কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার রাতে জাপান রওনা হবেন। এই সফরে দেশটির কাছে বাজেট সহায়তা হিসেবে ১০০ কোটি ডলার চাইবে সরকার। এর বাইরে বিভিন্ন খাতে মোট সাতটি সমঝোতা স্মারক সই হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার এক ব্রিফিংয়ে এ কথা জানায়।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী ব্রিফিংয়ে বলেন, প্রধান উপদেষ্টা আগামী বৃহস্পতিবার নিক্কি ফোরামের আয়োজনে ফিউচার ফর এশিয়াবিষয়ক এক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন। তিনি পরদিন শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর সঙ্গে তাঁর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন।
রুহুল আলম সিদ্দিকী বলেন, প্রধান উপদেষ্টার সফরে দুদেশের মধ্যে বিনিয়োগ, জ্বালানি ও বিভিন্ন প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে সাতটি সমঝোতা স্মারক সই হতে পারে। এ ছাড়া বাজেট সহায়তা ও জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীত করার বিষয়ে এক্সচেঞ্জ অব নোটস সই হতে পারে।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন, রোহিঙ্গা সমস্যা সমাধান, প্রতিরক্ষা খাতে সহযোগিতাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।
বাজেট সহায়তার বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক নূর এ আলম বলেন, ১০০ ডলার চাওয়া হয়েছে। জাপান কত দেবে, সে বিষয়টি এক্সচেঞ্জ অব নোট সই হওয়ার পর বলা যেতে পারে।
মহাপরিচালক জানান, জাপান কেয়ারগিভার, হসপিটালিটিসহ ১৬টি খাতে বাংলাদেশ থেকে দক্ষ লোক নিতে আগ্রহী। এ বিষয়ে তারা ভাষা ও বিশেষায়িত প্রশিক্ষণ দেবে।
বাংলাদেশ থেকে অদূর ভবিষ্যতে জাপানে দক্ষ জনশক্তি পাঠানো কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ের ওপর একটি সেমিনারে প্রধান উপদেষ্টা যোগ দেবেন। জাপান কর্মক্ষম মানুষের চাহিদা বিদেশ থেকে পূরণ করছে। এ বিষয়ে জাপানের দুটি বেসরকারি কোম্পানির সঙ্গে বাংলাদেশের বিএমইটির সমঝোতা হতে পারে। জাপানের কোম্পানি দুটি জাপানের ভাষা শিক্ষা ও বিশেষায়িত দক্ষতা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশে কাজ করবে।
মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার নিক্কি ফোরামের আয়োজনে ফিউচার ফর এশিয়াবিষয়ক এক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন। জাপান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী, লাউস ও পালাউয়ের রাষ্ট্রপতি, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী ও বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতিনির্ধারকদের এ সম্মেলনে যোগদানের কথা রয়েছে।
প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের ব্যবসায়ীদের জন্য আয়োজিত একটি সেমিনারসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। সোকা ইউনিভার্সিটি অব জাপান তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে।
জাইকা প্রেসিডেন্ট তানাকা আকিহিকো, জেট্রো প্রেসিডেন্ট কিমুরা ফুকুনারি ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের প্রেসিডেন্ট তারো এসো আলাদাভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রধান উপদেষ্টা শনিবার সকালে ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করবেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার রাতে জাপান রওনা হবেন। এই সফরে দেশটির কাছে বাজেট সহায়তা হিসেবে ১০০ কোটি ডলার চাইবে সরকার। এর বাইরে বিভিন্ন খাতে মোট সাতটি সমঝোতা স্মারক সই হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার এক ব্রিফিংয়ে এ কথা জানায়।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী ব্রিফিংয়ে বলেন, প্রধান উপদেষ্টা আগামী বৃহস্পতিবার নিক্কি ফোরামের আয়োজনে ফিউচার ফর এশিয়াবিষয়ক এক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন। তিনি পরদিন শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর সঙ্গে তাঁর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন।
রুহুল আলম সিদ্দিকী বলেন, প্রধান উপদেষ্টার সফরে দুদেশের মধ্যে বিনিয়োগ, জ্বালানি ও বিভিন্ন প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে সাতটি সমঝোতা স্মারক সই হতে পারে। এ ছাড়া বাজেট সহায়তা ও জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীত করার বিষয়ে এক্সচেঞ্জ অব নোটস সই হতে পারে।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন, রোহিঙ্গা সমস্যা সমাধান, প্রতিরক্ষা খাতে সহযোগিতাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।
বাজেট সহায়তার বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক নূর এ আলম বলেন, ১০০ ডলার চাওয়া হয়েছে। জাপান কত দেবে, সে বিষয়টি এক্সচেঞ্জ অব নোট সই হওয়ার পর বলা যেতে পারে।
মহাপরিচালক জানান, জাপান কেয়ারগিভার, হসপিটালিটিসহ ১৬টি খাতে বাংলাদেশ থেকে দক্ষ লোক নিতে আগ্রহী। এ বিষয়ে তারা ভাষা ও বিশেষায়িত প্রশিক্ষণ দেবে।
বাংলাদেশ থেকে অদূর ভবিষ্যতে জাপানে দক্ষ জনশক্তি পাঠানো কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ের ওপর একটি সেমিনারে প্রধান উপদেষ্টা যোগ দেবেন। জাপান কর্মক্ষম মানুষের চাহিদা বিদেশ থেকে পূরণ করছে। এ বিষয়ে জাপানের দুটি বেসরকারি কোম্পানির সঙ্গে বাংলাদেশের বিএমইটির সমঝোতা হতে পারে। জাপানের কোম্পানি দুটি জাপানের ভাষা শিক্ষা ও বিশেষায়িত দক্ষতা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশে কাজ করবে।
মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার নিক্কি ফোরামের আয়োজনে ফিউচার ফর এশিয়াবিষয়ক এক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন। জাপান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী, লাউস ও পালাউয়ের রাষ্ট্রপতি, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী ও বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতিনির্ধারকদের এ সম্মেলনে যোগদানের কথা রয়েছে।
প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের ব্যবসায়ীদের জন্য আয়োজিত একটি সেমিনারসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। সোকা ইউনিভার্সিটি অব জাপান তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে।
জাইকা প্রেসিডেন্ট তানাকা আকিহিকো, জেট্রো প্রেসিডেন্ট কিমুরা ফুকুনারি ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের প্রেসিডেন্ট তারো এসো আলাদাভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রধান উপদেষ্টা শনিবার সকালে ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নষ্ট করার অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো। দলগুলোর এই অভিযোগের কাঠগড়ায় নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ইসির বিরুদ্ধে অভিযোগ এনেছে।
৩ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৬ ঘণ্টা আগে
পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
৭ ঘণ্টা আগে