যৌথ সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সম্প্রতি এক অনুষ্ঠানে ‘ধর্ষণ’ শব্দের পরিবর্তে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ ব্যবহারে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে শিশু সুরক্ষা ও মানবাধিকার নিয়ে কাজ করা পাঁচটি বেসরকারি সংস্থা (এনজিও)। তারা বলছে, ‘ধর্ষণকে ধর্ষণই বলতে হবে।’
শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত এবং কার্যকর বিচারের দাবিতে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন, আইন ও সালিশ কেন্দ্র এবং ব্রেকিং দ্য সাইলেন্স যৌথভাবে গতকাল রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘কালকে বলা হলো, ধর্ষণ না বললে ভালো হয়; কারণ, শব্দটা আনপ্লিজেন্ট (অস্বস্তিকর), কাজটাই তো আনপ্লিজেন্ট—আমরা খুবই অবাক হয়েছি এটা শুনে। অবাক হয়েছি, কারণ, তিনি (ডিএমপি কমিশনার) বলেছেন ব্রুটাল, নারী নির্যাতন বা নিপীড়ন যা-ই বলেন না কেন, এসবে সেক্সুয়াল ভায়োলেন্স, যৌন নিপীড়নের ব্যাপারটা আছে, তা আসবে না।’
এই মানবাধিকারকর্মী আরও বলেন, ‘আমরা যদি বলি অ্যাসাল্ট, তাহলেও তো হলো না। ধর্ষণ না বললে একটা যৌন নির্যাতন ও নিপীড়নের বিষয় আছে, সেটি ডাইলুট (লঘু) হয়ে যাবে। এটা আমরা মানতে পারছি না, আমরা চাইও না এটা বাদ দেওয়া হোক।’
সেভ দ্য চিলড্রেনের চাইল্ড প্রোটেকশন ও চাইল্ড রাইটস গভর্ন্যান্স বিভাগের পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নারী নির্যাতন একটি বিস্তৃত বিষয়। তার মধ্যে ধর্ষণ অন্যতম জঘন্য অপরাধ। সব অপরাধকে যদি সাধারণীকরণ করা হয়, তাহলে যথাযথ আইন প্রয়োগ করা সম্ভব হবে না।’
সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর প্রতিনিধিরা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বিচারব্যবস্থার সংস্কার এবং অপরাধীদের দ্রুত ও কার্যকর আইনিপ্রক্রিয়ার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সম্প্রতি মাগুরায় ৮ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে নির্যাতন ও ধর্ষণের ঘটনা সমাজে শিশুদের নিরাপত্তাহীনতার করুণ বাস্তবতা তুলে ধরেছে। শিশুদের প্রতি এমন সহিংসতা শুধু তাদের জীবনের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না; বরং জাতির নৈতিকতা ও মূল্যবোধকেও গভীরভাবে আঘাত করছে। বক্তারা শিশু নির্যাতন-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে একটি ‘শিশু সংস্কার কমিশন’ গঠনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সমন্বয়ক তামান্না হক রীতি, ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড প্ল্যানিং) মোহাম্মদ জাহিদুল ইসলাম ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস।
আরও পড়ুন:–

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সম্প্রতি এক অনুষ্ঠানে ‘ধর্ষণ’ শব্দের পরিবর্তে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ ব্যবহারে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে শিশু সুরক্ষা ও মানবাধিকার নিয়ে কাজ করা পাঁচটি বেসরকারি সংস্থা (এনজিও)। তারা বলছে, ‘ধর্ষণকে ধর্ষণই বলতে হবে।’
শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত এবং কার্যকর বিচারের দাবিতে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন, আইন ও সালিশ কেন্দ্র এবং ব্রেকিং দ্য সাইলেন্স যৌথভাবে গতকাল রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘কালকে বলা হলো, ধর্ষণ না বললে ভালো হয়; কারণ, শব্দটা আনপ্লিজেন্ট (অস্বস্তিকর), কাজটাই তো আনপ্লিজেন্ট—আমরা খুবই অবাক হয়েছি এটা শুনে। অবাক হয়েছি, কারণ, তিনি (ডিএমপি কমিশনার) বলেছেন ব্রুটাল, নারী নির্যাতন বা নিপীড়ন যা-ই বলেন না কেন, এসবে সেক্সুয়াল ভায়োলেন্স, যৌন নিপীড়নের ব্যাপারটা আছে, তা আসবে না।’
এই মানবাধিকারকর্মী আরও বলেন, ‘আমরা যদি বলি অ্যাসাল্ট, তাহলেও তো হলো না। ধর্ষণ না বললে একটা যৌন নির্যাতন ও নিপীড়নের বিষয় আছে, সেটি ডাইলুট (লঘু) হয়ে যাবে। এটা আমরা মানতে পারছি না, আমরা চাইও না এটা বাদ দেওয়া হোক।’
সেভ দ্য চিলড্রেনের চাইল্ড প্রোটেকশন ও চাইল্ড রাইটস গভর্ন্যান্স বিভাগের পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নারী নির্যাতন একটি বিস্তৃত বিষয়। তার মধ্যে ধর্ষণ অন্যতম জঘন্য অপরাধ। সব অপরাধকে যদি সাধারণীকরণ করা হয়, তাহলে যথাযথ আইন প্রয়োগ করা সম্ভব হবে না।’
সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর প্রতিনিধিরা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বিচারব্যবস্থার সংস্কার এবং অপরাধীদের দ্রুত ও কার্যকর আইনিপ্রক্রিয়ার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সম্প্রতি মাগুরায় ৮ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে নির্যাতন ও ধর্ষণের ঘটনা সমাজে শিশুদের নিরাপত্তাহীনতার করুণ বাস্তবতা তুলে ধরেছে। শিশুদের প্রতি এমন সহিংসতা শুধু তাদের জীবনের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না; বরং জাতির নৈতিকতা ও মূল্যবোধকেও গভীরভাবে আঘাত করছে। বক্তারা শিশু নির্যাতন-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে একটি ‘শিশু সংস্কার কমিশন’ গঠনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সমন্বয়ক তামান্না হক রীতি, ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড প্ল্যানিং) মোহাম্মদ জাহিদুল ইসলাম ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস।
আরও পড়ুন:–

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৩ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৬ ঘণ্টা আগে