নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে আগামীকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা (১৩ ঘণ্টা) পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা বলেন।
বৈঠকে আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ও শ্রম ও কর্মসংস্থান নজরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও গোয়েন্দা বাহিনীর প্রধান, পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ প্রতিটি বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আপনাদের (সাংবাদিক) মাধ্যমে অনুরোধ করব, সবাই যেন এই সান্ধ্য আইনটি মেনে চলেন।’ এ সময় সবকিছু দ্রুত স্বাভাবিক অবস্থায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জামায়াত নিষিদ্ধের প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দেশে জঙ্গির উত্থানে জামায়াতের ভূমিকা রয়েছে। এ জন্য ১৪ দলের বৈঠকে জামায়াতকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেকোনো মুহূর্তে সিদ্ধান্তটি কার্যকর হবে।
শিক্ষামন্ত্রী বলেন, যারা নিরপরাধ এবং যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে, তাঁরা যাতে প্রশাসনিক কোনো হয়রানির শিকার না হয় সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ হয়রানির শিকার হলে, তাঁদের সরকার সহায়তা করবে।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খোলা হবে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়ে কিছু বেসরকারি প্রতিষ্ঠান আলোচনা করেছে। এই বিষয়টি মাথায় রাখা হয়েছে।

ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে আগামীকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা (১৩ ঘণ্টা) পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা বলেন।
বৈঠকে আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ও শ্রম ও কর্মসংস্থান নজরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও গোয়েন্দা বাহিনীর প্রধান, পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ প্রতিটি বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আপনাদের (সাংবাদিক) মাধ্যমে অনুরোধ করব, সবাই যেন এই সান্ধ্য আইনটি মেনে চলেন।’ এ সময় সবকিছু দ্রুত স্বাভাবিক অবস্থায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জামায়াত নিষিদ্ধের প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দেশে জঙ্গির উত্থানে জামায়াতের ভূমিকা রয়েছে। এ জন্য ১৪ দলের বৈঠকে জামায়াতকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেকোনো মুহূর্তে সিদ্ধান্তটি কার্যকর হবে।
শিক্ষামন্ত্রী বলেন, যারা নিরপরাধ এবং যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে, তাঁরা যাতে প্রশাসনিক কোনো হয়রানির শিকার না হয় সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ হয়রানির শিকার হলে, তাঁদের সরকার সহায়তা করবে।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খোলা হবে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়ে কিছু বেসরকারি প্রতিষ্ঠান আলোচনা করেছে। এই বিষয়টি মাথায় রাখা হয়েছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
২ ঘণ্টা আগে
আদিলুর রহমান খান বলেন, এত দিন যে অন্যায় হয়েছে, সেই অন্যায় আর হতে দেওয়া হবে না। গণ-অভ্যুত্থানের সরকারের উদ্যোগে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। সেই সনদের বিষয়ে সবার সম্মতি নিতে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘যাঁরা বাংলাদেশকে বদলাতে চান, বাংলাদেশকে সমৃদ্ধিশালী করতে চান...
৩ ঘণ্টা আগে
গণভোট নিয়ে সমালোচনার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘যাঁরা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাঁদের জানার পরিধি কম। কারণ, পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে, সেখানে সরকার গণভোটে হ্যাঁ অথবা না-এর পক্ষ নিয়ে থাকে। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে, তাই হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে।
৩ ঘণ্টা আগে
হিজরি সালের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করেছিলেন। মহান আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে তিনি দুনিয়াতে ফিরে এসেছিলেন।
৫ ঘণ্টা আগে