নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদুল ফিতরের সময় ট্রেনে ঈদযাত্রা বেশ নির্বিঘ্ন ও নিরাপদ ছিল। এবার ঈদুল আজহার ঈদযাত্রায় বিশেষ করে ট্রেনে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বিভিন্ন স্থানের রেললাইনের পাশে কোরবানির পশুর হাট বসানোর কারণে চ্যালেঞ্জ থাকছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
তিনি বলেন, গতবার ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ হয়েছে, এটি সবাই জানে। তবে এবার ঈদযাত্রায় খানিকটা চ্যালেঞ্জ আছে। কারণ, ঈদের ছুটি লম্বা, কিন্তু ঈদের আগে মাত্র দুদিন ছুটি। এ ছাড়া আবহাওয়াগত একটা চ্যালেঞ্জ আছে। ঝড়বৃষ্টিতে রেললাইনের ওপরে গাছ পড়ছে। ট্রেন চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে।
আজ শনিবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে এসব কথা বলেন রেলসচিব।
তিনি আরও বলেন, সারা দেশে রেললাইনের আশপাশে প্রায় ১১টি পশুর হাট বাসে। নিরাপদে ট্রেন চালানোর ক্ষেত্রে এটিও একটি চ্যালেঞ্জ।
ঈদযাত্রার প্রস্তুতির বিষয়ে রেলসচিব বলেন, এসব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও গতবারের চেয়ে ভালো প্রস্তুতি নিয়েছি। যাত্রীদের সুবিধায় বিশেষ ট্রেন চলবে। ছাদে কোনো যাত্রী উঠতে দেওয়া হবে না। টিকিট কালোবাজারি বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন আছে।
রেলস্টেশনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানের বিষয়ে সচিব বলেন, ‘আপনারা জানেন, তিন দিন আগে দুদক আটটা স্টেশনে অভিযান চালিয়েছে। কিন্তু তারা আমলে নেওয়ার মতো বড় অভিযোগ পায়নি। বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকে, যেটা সব সময় ঘটে। তবে ঈদের সময় ট্রেনের টিকিটের চাহিদা অনেক বেশি থাকে, ফলে এই বিষয়গুলোতে আমরা সচেতন আছি।’
স্ট্যান্ডিং টিকিটের বিষয়ে সচিব বলেন, টিকিট না পেলে কাউন্টার থেকে অবশ্যই স্ট্যান্ডিং টিকিট কেটে নিয়ে গিয়ে ট্রেনে উঠতে হবে। টিকিট ছাড়া ট্রেনে উঠে গেলে তাকে জরিমানাসহ স্ট্যান্ডিং টিকিটের টাকা দিতে হবে।

ঈদুল ফিতরের সময় ট্রেনে ঈদযাত্রা বেশ নির্বিঘ্ন ও নিরাপদ ছিল। এবার ঈদুল আজহার ঈদযাত্রায় বিশেষ করে ট্রেনে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বিভিন্ন স্থানের রেললাইনের পাশে কোরবানির পশুর হাট বসানোর কারণে চ্যালেঞ্জ থাকছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
তিনি বলেন, গতবার ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ হয়েছে, এটি সবাই জানে। তবে এবার ঈদযাত্রায় খানিকটা চ্যালেঞ্জ আছে। কারণ, ঈদের ছুটি লম্বা, কিন্তু ঈদের আগে মাত্র দুদিন ছুটি। এ ছাড়া আবহাওয়াগত একটা চ্যালেঞ্জ আছে। ঝড়বৃষ্টিতে রেললাইনের ওপরে গাছ পড়ছে। ট্রেন চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে।
আজ শনিবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে এসব কথা বলেন রেলসচিব।
তিনি আরও বলেন, সারা দেশে রেললাইনের আশপাশে প্রায় ১১টি পশুর হাট বাসে। নিরাপদে ট্রেন চালানোর ক্ষেত্রে এটিও একটি চ্যালেঞ্জ।
ঈদযাত্রার প্রস্তুতির বিষয়ে রেলসচিব বলেন, এসব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও গতবারের চেয়ে ভালো প্রস্তুতি নিয়েছি। যাত্রীদের সুবিধায় বিশেষ ট্রেন চলবে। ছাদে কোনো যাত্রী উঠতে দেওয়া হবে না। টিকিট কালোবাজারি বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন আছে।
রেলস্টেশনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানের বিষয়ে সচিব বলেন, ‘আপনারা জানেন, তিন দিন আগে দুদক আটটা স্টেশনে অভিযান চালিয়েছে। কিন্তু তারা আমলে নেওয়ার মতো বড় অভিযোগ পায়নি। বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকে, যেটা সব সময় ঘটে। তবে ঈদের সময় ট্রেনের টিকিটের চাহিদা অনেক বেশি থাকে, ফলে এই বিষয়গুলোতে আমরা সচেতন আছি।’
স্ট্যান্ডিং টিকিটের বিষয়ে সচিব বলেন, টিকিট না পেলে কাউন্টার থেকে অবশ্যই স্ট্যান্ডিং টিকিট কেটে নিয়ে গিয়ে ট্রেনে উঠতে হবে। টিকিট ছাড়া ট্রেনে উঠে গেলে তাকে জরিমানাসহ স্ট্যান্ডিং টিকিটের টাকা দিতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট। সেখানে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন...
৫ ঘণ্টা আগে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা ও কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৬ ঘণ্টা আগে