শার্শা (যশোর) প্রতিনিধি

করোনা সংক্রমণ কমে আসায় ভারতে ভ্রমণের শর্ত শিথিল করেছে সরকার। আজ রোববার থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে সপ্তাহে সাত দিনই ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যাতায়াত শুরু হয়েছে। ভ্রমণকারীদের লাগবে না কোনো অনাপত্তি পত্র (এনওসি)। শুধু করোনার নেগেটিভ সনদ থাকলেই যাওয়া যাবে ভারতে।
আজ রোববার এনওসি ছাড়া ভারত থেকে দেশে ফিরেছেন ৩০৯ জন বাংলাদেশি। এ ছাড়া বেনাপোল স্থলবন্দর দিয়ে মেডিকেল, স্টুডেন্ট ও বিজনেস ভিসায় ভারতে যান ৪৫৩ জন।
এর আগে সপ্তাহে তিন দিন- রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফেরা যেত ভারত থেকে। ফেরার সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস থেকে এনওসি সংগ্রহ করতে হতো। সপ্তাহে দুই দিন- শনি ও রোববার দূতাবাস বন্ধ থাকায় এনওসি নিতে না পেরে আটকা পড়তে হতো বাংলাদেশিদের।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব জানান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন স্বাক্ষরিত নতুন এই নির্দেশনার চিঠি আজ তিনি হাতে পেয়েছেন। এরই মধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। ইমিগ্রেশনে প্রবেশের আগে ৭২ ঘণ্টার মধ্যে আরটি পিসিআরের করোনা নেগেটিভ সনদ থাকলে ভারতে যাওয়া ও আসা যাচ্ছে। বর্তমানে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসায় যাত্রীরা যাতায়াত করছেন। টুরিস্ট ভিসা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। শর্ত শিথিলে যাত্রী যাতায়াত বেড়েছে বলেও জানান ওসি।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম বলেন, আজ যারা ভারত থেকে ফিরেছেন সবাই করোনা নেগেটিভ ছিলেন। তাঁদের নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ বেড়ে গেলে গত ২৩ এপ্রিল থেকে সরকার ট্যুরিস্ট ভিসায় নিষেধাজ্ঞা দিয়ে শর্তসাপেক্ষে ভ্রমণের সুযোগ দেয়। তখনও ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ছিল। এখন ভারত ও বাংলাদেশ দুই দেশে করোনা সংক্রমণ কমে আসায় শর্ত শিথিল করলো।

করোনা সংক্রমণ কমে আসায় ভারতে ভ্রমণের শর্ত শিথিল করেছে সরকার। আজ রোববার থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে সপ্তাহে সাত দিনই ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যাতায়াত শুরু হয়েছে। ভ্রমণকারীদের লাগবে না কোনো অনাপত্তি পত্র (এনওসি)। শুধু করোনার নেগেটিভ সনদ থাকলেই যাওয়া যাবে ভারতে।
আজ রোববার এনওসি ছাড়া ভারত থেকে দেশে ফিরেছেন ৩০৯ জন বাংলাদেশি। এ ছাড়া বেনাপোল স্থলবন্দর দিয়ে মেডিকেল, স্টুডেন্ট ও বিজনেস ভিসায় ভারতে যান ৪৫৩ জন।
এর আগে সপ্তাহে তিন দিন- রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফেরা যেত ভারত থেকে। ফেরার সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস থেকে এনওসি সংগ্রহ করতে হতো। সপ্তাহে দুই দিন- শনি ও রোববার দূতাবাস বন্ধ থাকায় এনওসি নিতে না পেরে আটকা পড়তে হতো বাংলাদেশিদের।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব জানান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন স্বাক্ষরিত নতুন এই নির্দেশনার চিঠি আজ তিনি হাতে পেয়েছেন। এরই মধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। ইমিগ্রেশনে প্রবেশের আগে ৭২ ঘণ্টার মধ্যে আরটি পিসিআরের করোনা নেগেটিভ সনদ থাকলে ভারতে যাওয়া ও আসা যাচ্ছে। বর্তমানে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসায় যাত্রীরা যাতায়াত করছেন। টুরিস্ট ভিসা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। শর্ত শিথিলে যাত্রী যাতায়াত বেড়েছে বলেও জানান ওসি।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম বলেন, আজ যারা ভারত থেকে ফিরেছেন সবাই করোনা নেগেটিভ ছিলেন। তাঁদের নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ বেড়ে গেলে গত ২৩ এপ্রিল থেকে সরকার ট্যুরিস্ট ভিসায় নিষেধাজ্ঞা দিয়ে শর্তসাপেক্ষে ভ্রমণের সুযোগ দেয়। তখনও ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ছিল। এখন ভারত ও বাংলাদেশ দুই দেশে করোনা সংক্রমণ কমে আসায় শর্ত শিথিল করলো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ের শেষ দিন গতকাল রোববার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
৭ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহ
৭ ঘণ্টা আগে
আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করতে এবং জনসচেতনতা বাড়াতে বড় ধরনের প্রচার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি বিভাগে বড় আকারের কর্মশালার মাধ্যমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া হবে।
৯ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন রোববার (৪ জানুয়ারি) তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে—মূলত রাজনৈতিক কারণেই দেশে জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে।
১০ ঘণ্টা আগে