নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘আমেরিকা ভুল তথ্যের ওপর নির্ভর করে বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে আমেরিকা ভিয়েতনাম, আফগানিস্তান এবং আরব বসন্তের নামে যে ভুল করেছে ও যেভাবে আরবকে তছনছ করেছে এবং পরবর্তী সময়ে স্বীকার করেছে যে ইরাকে তারা ভুল তথ্যের ওপর যুদ্ধ করেছে। কাজেই আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকা এই ভুল করবে না।’
আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বাংলাদেশে তিন দিনব্যাপী কৃষিজের টেকসই উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার শীর্ষক নেটওয়ার্কিং ও প্রযুক্তি প্রদর্শনীর প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘এখনো বাংলাদেশে ষড়যন্ত্র হয়। আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র আমাদের এলিট ফোর্স র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই দেশের শতকরা ৮৫ শতাংশ মানুষ মুসলিম। ধর্মের প্রতি তাদের দুর্বলতা অনেক বেশি। যেভাবে আইএসআই সিরিয়া, ইরাক মধ্যপ্রাচ্যে বাড়ছিল এবং প্রেসিডেন্ট ওবামা নিজে বলেছিল আরও ছয় থেকে সাত বছর লাগবে আইএসআইকে নিয়ন্ত্রণ করতে। সেখানে ৮৫ শতাংশ মুসলমানের দেশ হওয়া এবং কাছের পাকিস্তান অর্থ-বিত্ত দিয়ে বাংলাদেশের জঙ্গিদের লালনপালন করা সত্ত্বেও তার চেয়েও অনেক কম সময়ে এই পরিস্থিতিতে আমরা যেভাবে নিয়ন্ত্রণ করেছি প্রতিবছর আমেরিকা আমাদের প্রশংসা করেছে। যদি আমাদের র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনী সক্ষমতা অর্জন না করত, তারা যদি এটাকে না নিয়ন্ত্রণ করতে পারত তাহলে কি পরিস্থিতি বাংলাদেশে হতো। কাজেই সেটাকে বিবেচনায় না নিয়ে কোথায় যে তারা (আমেরিকা) তথ্য পেল যে ৬০০ মানুষ বিচারহীনভাবে হত্যা হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমি আমার নিজের এলাকার টাঙ্গাইলের কথা বলি, গত ১৩ বছরে সারা জেলায় একজন বিএনপির নেতা-কর্মী রাজনৈতিক কারণে গ্রেপ্তার হয়েছে এমন কোনো উদাহরণ যারা নিষেধাজ্ঞা দিয়েছে এবং মানবাধিকার কর্মী যদি দিতে পারে তাহলে আমি রাজনীতি করতে গেলে আমাকে অনেক চিন্তা করতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতি পারি, কোনো বিএনপি নেতাকে আমরা ১৩ বছর টাঙ্গাইল জেলায় গ্রেপ্তার করিনি। যা দুই-চারজন গ্রেপ্তার হয়েছে তারা জঙ্গি। তারা মানুষ হত্যা করেছে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ১৭ কোটি মানুষের পুষ্টিজাতীয় খাবার নিশ্চয়তা করা। সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশের কৃষিকে আধুনিকীকরণ করতে হবে। আজকে বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ। ১৪ থেকে ১৫ বছর আগে আমরা দেখেছি কীভাবে বিদ্যুৎ চলে যেত। এক ঘণ্টা-দুই ঘণ্টাও বিদ্যুৎ থাকত না। আজ সেই পার্বত্য চট্টগ্রামে বন এলাকায় ছোট ছোট ঘরেও বিদ্যুৎ। আজকে বাংলাদেশের গ্রামের মানুষ ঘরে ঘরে এলপিজি গ্যাস ব্যবহার করে রান্নাবান্না করছে। সকল বাড়িতে টেলিভিশন এবং রাইচ কুকার রয়েছে। এখন আমাদের চাল আর আমদানি করতে হয় না।’
এ সময় আন্তর্জাতিক বাজারে তেল ডাল সবকিছুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে মন্ত্রী জানান। এর আগে মন্ত্রী বিভিন্ন স্টলে কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ড. আলী রেজা, আইইবি এর সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলু বক্তব্য দেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের অধ্যাপক প্রকৌশলী ড. চয়ন কুমার সাহা।

‘আমেরিকা ভুল তথ্যের ওপর নির্ভর করে বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে আমেরিকা ভিয়েতনাম, আফগানিস্তান এবং আরব বসন্তের নামে যে ভুল করেছে ও যেভাবে আরবকে তছনছ করেছে এবং পরবর্তী সময়ে স্বীকার করেছে যে ইরাকে তারা ভুল তথ্যের ওপর যুদ্ধ করেছে। কাজেই আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকা এই ভুল করবে না।’
আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বাংলাদেশে তিন দিনব্যাপী কৃষিজের টেকসই উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার শীর্ষক নেটওয়ার্কিং ও প্রযুক্তি প্রদর্শনীর প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘এখনো বাংলাদেশে ষড়যন্ত্র হয়। আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র আমাদের এলিট ফোর্স র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই দেশের শতকরা ৮৫ শতাংশ মানুষ মুসলিম। ধর্মের প্রতি তাদের দুর্বলতা অনেক বেশি। যেভাবে আইএসআই সিরিয়া, ইরাক মধ্যপ্রাচ্যে বাড়ছিল এবং প্রেসিডেন্ট ওবামা নিজে বলেছিল আরও ছয় থেকে সাত বছর লাগবে আইএসআইকে নিয়ন্ত্রণ করতে। সেখানে ৮৫ শতাংশ মুসলমানের দেশ হওয়া এবং কাছের পাকিস্তান অর্থ-বিত্ত দিয়ে বাংলাদেশের জঙ্গিদের লালনপালন করা সত্ত্বেও তার চেয়েও অনেক কম সময়ে এই পরিস্থিতিতে আমরা যেভাবে নিয়ন্ত্রণ করেছি প্রতিবছর আমেরিকা আমাদের প্রশংসা করেছে। যদি আমাদের র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনী সক্ষমতা অর্জন না করত, তারা যদি এটাকে না নিয়ন্ত্রণ করতে পারত তাহলে কি পরিস্থিতি বাংলাদেশে হতো। কাজেই সেটাকে বিবেচনায় না নিয়ে কোথায় যে তারা (আমেরিকা) তথ্য পেল যে ৬০০ মানুষ বিচারহীনভাবে হত্যা হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমি আমার নিজের এলাকার টাঙ্গাইলের কথা বলি, গত ১৩ বছরে সারা জেলায় একজন বিএনপির নেতা-কর্মী রাজনৈতিক কারণে গ্রেপ্তার হয়েছে এমন কোনো উদাহরণ যারা নিষেধাজ্ঞা দিয়েছে এবং মানবাধিকার কর্মী যদি দিতে পারে তাহলে আমি রাজনীতি করতে গেলে আমাকে অনেক চিন্তা করতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতি পারি, কোনো বিএনপি নেতাকে আমরা ১৩ বছর টাঙ্গাইল জেলায় গ্রেপ্তার করিনি। যা দুই-চারজন গ্রেপ্তার হয়েছে তারা জঙ্গি। তারা মানুষ হত্যা করেছে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ১৭ কোটি মানুষের পুষ্টিজাতীয় খাবার নিশ্চয়তা করা। সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশের কৃষিকে আধুনিকীকরণ করতে হবে। আজকে বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ। ১৪ থেকে ১৫ বছর আগে আমরা দেখেছি কীভাবে বিদ্যুৎ চলে যেত। এক ঘণ্টা-দুই ঘণ্টাও বিদ্যুৎ থাকত না। আজ সেই পার্বত্য চট্টগ্রামে বন এলাকায় ছোট ছোট ঘরেও বিদ্যুৎ। আজকে বাংলাদেশের গ্রামের মানুষ ঘরে ঘরে এলপিজি গ্যাস ব্যবহার করে রান্নাবান্না করছে। সকল বাড়িতে টেলিভিশন এবং রাইচ কুকার রয়েছে। এখন আমাদের চাল আর আমদানি করতে হয় না।’
এ সময় আন্তর্জাতিক বাজারে তেল ডাল সবকিছুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে মন্ত্রী জানান। এর আগে মন্ত্রী বিভিন্ন স্টলে কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ড. আলী রেজা, আইইবি এর সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলু বক্তব্য দেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের অধ্যাপক প্রকৌশলী ড. চয়ন কুমার সাহা।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৭ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
৮ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
১০ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
১০ ঘণ্টা আগে