নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত মে মাসে দেশে মোট ৪৯১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব সড়ক দুর্ঘটনায় ৪০৮ জন নিহত ও ৬৩১ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৬৭ নারী ও ৭৮ শিশু রয়েছে। এই সময়ের মধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনাই ঘটেছে ১৫৬টি। এতে নিহত হয়েছে ১৪১ জন, যা মোট নিহতের ৩৪.৫৫ শতাংশ।
আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিকস গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে দেখা গেছে, দুর্ঘটনায় ১০৪ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৫.৪৯ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭২ জন, অর্থাৎ ১৭.৬৪ শতাংশ। এই সময়ে ছয়টি নৌ দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন নিখোঁজ রয়েছে। ২৫টি রেলপথ দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ছয়জন আহত হয়েছে।
দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের চিত্র
দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়—মোটরসাইকেলচালক ও আরোহী ১৪১ জন (৩৪.৫৫ %), বাসযাত্রী ছয়জন (১.৪৭ %), ট্রাক-কাভার্ড ভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি-লরি-ট্যাংকার আরোহী ৩৬ জন (৮.৮২ %), প্রাইভেট কার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ১৮ জন (৪.৪১ %), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটো ভ্যান-মিশুক) ৬৮ জন (১৬.৬৬ %), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-করিমন-মাহিন্দ্র-ইটভাঙার মেশিন গাড়ি) ১৫ জন (৩.৬৭ %) ও বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশা ভ্যান আরোহী ২০ জন (৪.৯০ %) নিহত হয়েছে।
দুর্ঘটনা সংঘটিত সড়কের ধরন
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬৫টি (৩৩.৬০ %) জাতীয় মহাসড়কে, ২০১টি (৪০.৯৩ %) আঞ্চলিক সড়কে, ৭৩টি (১৪.৮৬ %) গ্রামীণ সড়কে, ৪৮টি (৯.৭৭ %) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে চারটি (০.৮১ %) সংঘটিত হয়েছে।
দুর্ঘটনার ধরন
দুর্ঘটনাসমূহের ৭১টি (১৪.৪৬ %) মুখোমুখি সংঘর্ষ, ২৩৬টি (৪৮.০৬ %) নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৭টি (২১.৭৯ %) পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৫৪টি (১০.৯৯ %) যানবাহনের পেছনে আঘাত করা এবং ২৩টি (৪.৬৮ %) অন্যান্য কারণে ঘটেছে।
দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান
দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৭.২৯ %, প্রাণহানি ২৫ %, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৪.৪৬ %, প্রাণহানি ১২.৯৯ %, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ১৭.৩১ %, প্রাণহানি ১৭.৬৪ %, খুলনা বিভাগে দুর্ঘটনা ১৪.০৫ %, প্রাণহানি ১৬.১৭ %, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৫.৪৯ %, প্রাণহানি ৪.৯০ %, সিলেট বিভাগে দুর্ঘটনা ৪.২৭ %, প্রাণহানি ৬.৩৭ %, রংপুর বিভাগে দুর্ঘটনা ৭.৯৪ %, প্রাণহানি ৭.৮৪% এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৯.১৬ %, প্রাণহানি ৯.০৬% ঘটেছে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১৩৪টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছে। সিলেট বিভাগে সবচেয়ে কম ২১টি দুর্ঘটনা এবং বরিশাল বিভাগে সবচেয়ে কম ২০ জনের প্রাণহানি ঘটেছে। একক জেলা হিসেবে ঢাকায় সবচেয়ে বেশি ২৯টি দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছে। সবচেয়ে কম শরীয়তপুর ও রংপুর জেলায়।

গত মে মাসে দেশে মোট ৪৯১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব সড়ক দুর্ঘটনায় ৪০৮ জন নিহত ও ৬৩১ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৬৭ নারী ও ৭৮ শিশু রয়েছে। এই সময়ের মধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনাই ঘটেছে ১৫৬টি। এতে নিহত হয়েছে ১৪১ জন, যা মোট নিহতের ৩৪.৫৫ শতাংশ।
আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিকস গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে দেখা গেছে, দুর্ঘটনায় ১০৪ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৫.৪৯ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭২ জন, অর্থাৎ ১৭.৬৪ শতাংশ। এই সময়ে ছয়টি নৌ দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন নিখোঁজ রয়েছে। ২৫টি রেলপথ দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ছয়জন আহত হয়েছে।
দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের চিত্র
দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়—মোটরসাইকেলচালক ও আরোহী ১৪১ জন (৩৪.৫৫ %), বাসযাত্রী ছয়জন (১.৪৭ %), ট্রাক-কাভার্ড ভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি-লরি-ট্যাংকার আরোহী ৩৬ জন (৮.৮২ %), প্রাইভেট কার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ১৮ জন (৪.৪১ %), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটো ভ্যান-মিশুক) ৬৮ জন (১৬.৬৬ %), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-করিমন-মাহিন্দ্র-ইটভাঙার মেশিন গাড়ি) ১৫ জন (৩.৬৭ %) ও বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশা ভ্যান আরোহী ২০ জন (৪.৯০ %) নিহত হয়েছে।
দুর্ঘটনা সংঘটিত সড়কের ধরন
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬৫টি (৩৩.৬০ %) জাতীয় মহাসড়কে, ২০১টি (৪০.৯৩ %) আঞ্চলিক সড়কে, ৭৩টি (১৪.৮৬ %) গ্রামীণ সড়কে, ৪৮টি (৯.৭৭ %) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে চারটি (০.৮১ %) সংঘটিত হয়েছে।
দুর্ঘটনার ধরন
দুর্ঘটনাসমূহের ৭১টি (১৪.৪৬ %) মুখোমুখি সংঘর্ষ, ২৩৬টি (৪৮.০৬ %) নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৭টি (২১.৭৯ %) পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৫৪টি (১০.৯৯ %) যানবাহনের পেছনে আঘাত করা এবং ২৩টি (৪.৬৮ %) অন্যান্য কারণে ঘটেছে।
দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান
দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৭.২৯ %, প্রাণহানি ২৫ %, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৪.৪৬ %, প্রাণহানি ১২.৯৯ %, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ১৭.৩১ %, প্রাণহানি ১৭.৬৪ %, খুলনা বিভাগে দুর্ঘটনা ১৪.০৫ %, প্রাণহানি ১৬.১৭ %, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৫.৪৯ %, প্রাণহানি ৪.৯০ %, সিলেট বিভাগে দুর্ঘটনা ৪.২৭ %, প্রাণহানি ৬.৩৭ %, রংপুর বিভাগে দুর্ঘটনা ৭.৯৪ %, প্রাণহানি ৭.৮৪% এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৯.১৬ %, প্রাণহানি ৯.০৬% ঘটেছে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১৩৪টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছে। সিলেট বিভাগে সবচেয়ে কম ২১টি দুর্ঘটনা এবং বরিশাল বিভাগে সবচেয়ে কম ২০ জনের প্রাণহানি ঘটেছে। একক জেলা হিসেবে ঢাকায় সবচেয়ে বেশি ২৯টি দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছে। সবচেয়ে কম শরীয়তপুর ও রংপুর জেলায়।

পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
৩৩ মিনিট আগে
জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি দেওয়া, মধ্যরাতে অফিসে হামলা করা, আগুন দেওয়া নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সরকারের গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘এ সরকার রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন? যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
৪ ঘণ্টা আগে
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে।
৬ ঘণ্টা আগে