নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ তৈরির জন্য বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে শিক্ষক-বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে বসেছেন সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা। ধারাবাহিকভাবে সমাজের বিভিন্ন শ্রেণির বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বসবে ইসি। আগামী ২২ মার্চ সংলাপ করবে সুশীল সমাজের ব্যক্তিদের সঙ্গে।
ইসি সূত্র জানায়, ওই দিন বেলা এগারোটায় জাতীয় নির্বাচন ভবনে সংলাপটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে। এই সংলাপে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাবেক সচিব আবু আলম মো. শহিদ খানসহ ৪০ জনকে আমন্ত্রণ জানানো হবে।
ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান বলেন, ‘২২ মার্চ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। এ ব্যাপারে প্রস্তুতি চলছে।’
গত রোববার ৩০ শিক্ষাবিদের সঙ্গে সংলাপের আয়োজন করেছিল ইসি। এতে ১৭ জন সংলাপে আসেননি। এ দিন ড. জাফর ইকবালসহ দুদকের আমন্ত্রণে আসেন ১৩ জন। তারা দলগুলোকে আস্থায় আনার উদ্যোগ গ্রহণ, ভোটার ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে ইভিএম ব্যবহার, দলগুলোর সব স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য পদ পূরণে ব্যবস্থা গ্রহণ, ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা বাহিনীগুলোকে ইসির অধীন রাখাসহ একগুচ্ছ সুপারিশ করেন।
সংলাপে কমসংখ্যক প্রতিনিধি উপস্থিত হওয়ায় পরবর্তীতে আরও বেশি সংখ্যককে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বিশিষ্ট নাগরিকদের পর আগামী ৩০ মার্চ গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। পরবর্তী তারিখ এখনো নির্ধারণ করেনি কমিশন।
কাজী হাবিবুল আউয়াল কমিশনকে গত ২৬ ফেব্রুয়ারি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপরের দিন শপথ নিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে অফিস শুরু করে নতুন কমিশন। তবে এখনো কোনো আনুষ্ঠানিক বৈঠক করেনি এই কমিশন। নিজেদের কার্যক্রম শুরু করার আগেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ করছে ইসি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ তৈরির জন্য বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে শিক্ষক-বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে বসেছেন সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা। ধারাবাহিকভাবে সমাজের বিভিন্ন শ্রেণির বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বসবে ইসি। আগামী ২২ মার্চ সংলাপ করবে সুশীল সমাজের ব্যক্তিদের সঙ্গে।
ইসি সূত্র জানায়, ওই দিন বেলা এগারোটায় জাতীয় নির্বাচন ভবনে সংলাপটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে। এই সংলাপে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাবেক সচিব আবু আলম মো. শহিদ খানসহ ৪০ জনকে আমন্ত্রণ জানানো হবে।
ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান বলেন, ‘২২ মার্চ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। এ ব্যাপারে প্রস্তুতি চলছে।’
গত রোববার ৩০ শিক্ষাবিদের সঙ্গে সংলাপের আয়োজন করেছিল ইসি। এতে ১৭ জন সংলাপে আসেননি। এ দিন ড. জাফর ইকবালসহ দুদকের আমন্ত্রণে আসেন ১৩ জন। তারা দলগুলোকে আস্থায় আনার উদ্যোগ গ্রহণ, ভোটার ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে ইভিএম ব্যবহার, দলগুলোর সব স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য পদ পূরণে ব্যবস্থা গ্রহণ, ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা বাহিনীগুলোকে ইসির অধীন রাখাসহ একগুচ্ছ সুপারিশ করেন।
সংলাপে কমসংখ্যক প্রতিনিধি উপস্থিত হওয়ায় পরবর্তীতে আরও বেশি সংখ্যককে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বিশিষ্ট নাগরিকদের পর আগামী ৩০ মার্চ গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। পরবর্তী তারিখ এখনো নির্ধারণ করেনি কমিশন।
কাজী হাবিবুল আউয়াল কমিশনকে গত ২৬ ফেব্রুয়ারি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপরের দিন শপথ নিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে অফিস শুরু করে নতুন কমিশন। তবে এখনো কোনো আনুষ্ঠানিক বৈঠক করেনি এই কমিশন। নিজেদের কার্যক্রম শুরু করার আগেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ করছে ইসি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৩ ঘণ্টা আগে
দুদক জানিয়েছে, সাতজন নিম্ন আয়ের মানুষের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কাগুজে প্রতিষ্ঠান খুলে মোট ৪৬ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করে একটি চক্র। সাইফুজ্জামান চৌধুরী ও রুকমিলা জামান ক্ষমতার অপব্যবহার করে এসব ঋণ জালিয়াতিতে সহায়তা করেন। এ ঘটনায় সাইফুজ্জামানের ভাই ও ইউসিবির সাবেক পরিচালক আনিসুজ্জামান
৪ ঘণ্টা আগে
বৈঠক সূত্র জানিয়েছে, নির্বাচনী পরিবেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য কমিশন থেকে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিমসহ রিটার্নিং কর্মকর্তার সমন্বয়ে অনেকগুলো কমিটি রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ নানা ধরনের নির্দেশনা আগের আইনশৃঙ্খলাবিষয়ক সভায় দেওয়া হয়েছিল।
৫ ঘণ্টা আগে
সিআইডির অনুসন্ধান অনুযায়ী, চক্রটি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, গুলশান শাখার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মাসে ১০ লাখ টাকা করে নিয়মিত চাঁদা আদায় করত। অভিযোগসংশ্লিষ্ট মো. কামরুজ্জামান ২০১৫ সালে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেন।
৫ ঘণ্টা আগে