
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জমজমাট প্রচার শুরু হলেও অধিকাংশ ছাপাখানায় নেই কর্মচাঞ্চল্য। কারণ, এবারই প্রথম নির্বাচনী আচরণবিধিতে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ফলে বদলে গেছে প্রচারের ধরনও। ব্যানার, ডিজিটাল ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল, স্টিকার এবং সামাজিক যোগাযোগমাধ্যমই হয়ে উঠেছে প্রার্থীদের প্রচারের ভরসা।
প্রার্থীদের পোস্টার নিষিদ্ধ থাকায় রাজধানীর বেশির ভাগ ছাপাখানাতেই কর্মচাঞ্চল্য নেই। গতকাল রোববার রাজধানীর ছাপাখানা পাড়া হিসেবে পরিচিত ফকিরাপুল ও আরামবাগ ঘুরে এবং মুদ্রণশিল্পসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। একই অবস্থা নগরীর নীলক্ষেত, কাঁটাবন ও মিরপুর এলাকার ছাপাখানাগুলোতেও। সারা দেশে প্রায় একই চিত্র।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচন সামনে রেখে ২২ জানুয়ারি আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন প্রার্থীরা। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, এবার নির্বাচনী প্রচারে প্রার্থীদের পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। প্রার্থীরা শুধু লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহার করতে পারবেন। তবে এগুলো কোনো দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ বা টেলিফোনের খুঁটি, সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনা কিংবা যানবাহনে লাগানো যাবে না। এ ছাড়া প্রচারসামগ্রীতে রাজনৈতিক দলের ক্ষেত্রে দলীয় প্রধান ছাড়া অন্য কারও ছবি ব্যবহারেও নিষেধাজ্ঞা দিয়েছে ইসি।
পোস্টার নিষিদ্ধ থাকায় এবার আর পাড়া-মহল্লা, অলিগলির আকাশ ঢাকা পড়েনি দড়িতে টানানো সারি সারি পোস্টারে।
ফকিরাপুল ও আরামবাগে সরেজমিনে দেখা গেছে, হাতে গোনা কয়েকটি প্রেসে লিফলেট ছাপার কাজে ব্যস্ত মুদ্রণশ্রমিকেরা। কেউ নকশা করছেন, কেউ ছাপানোর, কেউ কাটিং ও প্যাকেটজাত করার কাজে ব্যস্ত।
মুদ্রণশিল্পসংশ্লিষ্টরা বলছেন, পোস্টার নিষিদ্ধ হওয়ায় ডিজিটাল ব্যানার ও ছোট আকারের লিফলেট ছাপার চাহিদা কিছু বেড়েছে। তবে তা-ও আশানুরূপ নয়। কারণ, লিফলেট আকারে ছোট হওয়ায় ঢাকায় না দিয়ে স্থানীয় পর্যায়েই অধিকাংশ কাজ করা হচ্ছে। ঢাকায় সীমিত কয়েকটি নির্বাচনী আসনের কাজ আসছে।
জানতে চাইলে ফকিরাপুলের একটি ছাপাখানার স্বত্বাধিকারী মকবুল মিয়া বলেন, আগে নির্বাচন এলে পোস্টারের কাজ বেশি ছিল। এবার পোস্টার নেই, তবে কিছু ডিজিটাল ব্যানার, স্টিকার ও লিফলেটের কাজ পাওয়া গেছে।
এক মুদ্রণশ্রমিক বলেন, আগে নির্বাচন এলে কাজের চাপ অনেক বাড়ত। দিনরাত কাজ করতে হতো। এবার সে অবস্থা নেই।
এদিকে কাগজ ও কালির মূল্যবৃদ্ধিও নির্বাচনী ছাপার কাজের চাহিদা কমার একটি কারণ বলে মনে করেন একাধিক মুদ্রণ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তাঁরা বলেন, বর্তমানে ৮×১১ ইঞ্চি আকারের একটি সাদা-কালো লিফলেট ছাপাতে খরচ হচ্ছে প্রায় ২ টাকা; আগে যা ১ থেকে দেড় টাকায় ছাপানো যেত। এ ছাড়া ছোট সাইজের সাদা-কালো রঙে লিফলেট ছাপার বাধ্যবাধকতার কারণেও রাজধানীর অধিকাংশ ছাপাখানা লিফলেট ছাপায় আগ্রহী নয়।
আরামবাগের রিয়েল প্রিন্টার্সের স্বত্বাধিকারী আকতার হোসেন বলেন, রাজধানীর বেশির ভাগ ছাপাখানার মেশিন বড় আকারের কাগজে ছাপার জন্য উপযুক্ত। এ কারণে বেশির ভাগ প্রেসমালিক ছোট আকারের লিফলেট ছাপানোর কাজ নিতে আগ্রহী নন। এ ছাড়া বর্তমানে বই ছাপারও কিছু চাপ রয়েছে। এর বাইরে কাগজ ও কালির বাড়তি দাম তো আছেই।
ডিজিটাল ব্যানার ও স্টিকার ছাপার চাহিদাও এবার তুলনামূলক কম বলে জানান একাধিক ডিজিটাল ব্যানার ছাপার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। ফকিরাপুলের মা ডিজিটাল প্রিন্টার্সের আওলাদ মিয়া বলেন, আগের তুলনায় এবার ডিজিটাল ব্যানার-ফেস্টুনের চাহিদা কম। কাজ আসছে হাতে গোনা। তাঁর ধারণা, এবার বেশির ভাগ কাজ স্থানীয় পর্যায়ে করা হচ্ছে।
মুদ্রণকারীদের সংগঠন বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান বলেন, বড় আকারের পোস্টার ছাপা নিষিদ্ধ হওয়ায় ছোট আকারের অধিকাংশ লিফলেট বা হ্যান্ডবিল এখন স্থানীয় পর্যায়ে ছাপা হচ্ছে। কাগজ-কালির বাড়তি দামের কারণেও অনেক ছাপাখানা এ ধরনের কাজে উৎসাহ পাচ্ছে না।

ভারতের আদানি পাওয়ারের সঙ্গে সম্পাদিত ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তিকে বাংলাদেশের বিদ্যুৎ খাতের দুর্নীতির সবচেয়ে বড় প্রতীক হিসেবে চিহ্নিত করেছে তদন্ত কমিটি। অস্বাভাবিক চুক্তিগুলোর ক্ষতি থেকে রাষ্ট্রকে রক্ষা করতে দুর্নীতির প্রমাণসহ দ্রুত আইনের আশ্রয় নেওয়ারও পরামর্শ দিয়েছে কমিটি।
২ ঘণ্টা আগে
আসন্ন গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করতে দেশের বিশ্ববিদ্যালয়সমূহে ব্যাপক প্রচারণা শুরু হতে যাচ্ছে। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধিদলের এক বৈঠকে
৪ ঘণ্টা আগে
স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর যশোরে কারাবন্দী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলের (সাময়িক মুক্তি) জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার বিকেলে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যুর পর যশোর কারাগারে থাকা বাগেরহাটের ছাত্রলীগ (নিষিদ্ধঘোষিত) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) গোলাম মো. বাতেনের কাছে আবেদন নিয়ে গিয়েছিলেন তাঁর স্বজনেরা।
৫ ঘণ্টা আগে