Ajker Patrika

বিদায়ী দুই উপদেষ্টার সম্মানে প্রধান উপদেষ্টার ভোজ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৭: ৫৮
আজ বৃহস্পতিবার মধ্যাহ্নভোজন শেষে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী দুই ছাত্র উপদেষ্টা। ছবি: প্রেস উইং
আজ বৃহস্পতিবার মধ্যাহ্নভোজন শেষে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী দুই ছাত্র উপদেষ্টা। ছবি: প্রেস উইং

বিদায়ী দুই উপদেষ্টা মো. মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা। আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টামণ্ডলীর বৈঠক শেষে এ আয়োজনে তারা অংশ নেন।

বৈঠক ও মধ্যাহ্নভোজ শেষে প্রধান উপদেষ্টা বিদায়ী দুই উপদেষ্টার সঙ্গে স্মারকচিত্রে অংশ নেন।

সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দায়িত্বকালীন সহযোগিতা ও অবদানের জন্য বিদায়ী দুই উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

আজ বৃহস্পতিবার মধ্যাহ্নভোজন শেষে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দুই ছাত্র উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা, অর্থ, বাণিজ্য ও পরিবেশ উপদেষ্টাসহ অন্যরাও উপস্থিত ছিলেন। ছবি: প্রেস উইং
আজ বৃহস্পতিবার মধ্যাহ্নভোজন শেষে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দুই ছাত্র উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা, অর্থ, বাণিজ্য ও পরিবেশ উপদেষ্টাসহ অন্যরাও উপস্থিত ছিলেন। ছবি: প্রেস উইং

এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টা গ্রহণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাঁদের পদত্যাগপত্র কার্যকর হবে।

এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তফসিল ঘোষণা করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...