Ajker Patrika

আজ নয়, ফাইজারের ১০ লাখ টিকা আসবে বুধবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ নয়, ফাইজারের ১০ লাখ টিকা আসবে বুধবার

দুই দফায় আগেই জানানো হয়েছিল কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে ফাইজারের আরও ১০ লাখ টিকা দেশে পাচ্ছে বাংলাদেশ। তবে আজ নয়, আগামী ১ সেপ্টেম্বর টিকাগুলো দেশে পৌঁছাবে বলে নতুন করে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

নতুন তথ্যে বলা হয়েছে, আগামী বুধবার বিকেল ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারলাইনের একটি বিমান আমেরিকা থেকে টিকাগুলো নিয়ে পৌঁছাবে। 

এ ছাড়া চীন থেকে সোমবার দিবাগত রাত আড়াইটায় সিনোফার্মের আরও ২০ লাখ টিকা আসার কথা। সেটিও আজ পৌঁছাবে কিনা এখনো নিশ্চিত নয় মন্ত্রণালয়। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, চীনের টিকা কখন আসবে সেটি পরে জানানো হবে। 

গত ২৩ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা আগামী সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসার কথা জানিয়েছিলেন। তারই অংশ হিসেবে ১০ লাখ ডোজ টিকা আসছে। সেপ্টেম্বরে ধাপে ধাপে বাকি ৫০ লাখ ডোজ টিকা আসবে বলে জানানো হয়েছে। 

এর আগে গত ৩১ মে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমেই ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ওই টিকাও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত