আজকের পত্রিকা ডেস্ক

বগুড়া সেনানিবাসে অবস্থিত আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে (এসিসিএন্ডএস) সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি ২০২৫) এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাবাহিনী প্রধান এসিসিএন্ডএসে পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; কর্নেল কমান্ড্যান্ট, সাঁজোয়া কোর; জিওসি ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া এবং কমান্ড্যান্ট এসিসিএন্ডএস অভ্যর্থনা জানান।
সেনাপ্রধান সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের অধিনায়ক এবং কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সাঁজোয়া কোরের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি কোরের ঐতিহ্য এবং দেশের সেবায় সাঁজোয়া কোরের অবদানকে স্মরণ করে বলেন, ‘সাঁজোয়া কোরের প্রত্যেক সদস্য ভবিষ্যতে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।’
এরপর সেনাপ্রধান এসিসিএন্ডএস প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং অধিনায়কদের সঙ্গে একটি গ্রুপ ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আর্মার্ড ব্রিগেডের কমান্ডার, সাঁজোয়া ইউনিটসমূহের অধিনায়ক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও গতকাল (১৯ জানুয়ারি ২০২৫) সাঁজোয়া কোরের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, চেয়ারম্যান, সেনা কল্যাণ সংস্থা। বগুড়া সেনানিবাসের শহীদ লেফটেন্যান্ট বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সামরিক ঐতিহ্য অনুযায়ী নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বগুড়া সেনানিবাসে অবস্থিত আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে (এসিসিএন্ডএস) সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি ২০২৫) এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাবাহিনী প্রধান এসিসিএন্ডএসে পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; কর্নেল কমান্ড্যান্ট, সাঁজোয়া কোর; জিওসি ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া এবং কমান্ড্যান্ট এসিসিএন্ডএস অভ্যর্থনা জানান।
সেনাপ্রধান সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের অধিনায়ক এবং কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সাঁজোয়া কোরের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি কোরের ঐতিহ্য এবং দেশের সেবায় সাঁজোয়া কোরের অবদানকে স্মরণ করে বলেন, ‘সাঁজোয়া কোরের প্রত্যেক সদস্য ভবিষ্যতে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।’
এরপর সেনাপ্রধান এসিসিএন্ডএস প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং অধিনায়কদের সঙ্গে একটি গ্রুপ ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আর্মার্ড ব্রিগেডের কমান্ডার, সাঁজোয়া ইউনিটসমূহের অধিনায়ক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও গতকাল (১৯ জানুয়ারি ২০২৫) সাঁজোয়া কোরের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, চেয়ারম্যান, সেনা কল্যাণ সংস্থা। বগুড়া সেনানিবাসের শহীদ লেফটেন্যান্ট বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সামরিক ঐতিহ্য অনুযায়ী নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে গার্ড অব অনার প্রদান করা হয়।

ইসি জানিয়েছে, গত ১৪ ডিসেম্বর ইসি ৩০০টি সংসদীয় আসনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে। এসব কমিটির কাছেও সংশ্লিষ্ট সংসদীয় আসনের নির্বাচন-সংক্রান্ত অভিযোগ দায়ের করা যাবে।
১ ঘণ্টা আগে
দৈনিক আজকের পত্রিকায় গত ২৫ নভেম্বর ‘স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে: কাস্টমস কর্মকর্তা আলী রেজার বিচার শুরু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার আলী রেজা হায়দার। আইনজীবীর মাধ্যমে পাঠানো লিগ্যাল নোটিশে তিনি অভিযোগ করেছেন, তাঁর কোনো
২ ঘণ্টা আগে
গবেষণা জাহাজ আর. ভি. ড. ফ্রিডটজফ ন্যানসেন দিয়ে সামুদ্রিক মৎস্যসম্পদ ও ইকোসিস্টেমের ওপর পরিচালিত জরিপ ও গবেষণা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে সংশ্লিষ্ট কমিটি।
৩ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতাকে আইনি সুরক্ষা দিতে বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে— জুলাই যোদ্ধাদের আইনি দায়মুক্তি দিতে একটি নতুন অধ্যাদেশ জারি
৩ ঘণ্টা আগে