
গৃহযুদ্ধকবলিত আফ্রিকার সুদান থেকে ফিরতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রথম ধাপে আজ সোমবার দেশে ফিরেছেন ১৩৬ জন। ৯ বা ১০ মে আসবেন পরবর্তী ধাপের বাংলাদেশিরা। সুদান থেকে বাংলাদেশিদের দেশে ফেরত আনতে প্রবাসী কল্যাণ বোর্ড থেকে দুই লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। ফেরত আসা এই প্রবাসীদের পুনর্বাসনে ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুদান থেকে ফিরে আসা প্রবাসীদের উদ্দেশে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘চিন্তা করবেন না। দেশকে অনেক কিছু দিয়েছেন। কিন্তু আপনারা সেখানে সবকিছু হারিয়েছেন। এখন আপনারা প্রত্যেকে খালি হাতে এসেছেন। আপনাদের সাহায্য করার জন্য এবং পাশে থাকার জন্য আমরা এখানে এসেছি। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে সবাইকে যথাসাধ্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম আপনাদের সহায়তা করবে, যেন এই কয়দিন আপনারা চলতে পারেন। আপনাদের অসুবিধাটা আমরা কিছুটা লাঘব করার চেষ্টা করব।’
সুদান থেকে বাংলাদেশিদের দেশে ফেরত আনতে কল্যাণ বোর্ড থেকে দুই লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, ‘আপনাদের (সুদানফেরত প্রবাসী) পুনর্বাসনের জন্য ঋণ দেওয়ার লক্ষ্যে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে।’
৯ বা ১০ মে সুদান থেকে বাংলাদেশিদের পরবর্তী ব্যাচ দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, ‘আপনারা আশ্বস্ত হতে পারেন যে অতিসত্বর বাকিদের নিয়ে আসা হবে।’
পরবর্তী সময় যাতে ক্ষতিগ্রস্তদের নিয়ে সরকার কাজ করতে পারে সে লক্ষ্যে ফেরত আসা সবাইকে নিবন্ধনের আওতায় আনার কথা বলেন মন্ত্রী। সুদানের পরিস্থিতির উন্নতি হলে কর্মীদের আবার ফেরত পাঠানোর আশ্বাসও দেন।
উল্লেখ্য, সুদান থেকে প্রথম দফায় ১৩৬ বাংলাদেশি সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। ঢাকায় পৌঁছানো প্রত্যেক বাংলাদেশিকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে নগদ তিন হাজার টাকা এবং আইওএম থেকে নগদ দুই হাজার টাকা এবং খাবার সরবরাহ করা হয়েছে।

গৃহযুদ্ধকবলিত আফ্রিকার সুদান থেকে ফিরতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রথম ধাপে আজ সোমবার দেশে ফিরেছেন ১৩৬ জন। ৯ বা ১০ মে আসবেন পরবর্তী ধাপের বাংলাদেশিরা। সুদান থেকে বাংলাদেশিদের দেশে ফেরত আনতে প্রবাসী কল্যাণ বোর্ড থেকে দুই লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। ফেরত আসা এই প্রবাসীদের পুনর্বাসনে ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুদান থেকে ফিরে আসা প্রবাসীদের উদ্দেশে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘চিন্তা করবেন না। দেশকে অনেক কিছু দিয়েছেন। কিন্তু আপনারা সেখানে সবকিছু হারিয়েছেন। এখন আপনারা প্রত্যেকে খালি হাতে এসেছেন। আপনাদের সাহায্য করার জন্য এবং পাশে থাকার জন্য আমরা এখানে এসেছি। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে সবাইকে যথাসাধ্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম আপনাদের সহায়তা করবে, যেন এই কয়দিন আপনারা চলতে পারেন। আপনাদের অসুবিধাটা আমরা কিছুটা লাঘব করার চেষ্টা করব।’
সুদান থেকে বাংলাদেশিদের দেশে ফেরত আনতে কল্যাণ বোর্ড থেকে দুই লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, ‘আপনাদের (সুদানফেরত প্রবাসী) পুনর্বাসনের জন্য ঋণ দেওয়ার লক্ষ্যে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে।’
৯ বা ১০ মে সুদান থেকে বাংলাদেশিদের পরবর্তী ব্যাচ দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, ‘আপনারা আশ্বস্ত হতে পারেন যে অতিসত্বর বাকিদের নিয়ে আসা হবে।’
পরবর্তী সময় যাতে ক্ষতিগ্রস্তদের নিয়ে সরকার কাজ করতে পারে সে লক্ষ্যে ফেরত আসা সবাইকে নিবন্ধনের আওতায় আনার কথা বলেন মন্ত্রী। সুদানের পরিস্থিতির উন্নতি হলে কর্মীদের আবার ফেরত পাঠানোর আশ্বাসও দেন।
উল্লেখ্য, সুদান থেকে প্রথম দফায় ১৩৬ বাংলাদেশি সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। ঢাকায় পৌঁছানো প্রত্যেক বাংলাদেশিকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে নগদ তিন হাজার টাকা এবং আইওএম থেকে নগদ দুই হাজার টাকা এবং খাবার সরবরাহ করা হয়েছে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের জারি করা সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে টিআইবি। দুর্নীতি–অনিয়মের বিরুদ্ধে নজরদারি করা আন্তর্জাতিক সংস্থাটির বাংলাদেশ শাখার পর্যবেক্ষণ হচ্ছে, সংস্কারের আলোকে একের পর এক
৮ মিনিট আগে
জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার কোনো আসামি যাতে জামিন, অব্যাহতি বা খালাস না পান, তা নিশ্চিত করাসহ তিন দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
২৩ মিনিট আগে
বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তাঁর স্ত্রী ডিয়ান ডাও ঢাকায় পৌঁছেছেন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নতুন মার্কিন রাষ্ট্রদূত এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে...
১ ঘণ্টা আগে
২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৫৫ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকার বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ জব্দ এবং উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে