কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

করোনার টিকার যৌথ উৎপাদন নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যকার করা চুক্তির অগ্রগতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় চীনের উপ রাষ্ট্রদূত হুয়ালং ইয়াং। তিনি বলেছেন, চীন প্রস্তুত, বিষয়টি বাংলাদেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
আজ সোমবার বিকেলে চীন প্রতিষ্ঠার ৭২ বছর এবং বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৬ বছর উপলক্ষে আন্তর্জাতিক ওয়েবিনারের আলোচনার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চীন অ্যালামনাই (অ্যাবকা)। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকার চীনের উপ রাষ্ট্রদূত হুয়ালং ইয়াং।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন এ কামাল। আলোচনায় সভাপতিত্ব করেন অ্যাবকা সভাপতি সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ।
বাংলাদেশে যৌথভাবে কোভিড টিকার উৎপাদন নিয়ে জানতে চাইলে ঢাকায় চীনের উপ রাষ্ট্রদূত হুয়ালং ইয়াং বলেন, চীন ও সিনোফার্ম আগ্রহী। চীন ও সিনোফার্ম মাসখানেকের ওপর এ বিষয়ে প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা যৌথ উৎপাদনের জন্য প্রতি ঘণ্টা প্রতি মিনিটের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। এখন বিষয়টি বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
এ সময়ে ওয়েবিনারের সভাপতি সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ বলেন, আমার ধারণা আমরা এরই মধ্যে (টিকা উৎপাদনের) প্রক্রিয়া শুরু করেছি।
তখন ঢাকার চীনের উপ রাষ্ট্রদূত ইয়াং হুয়া লুং বলেন, প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু সন্তোষজনক অগ্রগতি হয়নি। আশা করি, বাংলাদেশ সরকার এ বিষয়ে আরও জোর দেবে। একটা কথা বলতেই হয়, চীন বন্ধু বাংলাদেশকে টিকা ও যৌথ উৎপাদন সাশ্রয়ী মূলে দিয়েছে।
উল্লেখ্য, কোভিড মহামারি নিয়ন্ত্রণে বাংলাদেশে প্রথমবারের মতো চীনের সিনোফার্মের টিকা যৌথ উৎপাদনের লক্ষ্যে গত ১৬ আগস্ট ঢাকায় একটি ত্রি-পক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের সরকার।
চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ অব কোম্পানিজ ও চায়না সিনোফার্ম ইন্টারন্যাশনাল করপোরেশন এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেছে সরকার। চুক্তি অনুযায়ী চীন থেকে টিকা উৎপাদনের কাঁচামাল ও উপকরণ বা বাল্ক নিয়ে আসা হবে, যেটি ‘সেমি-ফিনিশড’ অবস্থায় থাকবে। এরপর দেশেই বোতলজাতকরণ, লেবেলিং ও ফিনিশিং করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।
উৎপাদনের পর সরকার চুক্তি অনুযায়ী নির্ধারিত দামে ইনসেপ্টার কাছ থেকে টিকা কিনে নেবে।

করোনার টিকার যৌথ উৎপাদন নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যকার করা চুক্তির অগ্রগতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় চীনের উপ রাষ্ট্রদূত হুয়ালং ইয়াং। তিনি বলেছেন, চীন প্রস্তুত, বিষয়টি বাংলাদেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
আজ সোমবার বিকেলে চীন প্রতিষ্ঠার ৭২ বছর এবং বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৬ বছর উপলক্ষে আন্তর্জাতিক ওয়েবিনারের আলোচনার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চীন অ্যালামনাই (অ্যাবকা)। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকার চীনের উপ রাষ্ট্রদূত হুয়ালং ইয়াং।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন এ কামাল। আলোচনায় সভাপতিত্ব করেন অ্যাবকা সভাপতি সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ।
বাংলাদেশে যৌথভাবে কোভিড টিকার উৎপাদন নিয়ে জানতে চাইলে ঢাকায় চীনের উপ রাষ্ট্রদূত হুয়ালং ইয়াং বলেন, চীন ও সিনোফার্ম আগ্রহী। চীন ও সিনোফার্ম মাসখানেকের ওপর এ বিষয়ে প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা যৌথ উৎপাদনের জন্য প্রতি ঘণ্টা প্রতি মিনিটের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। এখন বিষয়টি বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
এ সময়ে ওয়েবিনারের সভাপতি সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ বলেন, আমার ধারণা আমরা এরই মধ্যে (টিকা উৎপাদনের) প্রক্রিয়া শুরু করেছি।
তখন ঢাকার চীনের উপ রাষ্ট্রদূত ইয়াং হুয়া লুং বলেন, প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু সন্তোষজনক অগ্রগতি হয়নি। আশা করি, বাংলাদেশ সরকার এ বিষয়ে আরও জোর দেবে। একটা কথা বলতেই হয়, চীন বন্ধু বাংলাদেশকে টিকা ও যৌথ উৎপাদন সাশ্রয়ী মূলে দিয়েছে।
উল্লেখ্য, কোভিড মহামারি নিয়ন্ত্রণে বাংলাদেশে প্রথমবারের মতো চীনের সিনোফার্মের টিকা যৌথ উৎপাদনের লক্ষ্যে গত ১৬ আগস্ট ঢাকায় একটি ত্রি-পক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের সরকার।
চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ অব কোম্পানিজ ও চায়না সিনোফার্ম ইন্টারন্যাশনাল করপোরেশন এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেছে সরকার। চুক্তি অনুযায়ী চীন থেকে টিকা উৎপাদনের কাঁচামাল ও উপকরণ বা বাল্ক নিয়ে আসা হবে, যেটি ‘সেমি-ফিনিশড’ অবস্থায় থাকবে। এরপর দেশেই বোতলজাতকরণ, লেবেলিং ও ফিনিশিং করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।
উৎপাদনের পর সরকার চুক্তি অনুযায়ী নির্ধারিত দামে ইনসেপ্টার কাছ থেকে টিকা কিনে নেবে।

বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনায় গোয়েন্দা সংস্থার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রতিষ্ঠা করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দল বিএনপি থেকে লোক এনে বিএনএম গঠনের চিন্তা করা হয়েছিল।
৬ ঘণ্টা আগে
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বড় সংযোজন প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট। কিন্তু এই ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরু আগেই এ নিয়ে বিতর্ক উঠে গেছে। দেশের বাইরে পোস্টাল ব্যালটের ভিডিও ছড়িয়ে পড়ায় জোর আপত্তি তুলেছে বিএনপি। একই সঙ্গে ব্যালটে প্রতীকের বিন্যাস নিয়েও বিএনপির আপত্তি আছে।
৭ ঘণ্টা আগে
জুলাই স্মৃতি ফাউন্ডেশন এ পর্যন্ত মোট ১১৬ কোটি ২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এর মধ্যে ৮২৯টি জুলাই শহীদ পরিবার পেয়েছে ৪১ কোটি ২৭ লাখ টাকা এবং ৬ হাজার ৪৭১ জন আহত জুলাই যোদ্ধা পেয়েছেন ৭৪ কোটি ২১ লাখ টাকা। আজ বৃহস্পতিবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
১০ ঘণ্টা আগে
রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে আরও ৬০ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ষষ্ঠ দিনের আপিল শুনানিতে তাঁরা প্রার্থিতা ফিরে পান।
১১ ঘণ্টা আগে