নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এই তথ্য জানান।
ইসি সচিব জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ২ হাজার ৭৪১ জনের মনোনয়নপত্র দাখিলের তথ্য পেয়েছি। ৩০ নিবন্ধিত দল এবার নির্বাচনে অংশগ্রহণ করছে।
সূত্র জানায়, এবার মাত্র ২১টি মনোনয়ন অনলাইনে দাখিল করা হয়েছে। প্রার্থীদের এই সুযোগ করে দিতে প্রায় ২১ কোটি টাকা খরচ করেছে ইসি।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী যেসব দল প্রার্থী দিয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের সাম্যবাদী দল (এম, এল), কৃষক শ্রমিক জনতা লীগ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদ, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ন্যাশনাল পিপলস পার্টি, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলীগ লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল–বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন–বিএনএম, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) প্রভৃতি।
যেসব দল প্রার্থী দেয়নি
বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি–এলডিপি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল–এনডিএম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ প্রভৃতি।
জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩ হাজার ৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এ ছাড়া ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে ১ হাজার ১০৭, ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদে ২ হাজার ৪৬০, ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে ২ হাজার ৫৬৩, ১৯৯৬ সালে অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ৩ হাজার ৯৩ এবং ১৯৯১ সালে অনুষ্ঠিত ষষ্ঠ সংসদ নির্বাচনে ৩ হাজার ৮৫৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এই তথ্য জানান।
ইসি সচিব জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ২ হাজার ৭৪১ জনের মনোনয়নপত্র দাখিলের তথ্য পেয়েছি। ৩০ নিবন্ধিত দল এবার নির্বাচনে অংশগ্রহণ করছে।
সূত্র জানায়, এবার মাত্র ২১টি মনোনয়ন অনলাইনে দাখিল করা হয়েছে। প্রার্থীদের এই সুযোগ করে দিতে প্রায় ২১ কোটি টাকা খরচ করেছে ইসি।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী যেসব দল প্রার্থী দিয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের সাম্যবাদী দল (এম, এল), কৃষক শ্রমিক জনতা লীগ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদ, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ন্যাশনাল পিপলস পার্টি, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলীগ লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল–বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন–বিএনএম, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) প্রভৃতি।
যেসব দল প্রার্থী দেয়নি
বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি–এলডিপি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল–এনডিএম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ প্রভৃতি।
জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩ হাজার ৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এ ছাড়া ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে ১ হাজার ১০৭, ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদে ২ হাজার ৪৬০, ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে ২ হাজার ৫৬৩, ১৯৯৬ সালে অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ৩ হাজার ৯৩ এবং ১৯৯১ সালে অনুষ্ঠিত ষষ্ঠ সংসদ নির্বাচনে ৩ হাজার ৮৫৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৫ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
৭ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
৯ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
৯ ঘণ্টা আগে