নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদ বিবরণী যাচাই-বাছাই করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেড় যুগ আগে দুদকে দাখিল করা সম্পদ বিবরণী যাচাই-বাছাইয়ে উদ্যোগী হয়েছে কমিশন। সংস্থাটির দায়িত্বশীল একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
২০০৭ সালে ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপনসংক্রান্ত দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার নামে মামলা করে দুদক। তখন দুদকের কাছে সম্পদ বিবরণী দাখিল করেন তিনি। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে হাইকোর্ট ওই মামলা বাতিলের রায় দেন।
দুদক সূত্র জানায়, ১৫ বছর আগে দেওয়া সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে কমিশন। এ বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের উপপরিচালক মাসুদুর রহমানকে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০০৭ সালে দেওয়া সম্পদ বিবরণী যাচাইয়ের জন্য দায়িত্ব পেয়েছি। এখনো কাগজপত্র হাতে পাইনি। শিগগির কাজ শুরু করব।’
দুদকের একটি সূত্র আরও জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে তাঁর সরকারের আমলের বাস্তবায়ন হওয়া পদ্মা সেতুসহ সব মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও পুনঃ তদন্ত করতে চায় বলে জানিয়েছে সূত্রটি।
এ ছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে নিজের পরিবারের নামে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুদক। এর মধ্যে একটি মামলায় তাঁকে প্রধান আসামি এবং বাকি পাঁচটিতে সহযোগী আসামি করা হয়েছে।
এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গুমের অভিযোগে তিন শতাধিক মামলা করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগও জমা পড়ে।

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদ বিবরণী যাচাই-বাছাই করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেড় যুগ আগে দুদকে দাখিল করা সম্পদ বিবরণী যাচাই-বাছাইয়ে উদ্যোগী হয়েছে কমিশন। সংস্থাটির দায়িত্বশীল একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
২০০৭ সালে ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপনসংক্রান্ত দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার নামে মামলা করে দুদক। তখন দুদকের কাছে সম্পদ বিবরণী দাখিল করেন তিনি। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে হাইকোর্ট ওই মামলা বাতিলের রায় দেন।
দুদক সূত্র জানায়, ১৫ বছর আগে দেওয়া সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে কমিশন। এ বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের উপপরিচালক মাসুদুর রহমানকে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০০৭ সালে দেওয়া সম্পদ বিবরণী যাচাইয়ের জন্য দায়িত্ব পেয়েছি। এখনো কাগজপত্র হাতে পাইনি। শিগগির কাজ শুরু করব।’
দুদকের একটি সূত্র আরও জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে তাঁর সরকারের আমলের বাস্তবায়ন হওয়া পদ্মা সেতুসহ সব মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও পুনঃ তদন্ত করতে চায় বলে জানিয়েছে সূত্রটি।
এ ছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে নিজের পরিবারের নামে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুদক। এর মধ্যে একটি মামলায় তাঁকে প্রধান আসামি এবং বাকি পাঁচটিতে সহযোগী আসামি করা হয়েছে।
এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গুমের অভিযোগে তিন শতাধিক মামলা করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগও জমা পড়ে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ ইওএম)। আজ শনিবার থেকেই তাঁরা দেশের ৬৪ জেলায় তাঁদের পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করছেন।
২ ঘণ্টা আগে
সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে তারাই সবচেয়ে লাভবান হবে বলে মন্তব্য করেছেন দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে
দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এসব কথা বলেন।
৫ ঘণ্টা আগে
গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি এবং ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর।
৫ ঘণ্টা আগে