Ajker Patrika

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নাবিকদের  

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মার্চ ২০২২, ২২: ০৮
ইউক্রেনে বাংলাদেশি জাহাজ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নাবিকদের  

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ থেকে ২৮ জন নাবিককে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, চিঠিতে ‘এমভি বাংলার সমৃদ্ধিতে’ হামলার ঘটনায় রাশিয়াকে দোষারোপ করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব। চিঠিতে বাংলার সমৃদ্ধির নাবিকদের অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আজকেই একটি চিঠি পেয়েছি নৌ পরিবহন মন্ত্রণালয়ের থেকে। যুদ্ধ পরিস্থিতিকালিন সময়ে জাহাজ পরিত্যক্ত করার নিয়ম। বিষয়টি আমরা সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছি। লাশটিসহ ২৮ জন নাবিককে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তারা হয়তো বাংকারে যাবেন, সেখান থেকে পরবর্তীতে যে দেশে সুবিধা হয়, সেখানে সরিয়ে নেওয়া হবে।’

রাশিয়ার হামলার বিষয়ে প্রশ্ন করলে মাসুদ বিন মোমেন বলেন, ‘রাশিয়া হামলা করেছে এ রকম কোন প্রমাণ আমাদের কাছে নাই। যুদ্ধের কুয়াশার মধ্যে অনেক ধরনের গোলাগুলি হয়। রাশিয়া বলছে যে তারা এটি করেনি, তবে কে করেছে তা বের করার চেষ্টা করছে।’ 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বাংলাদেশ এ জাহাজের ক্ষতিপূরণ পাবে। কোথাও যুদ্ধ শুরু হলে নাবিকদের যদি জাহাজ ছেড়ে দিতে হয়, তবে তা পরিত্যক্ত ঘোষণা করে করতে হয়। এ জাহাজটি যেহেতু পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়েছে, ফলে এর বিমার অর্থ পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করল ভেনেজুয়েলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত