নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদুল ফিতরের সময় ট্রেনে ঈদযাত্রা বেশ নির্বিঘ্ন ও নিরাপদ ছিল। এবার ঈদুল আজহার ঈদযাত্রায় বিশেষ করে ট্রেনে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বিভিন্ন স্থানের রেললাইনের পাশে কোরবানির পশুর হাট বসানোর কারণে চ্যালেঞ্জ থাকছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
তিনি বলেন, গতবার ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ হয়েছে, এটি সবাই জানে। তবে এবার ঈদযাত্রায় খানিকটা চ্যালেঞ্জ আছে। কারণ, ঈদের ছুটি লম্বা, কিন্তু ঈদের আগে মাত্র দুদিন ছুটি। এ ছাড়া আবহাওয়াগত একটা চ্যালেঞ্জ আছে। ঝড়বৃষ্টিতে রেললাইনের ওপরে গাছ পড়ছে। ট্রেন চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে।
আজ শনিবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে এসব কথা বলেন রেলসচিব।
তিনি আরও বলেন, সারা দেশে রেললাইনের আশপাশে প্রায় ১১টি পশুর হাট বাসে। নিরাপদে ট্রেন চালানোর ক্ষেত্রে এটিও একটি চ্যালেঞ্জ।
ঈদযাত্রার প্রস্তুতির বিষয়ে রেলসচিব বলেন, এসব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও গতবারের চেয়ে ভালো প্রস্তুতি নিয়েছি। যাত্রীদের সুবিধায় বিশেষ ট্রেন চলবে। ছাদে কোনো যাত্রী উঠতে দেওয়া হবে না। টিকিট কালোবাজারি বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন আছে।
রেলস্টেশনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানের বিষয়ে সচিব বলেন, ‘আপনারা জানেন, তিন দিন আগে দুদক আটটা স্টেশনে অভিযান চালিয়েছে। কিন্তু তারা আমলে নেওয়ার মতো বড় অভিযোগ পায়নি। বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকে, যেটা সব সময় ঘটে। তবে ঈদের সময় ট্রেনের টিকিটের চাহিদা অনেক বেশি থাকে, ফলে এই বিষয়গুলোতে আমরা সচেতন আছি।’
স্ট্যান্ডিং টিকিটের বিষয়ে সচিব বলেন, টিকিট না পেলে কাউন্টার থেকে অবশ্যই স্ট্যান্ডিং টিকিট কেটে নিয়ে গিয়ে ট্রেনে উঠতে হবে। টিকিট ছাড়া ট্রেনে উঠে গেলে তাকে জরিমানাসহ স্ট্যান্ডিং টিকিটের টাকা দিতে হবে।

ঈদুল ফিতরের সময় ট্রেনে ঈদযাত্রা বেশ নির্বিঘ্ন ও নিরাপদ ছিল। এবার ঈদুল আজহার ঈদযাত্রায় বিশেষ করে ট্রেনে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বিভিন্ন স্থানের রেললাইনের পাশে কোরবানির পশুর হাট বসানোর কারণে চ্যালেঞ্জ থাকছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
তিনি বলেন, গতবার ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ হয়েছে, এটি সবাই জানে। তবে এবার ঈদযাত্রায় খানিকটা চ্যালেঞ্জ আছে। কারণ, ঈদের ছুটি লম্বা, কিন্তু ঈদের আগে মাত্র দুদিন ছুটি। এ ছাড়া আবহাওয়াগত একটা চ্যালেঞ্জ আছে। ঝড়বৃষ্টিতে রেললাইনের ওপরে গাছ পড়ছে। ট্রেন চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে।
আজ শনিবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে এসব কথা বলেন রেলসচিব।
তিনি আরও বলেন, সারা দেশে রেললাইনের আশপাশে প্রায় ১১টি পশুর হাট বাসে। নিরাপদে ট্রেন চালানোর ক্ষেত্রে এটিও একটি চ্যালেঞ্জ।
ঈদযাত্রার প্রস্তুতির বিষয়ে রেলসচিব বলেন, এসব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও গতবারের চেয়ে ভালো প্রস্তুতি নিয়েছি। যাত্রীদের সুবিধায় বিশেষ ট্রেন চলবে। ছাদে কোনো যাত্রী উঠতে দেওয়া হবে না। টিকিট কালোবাজারি বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন আছে।
রেলস্টেশনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানের বিষয়ে সচিব বলেন, ‘আপনারা জানেন, তিন দিন আগে দুদক আটটা স্টেশনে অভিযান চালিয়েছে। কিন্তু তারা আমলে নেওয়ার মতো বড় অভিযোগ পায়নি। বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকে, যেটা সব সময় ঘটে। তবে ঈদের সময় ট্রেনের টিকিটের চাহিদা অনেক বেশি থাকে, ফলে এই বিষয়গুলোতে আমরা সচেতন আছি।’
স্ট্যান্ডিং টিকিটের বিষয়ে সচিব বলেন, টিকিট না পেলে কাউন্টার থেকে অবশ্যই স্ট্যান্ডিং টিকিট কেটে নিয়ে গিয়ে ট্রেনে উঠতে হবে। টিকিট ছাড়া ট্রেনে উঠে গেলে তাকে জরিমানাসহ স্ট্যান্ডিং টিকিটের টাকা দিতে হবে।

নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজ শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে জুমার নামাজ পরবর্তী এই দোয়া মাহফিলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র ও কক্ষ আগেই মোটামুটি চূড়ান্ত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। পরে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত হওয়ায় ইসিও এ বিষয়ে উদ্যোগ নেয়।
১৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে যশোর-২ আসনে জামায়াত ইসলামী মনোনীত একজন প্রার্থী এবং নরসিংদী-২, রংপুর-১ ও কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টি (জাপা)...
১৬ ঘণ্টা আগে