Ajker Patrika

বুধবার থেকে সকাল ৭টা-রাত ৮টা শিথিল থাকবে কারফিউ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ২১: ০৫
বুধবার থেকে সকাল ৭টা-রাত ৮টা শিথিল থাকবে কারফিউ

ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে আগামীকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা (১৩ ঘণ্টা) পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। 
 
আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা বলেন।

বৈঠকে আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ও শ্রম ও কর্মসংস্থান নজরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও গোয়েন্দা বাহিনীর প্রধান, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ প্রতিটি বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আপনাদের (সাংবাদিক) মাধ্যমে অনুরোধ করব, সবাই যেন এই সান্ধ্য আইনটি মেনে চলেন।’ এ সময় সবকিছু দ্রুত স্বাভাবিক অবস্থায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

জামায়াত নিষিদ্ধের প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দেশে জঙ্গির উত্থানে জামায়াতের ভূমিকা রয়েছে। এ জন্য ১৪ দলের বৈঠকে জামায়াতকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেকোনো মুহূর্তে সিদ্ধান্তটি কার্যকর হবে। 

শিক্ষামন্ত্রী বলেন, যারা নিরপরাধ এবং যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে, তাঁরা যাতে প্রশাসনিক কোনো হয়রানির শিকার না হয় সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ হয়রানির শিকার হলে, তাঁদের সরকার সহায়তা করবে। 

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খোলা হবে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়ে কিছু বেসরকারি প্রতিষ্ঠান আলোচনা করেছে। এই বিষয়টি মাথায় রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...