নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদ বিবরণী যাচাই-বাছাই করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেড় যুগ আগে দুদকে দাখিল করা সম্পদ বিবরণী যাচাই-বাছাইয়ে উদ্যোগী হয়েছে কমিশন। সংস্থাটির দায়িত্বশীল একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
২০০৭ সালে ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপনসংক্রান্ত দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার নামে মামলা করে দুদক। তখন দুদকের কাছে সম্পদ বিবরণী দাখিল করেন তিনি। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে হাইকোর্ট ওই মামলা বাতিলের রায় দেন।
দুদক সূত্র জানায়, ১৫ বছর আগে দেওয়া সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে কমিশন। এ বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের উপপরিচালক মাসুদুর রহমানকে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০০৭ সালে দেওয়া সম্পদ বিবরণী যাচাইয়ের জন্য দায়িত্ব পেয়েছি। এখনো কাগজপত্র হাতে পাইনি। শিগগির কাজ শুরু করব।’
দুদকের একটি সূত্র আরও জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে তাঁর সরকারের আমলের বাস্তবায়ন হওয়া পদ্মা সেতুসহ সব মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও পুনঃ তদন্ত করতে চায় বলে জানিয়েছে সূত্রটি।
এ ছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে নিজের পরিবারের নামে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুদক। এর মধ্যে একটি মামলায় তাঁকে প্রধান আসামি এবং বাকি পাঁচটিতে সহযোগী আসামি করা হয়েছে।
এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গুমের অভিযোগে তিন শতাধিক মামলা করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগও জমা পড়ে।

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদ বিবরণী যাচাই-বাছাই করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেড় যুগ আগে দুদকে দাখিল করা সম্পদ বিবরণী যাচাই-বাছাইয়ে উদ্যোগী হয়েছে কমিশন। সংস্থাটির দায়িত্বশীল একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
২০০৭ সালে ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপনসংক্রান্ত দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার নামে মামলা করে দুদক। তখন দুদকের কাছে সম্পদ বিবরণী দাখিল করেন তিনি। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে হাইকোর্ট ওই মামলা বাতিলের রায় দেন।
দুদক সূত্র জানায়, ১৫ বছর আগে দেওয়া সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে কমিশন। এ বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের উপপরিচালক মাসুদুর রহমানকে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০০৭ সালে দেওয়া সম্পদ বিবরণী যাচাইয়ের জন্য দায়িত্ব পেয়েছি। এখনো কাগজপত্র হাতে পাইনি। শিগগির কাজ শুরু করব।’
দুদকের একটি সূত্র আরও জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে তাঁর সরকারের আমলের বাস্তবায়ন হওয়া পদ্মা সেতুসহ সব মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও পুনঃ তদন্ত করতে চায় বলে জানিয়েছে সূত্রটি।
এ ছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে নিজের পরিবারের নামে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুদক। এর মধ্যে একটি মামলায় তাঁকে প্রধান আসামি এবং বাকি পাঁচটিতে সহযোগী আসামি করা হয়েছে।
এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গুমের অভিযোগে তিন শতাধিক মামলা করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগও জমা পড়ে।

‘ক্যারিয়ার রাজনীতিকদের’ অনেকটা কোণঠাসা করে জাতীয় সংসদে ব্যবসায়ীদের উপস্থিতি বেশ কিছুদিন ধরেই বেড়ে চলেছে। একাধিক চরম বিতর্কিত ভোটের পর হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও এ চিত্র বহাল থাকতে পারে। কারণ এবারের প্রার্থী তালিকায়ও পেশাজীবীদের মধ্যে ব্যবসায়ীদের জয়জয়কার।
১১ ঘণ্টা আগে
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ২০২৫ সালে দেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া একই বছর ১৩২টি নৌ দুর্ঘটনায় ১৪৯ জন নিহত, ১২৩ জন আহত এবং ৩৪ জন নিখোঁজ হয়। রেলপথে ৫১৯টি দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৭৮ জন এবং আহত হয় ১৫২ জন।
১৫ ঘণ্টা আগে
ফাহমিদা খাতুন বলেন, ‘বিনিয়োগ না বাড়লে বৈষম্য ও অস্থিরতা বাড়বে। সমাজে যদি ন্যায়সংগত সুযোগ না থাকে, তাহলে একদিকে বৈষম্য তৈরি হয়, অন্যদিকে অস্থিরতা দেখা দেয়। ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন হয়, তার পেছনেও এই বাস্তবতা কাজ করেছে। বাজারে চাকরি নেই, সরকারি চাকরিই একমাত্র ভরসা, সেখানেও কোটা-সংকট।
১৮ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তবে শাহজাদপুরেই ব্যারিকেড দিয়ে মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে