কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ১৯৭১ সালের গৌরবময় সত্য বিজয় উদ্যাপন করে। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেছে। মন্ত্রণালয় ফেসবুকে পোস্টটি দেওয়ার পর এর লিংক সাংবাদিকদের কাছে পাঠায়।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত চূড়ান্ত বিজয়কে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ হিসেবে দাবি করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যে বার্তা দিয়েছেন, তাঁর জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতিটি দেওয়া হয়।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের জানান, ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব বাংলাদেশ সরকার নিজের মতো করে দেবে।
আজ ‘ঐতিহাসিক বাস্তবতা’ শিরোনামে দেওয়া ফেসবুক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ৯ মাসের দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সার্বভৌম স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কী ঘটেছিল ও কী হতে পারত, তা মন্ত্রণালয় ফেসবুক পোস্টে তুলে ধরে ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জে এন দীক্ষিত তাঁর ‘লিবারেশন অ্যান্ড বিয়োন্ড: ইন্ডিয়া–বাংলাদেশ রিলেশনস’ বইয়ে সেদিনের যে বর্ণনা দিয়েছেন, তা থেকে।
দীক্ষিত বলেন, ‘[পাকিস্তানি বাহিনীর] আত্মসমর্পণ অনুষ্ঠানে যৌথ বাহিনীতে বাংলাদেশের কমান্ডার জেনারেল এম এ জি ওসমানীর উপস্থিতি নিশ্চিত করতে না পারা ও [আত্মসমর্পণের দলিলে] তাঁকে অন্যতম স্বাক্ষরকারী হিসেবে না রাখা ছিল ভারতের মিলিটারি হাইকমান্ডের ব্যর্থতা; একটি বড় রাজনৈতিক ভুল।
[সেখানে] তাঁর অনুপস্থিতির বিষয়ে যে আনুষ্ঠানিক অজুহাত তুলে ধরা হয়, তা হলো তাঁকে নিয়ে একটি হেলিকপ্টার রওনা হয়েছিল। কিন্তু তা ঢাকায় আত্মসমর্পণ অনুষ্ঠানে সময়মতো পৌঁছাতে পারেনি। এ বিষয়ে ব্যাপকভাবে যে সন্দেহটি করা হয়, তা হলো পুরো আত্মসমর্পণ অনুষ্ঠানে ভারতীয় মিলিটারি কমান্ডারদের ওপর দৃষ্টি নিবদ্ধ রাখার জন্য তাঁর [ওসমানী] হেলিকপ্টারটি অন্যদিকে পাঠিয়ে দেওয়া হয়, যাতে তিনি সময়মতো ঢাকা পৌঁছাতে না পারেন। এই দুর্ভাগ্যজনক স্খলনটি ভারত এড়াতে পারত। এই ঘটনাটি বাংলাদেশে রাজনৈতিক মহলে বেশ ক্ষোভের জন্ম দেয়।
বাংলাদেশের স্বাধীনতার পর ভারত–বাংলাদেশ সম্পর্কের শুরুর দিনগুলোয় অনেক রাজনৈতিক ভুল–বোঝাবুঝি দেখা দেয়, আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানীর উপস্থিত থাকলে সেগুলো এড়ানো যেত।’
পররাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুক পোস্ট শেষ করেছে এই বলে, ‘আমরা ১৯৭১ সালে আমাদের গৌরবময় বিজয় উদ্যাপন করি; আমরা সত্য উদ্যাপন করি।’

বাংলাদেশ ১৯৭১ সালের গৌরবময় সত্য বিজয় উদ্যাপন করে। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেছে। মন্ত্রণালয় ফেসবুকে পোস্টটি দেওয়ার পর এর লিংক সাংবাদিকদের কাছে পাঠায়।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত চূড়ান্ত বিজয়কে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ হিসেবে দাবি করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যে বার্তা দিয়েছেন, তাঁর জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতিটি দেওয়া হয়।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের জানান, ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব বাংলাদেশ সরকার নিজের মতো করে দেবে।
আজ ‘ঐতিহাসিক বাস্তবতা’ শিরোনামে দেওয়া ফেসবুক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ৯ মাসের দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সার্বভৌম স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কী ঘটেছিল ও কী হতে পারত, তা মন্ত্রণালয় ফেসবুক পোস্টে তুলে ধরে ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জে এন দীক্ষিত তাঁর ‘লিবারেশন অ্যান্ড বিয়োন্ড: ইন্ডিয়া–বাংলাদেশ রিলেশনস’ বইয়ে সেদিনের যে বর্ণনা দিয়েছেন, তা থেকে।
দীক্ষিত বলেন, ‘[পাকিস্তানি বাহিনীর] আত্মসমর্পণ অনুষ্ঠানে যৌথ বাহিনীতে বাংলাদেশের কমান্ডার জেনারেল এম এ জি ওসমানীর উপস্থিতি নিশ্চিত করতে না পারা ও [আত্মসমর্পণের দলিলে] তাঁকে অন্যতম স্বাক্ষরকারী হিসেবে না রাখা ছিল ভারতের মিলিটারি হাইকমান্ডের ব্যর্থতা; একটি বড় রাজনৈতিক ভুল।
[সেখানে] তাঁর অনুপস্থিতির বিষয়ে যে আনুষ্ঠানিক অজুহাত তুলে ধরা হয়, তা হলো তাঁকে নিয়ে একটি হেলিকপ্টার রওনা হয়েছিল। কিন্তু তা ঢাকায় আত্মসমর্পণ অনুষ্ঠানে সময়মতো পৌঁছাতে পারেনি। এ বিষয়ে ব্যাপকভাবে যে সন্দেহটি করা হয়, তা হলো পুরো আত্মসমর্পণ অনুষ্ঠানে ভারতীয় মিলিটারি কমান্ডারদের ওপর দৃষ্টি নিবদ্ধ রাখার জন্য তাঁর [ওসমানী] হেলিকপ্টারটি অন্যদিকে পাঠিয়ে দেওয়া হয়, যাতে তিনি সময়মতো ঢাকা পৌঁছাতে না পারেন। এই দুর্ভাগ্যজনক স্খলনটি ভারত এড়াতে পারত। এই ঘটনাটি বাংলাদেশে রাজনৈতিক মহলে বেশ ক্ষোভের জন্ম দেয়।
বাংলাদেশের স্বাধীনতার পর ভারত–বাংলাদেশ সম্পর্কের শুরুর দিনগুলোয় অনেক রাজনৈতিক ভুল–বোঝাবুঝি দেখা দেয়, আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানীর উপস্থিত থাকলে সেগুলো এড়ানো যেত।’
পররাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুক পোস্ট শেষ করেছে এই বলে, ‘আমরা ১৯৭১ সালে আমাদের গৌরবময় বিজয় উদ্যাপন করি; আমরা সত্য উদ্যাপন করি।’

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
১০ ঘণ্টা আগে