আজকের পত্রিকা ডেস্ক

ভারতের আদানি গ্রুপের পাওনা দ্রুত পরিশোধ করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। একই সঙ্গে তাঁরা বলছেন, আওয়ামী লীগ সরকার বিশাল অঙ্কের বকেয়া বিল রেখে গিয়েছিল। যার কারণে বকেয়া বেড়েছে।
আজ রোববার রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
শফিকুল আলম বলেন, বিদ্যুৎ আমদানির জন্য ভারতের আদানি গ্রুপ টাকা পায়, এটা সত্য। তাদের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে গতি বাড়িয়েছি। যে বকেয়া বিল আছে, সেটার জন্য মূলত দায়ী পূর্ববর্তী স্বৈরশাসক আওয়ামী লীগ। তারা বিশাল বকেয়া বিল রেখে গিয়েছিল। সেটার কারণে এটা বেড়ে গেছে।
শফিকুল আলম আরও বলেন, ‘আদানিকে গ্রুপকে গত মাসে ৯৭ মিলিয়ন ডলার পেমেন্ট করা হয়েছে। যেটা আগস্ট বা আগের মাসের চেয়ে দ্বিগুণ। আমাদের তরফ থেকে সর্বোচ্চ পেমেন্ট আরও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের রিজার্ভ বাড়া শুরু হয়েছে। আন্তর্জাতিক পেমেন্টগুলো রিজার্ভের হাত না দিয়েই করতে পারছি। পেমেন্ট ৭০০ মিলিয়ন ডলার বাকি আছে। সেটিও দ্রুত সময়ের মধ্যে করে দিতে পারব।’
আওয়ামী লীগ সরকারের সময় বছরে ১৫ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে—টিআইবি নির্বাহী পরিচালকের এমন অভিযোগের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘পতিত আওয়ামী লীগ সরকার টাকা পাচারের একধরনের প্রতিযোগিতা শুরু করেছিল। সেই টাকা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। কত টাকা পাচার হয়েছে তা বের করতে উচ্চপর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। সেই শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ব্যাংক লুটপাটের চিত্রও শ্বেতপত্রে পাওয়া যাবে।’
মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতা বড় ভূমিকা রেখেছিলেন উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশ ৯ মাসে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল, তাতে তাঁদের ভূমিকা অনেক। আমরা তাঁদের চিরকৃতজ্ঞভাবে স্মরণ করি। মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতাকে ছোট করে শুধু একজনকে বড় করেছে আওয়ামী লীগ। তারা শুধু একজনের একটি কাল্ট তৈরি করতে চেয়েছিল। তারা দেখাতে চেয়েছিল বাংলাদেশ সমস্ত কিছু শুধু একজনের জন্য হয়েছিল। তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলামসহ চার নেতারা অবদান অনেক। আমরা তাঁদের অবদান স্বীকার করি।’
শিল্পকলা একাডেমির নাটক বন্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের জানা মতে শনিবারই এ ধরনের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ করি আমরা। আশা করি শিল্পকলা একাডেমির প্রধান তদন্ত করে জানাবেন কী ঘটনা হয়েছে।’
সাত কলেজের সমস্যা সমাধানে শিক্ষা উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা কাজ করছেন বলে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘আশা করি আশু সমাধান হবে।’
জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘বর্তমান সরকার কোনো রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না। জাতীয় পার্টির ব্যাপারে কী সিদ্ধান্ত হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলো সঙ্গে আলোচনা, মতামত ও ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

ভারতের আদানি গ্রুপের পাওনা দ্রুত পরিশোধ করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। একই সঙ্গে তাঁরা বলছেন, আওয়ামী লীগ সরকার বিশাল অঙ্কের বকেয়া বিল রেখে গিয়েছিল। যার কারণে বকেয়া বেড়েছে।
আজ রোববার রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
শফিকুল আলম বলেন, বিদ্যুৎ আমদানির জন্য ভারতের আদানি গ্রুপ টাকা পায়, এটা সত্য। তাদের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে গতি বাড়িয়েছি। যে বকেয়া বিল আছে, সেটার জন্য মূলত দায়ী পূর্ববর্তী স্বৈরশাসক আওয়ামী লীগ। তারা বিশাল বকেয়া বিল রেখে গিয়েছিল। সেটার কারণে এটা বেড়ে গেছে।
শফিকুল আলম আরও বলেন, ‘আদানিকে গ্রুপকে গত মাসে ৯৭ মিলিয়ন ডলার পেমেন্ট করা হয়েছে। যেটা আগস্ট বা আগের মাসের চেয়ে দ্বিগুণ। আমাদের তরফ থেকে সর্বোচ্চ পেমেন্ট আরও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের রিজার্ভ বাড়া শুরু হয়েছে। আন্তর্জাতিক পেমেন্টগুলো রিজার্ভের হাত না দিয়েই করতে পারছি। পেমেন্ট ৭০০ মিলিয়ন ডলার বাকি আছে। সেটিও দ্রুত সময়ের মধ্যে করে দিতে পারব।’
আওয়ামী লীগ সরকারের সময় বছরে ১৫ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে—টিআইবি নির্বাহী পরিচালকের এমন অভিযোগের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘পতিত আওয়ামী লীগ সরকার টাকা পাচারের একধরনের প্রতিযোগিতা শুরু করেছিল। সেই টাকা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। কত টাকা পাচার হয়েছে তা বের করতে উচ্চপর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। সেই শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ব্যাংক লুটপাটের চিত্রও শ্বেতপত্রে পাওয়া যাবে।’
মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতা বড় ভূমিকা রেখেছিলেন উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশ ৯ মাসে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল, তাতে তাঁদের ভূমিকা অনেক। আমরা তাঁদের চিরকৃতজ্ঞভাবে স্মরণ করি। মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতাকে ছোট করে শুধু একজনকে বড় করেছে আওয়ামী লীগ। তারা শুধু একজনের একটি কাল্ট তৈরি করতে চেয়েছিল। তারা দেখাতে চেয়েছিল বাংলাদেশ সমস্ত কিছু শুধু একজনের জন্য হয়েছিল। তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলামসহ চার নেতারা অবদান অনেক। আমরা তাঁদের অবদান স্বীকার করি।’
শিল্পকলা একাডেমির নাটক বন্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের জানা মতে শনিবারই এ ধরনের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ করি আমরা। আশা করি শিল্পকলা একাডেমির প্রধান তদন্ত করে জানাবেন কী ঘটনা হয়েছে।’
সাত কলেজের সমস্যা সমাধানে শিক্ষা উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা কাজ করছেন বলে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘আশা করি আশু সমাধান হবে।’
জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘বর্তমান সরকার কোনো রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না। জাতীয় পার্টির ব্যাপারে কী সিদ্ধান্ত হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলো সঙ্গে আলোচনা, মতামত ও ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

নির্বাচনের পরিবেশ ভালো আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারব।’
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ের শেষ দিন গতকাল রোববার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
১১ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহ
১১ ঘণ্টা আগে
আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করতে এবং জনসচেতনতা বাড়াতে বড় ধরনের প্রচার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি বিভাগে বড় আকারের কর্মশালার মাধ্যমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া হবে।
১৩ ঘণ্টা আগে