কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ার সঙ্গে সম্পর্ক গাঢ় হচ্ছে বাংলাদেশের। এ সম্পর্ককে আরও দৃঢ় করতে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক (এফওসি) এবং দ্বিপক্ষীয় ভিসা অব্যাহতি নিয়ে দুটি সমঝোতা সই করতে একমত হয়েছে দুই দেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, চলতি মাসের শেষে আগামী ২৭ জানুয়ারি ঢাকা আসছেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ। ২০২১ সালের অক্টোবরের মাঝামাঝি সময়ে সার্বিয়া সফরে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তারই ফিরতি সফরে ঢাকা আসছেন তিনি। সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিতে নিয়মিত এফওসি বৈঠক এবং দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি নিয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। নাম না প্রকাশ করার শর্তে আজকের পত্রিকাকে তিনি বলেন, বৈঠকের সার্বিক বিষয় নিয়ে কাজ চলছে। দুটি সমঝোতা হবে—এটি নিশ্চিত। সম্পর্ক এগিয়ে নিতে আরও কয়েকটি বিষয়ে সমঝোতার জন্য বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সেখান থেকে উত্তর এলে বোঝা যাবে ঠিক কতগুলো সমঝোতা বা চুক্তি সই হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সার্বিয়ার সঙ্গে রাজনৈতিক ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ। গত অক্টোবরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সার্বিয়া সফরকালে এ বিষয়ে তাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। প্রতিরক্ষা খাতে সমঝোতার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন।
এ ছাড়া সার্বিয়ার শ্রম বাজারে বাংলাদেশের জনশক্তি রপ্তানির সুযোগ খুঁজছে বাংলাদেশ। বিশেষ করে দেশটির অবকাঠামো খাতে বাংলাদেশের শ্রমিকের অবদান রাখার সুযোগ রয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্য ও পর্যটন খাতে সম্পর্ক বাড়াতে চায় ঢাকা। জনশক্তি রপ্তানি খাতে সহযোগিতা বাড়াতে এরই মধ্যে বাংলাদেশকে চুক্তি করার জন্য বলেছে সার্বিয়া। এবারের বৈঠকে সার্বিয়ার কাছে রোহিঙ্গা ইস্যু সমাধানে সহযোগিতা খুঁজবে ঢাকা।

পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ার সঙ্গে সম্পর্ক গাঢ় হচ্ছে বাংলাদেশের। এ সম্পর্ককে আরও দৃঢ় করতে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক (এফওসি) এবং দ্বিপক্ষীয় ভিসা অব্যাহতি নিয়ে দুটি সমঝোতা সই করতে একমত হয়েছে দুই দেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, চলতি মাসের শেষে আগামী ২৭ জানুয়ারি ঢাকা আসছেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ। ২০২১ সালের অক্টোবরের মাঝামাঝি সময়ে সার্বিয়া সফরে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তারই ফিরতি সফরে ঢাকা আসছেন তিনি। সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিতে নিয়মিত এফওসি বৈঠক এবং দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি নিয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। নাম না প্রকাশ করার শর্তে আজকের পত্রিকাকে তিনি বলেন, বৈঠকের সার্বিক বিষয় নিয়ে কাজ চলছে। দুটি সমঝোতা হবে—এটি নিশ্চিত। সম্পর্ক এগিয়ে নিতে আরও কয়েকটি বিষয়ে সমঝোতার জন্য বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সেখান থেকে উত্তর এলে বোঝা যাবে ঠিক কতগুলো সমঝোতা বা চুক্তি সই হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সার্বিয়ার সঙ্গে রাজনৈতিক ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ। গত অক্টোবরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সার্বিয়া সফরকালে এ বিষয়ে তাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। প্রতিরক্ষা খাতে সমঝোতার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন।
এ ছাড়া সার্বিয়ার শ্রম বাজারে বাংলাদেশের জনশক্তি রপ্তানির সুযোগ খুঁজছে বাংলাদেশ। বিশেষ করে দেশটির অবকাঠামো খাতে বাংলাদেশের শ্রমিকের অবদান রাখার সুযোগ রয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্য ও পর্যটন খাতে সম্পর্ক বাড়াতে চায় ঢাকা। জনশক্তি রপ্তানি খাতে সহযোগিতা বাড়াতে এরই মধ্যে বাংলাদেশকে চুক্তি করার জন্য বলেছে সার্বিয়া। এবারের বৈঠকে সার্বিয়ার কাছে রোহিঙ্গা ইস্যু সমাধানে সহযোগিতা খুঁজবে ঢাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট। সেখানে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন...
৪ ঘণ্টা আগে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা ও কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৬ ঘণ্টা আগে