Ajker Patrika

ট্রেনে এবারের ঈদযাত্রায় চ্যালেঞ্জ আছে: রেলসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মে ২০২৫, ১৭: ৩৭
ট্রেনে এবারের ঈদযাত্রায় চ্যালেঞ্জ আছে: রেলসচিব
শনিবার কমলাপুর রেল স্টেশনে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেল সচিব। ছবি: আজকের পত্রিকা

ঈদুল ফিতরের সময় ট্রেনে ঈদযাত্রা বেশ নির্বিঘ্ন ও নিরাপদ ছিল। এবার ঈদুল আজহার ঈদযাত্রায় বিশেষ করে ট্রেনে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বিভিন্ন স্থানের রেললাইনের পাশে কোরবানির পশুর হাট বসানোর কারণে চ্যালেঞ্জ থাকছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

তিনি বলেন, গতবার ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ হয়েছে, এটি সবাই জানে। তবে এবার ঈদযাত্রায় খানিকটা চ্যালেঞ্জ আছে। কারণ, ঈদের ছুটি লম্বা, কিন্তু ঈদের আগে মাত্র দুদিন ছুটি। এ ছাড়া আবহাওয়াগত একটা চ্যালেঞ্জ আছে। ঝড়বৃষ্টিতে রেললাইনের ওপরে গাছ পড়ছে। ট্রেন চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে।

আজ শনিবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে এসব কথা বলেন রেলসচিব।

তিনি আরও বলেন, সারা দেশে রেললাইনের আশপাশে প্রায় ১১টি পশুর হাট বাসে। নিরাপদে ট্রেন চালানোর ক্ষেত্রে এটিও একটি চ্যালেঞ্জ।

ঈদযাত্রার প্রস্তুতির বিষয়ে রেলসচিব বলেন, এসব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও গতবারের চেয়ে ভালো প্রস্তুতি নিয়েছি। যাত্রীদের সুবিধায় বিশেষ ট্রেন চলবে। ছাদে কোনো যাত্রী উঠতে দেওয়া হবে না। টিকিট কালোবাজারি বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন আছে।

রেলস্টেশনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানের বিষয়ে সচিব বলেন, ‘আপনারা জানেন, তিন দিন আগে দুদক আটটা স্টেশনে অভিযান চালিয়েছে। কিন্তু তারা আমলে নেওয়ার মতো বড় অভিযোগ পায়নি। বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকে, যেটা সব সময় ঘটে। তবে ঈদের সময় ট্রেনের টিকিটের চাহিদা অনেক বেশি থাকে, ফলে এই বিষয়গুলোতে আমরা সচেতন আছি।’

স্ট্যান্ডিং টিকিটের বিষয়ে সচিব বলেন, টিকিট না পেলে কাউন্টার থেকে অবশ্যই স্ট্যান্ডিং টিকিট কেটে নিয়ে গিয়ে ট্রেনে উঠতে হবে। টিকিট ছাড়া ট্রেনে উঠে গেলে তাকে জরিমানাসহ স্ট্যান্ডিং টিকিটের টাকা দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত