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
৮ ঘণ্টা আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
১০ ঘণ্টা আগে