নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অব্যবস্থাপনা নিয়ে শুরু হওয়া গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনে প্রায় ২৮ লাখ মানুষকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি ২ লাখের বেশি মানুষকে নিয়মিত টিকার অংশ হিসেবে প্রথম ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এদিন ৩০ লাখের বেশি টিকা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গতকাল মঙ্গলবার দুই ডোজ মিলে টিকা নিয়েছেন ৩০ লাখ ১৬ হাজার ৭০৬ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ৬৭৮ জন। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৭ লাখ ৯১ হাজার ২৮ জনকে।
গত ৭ আগস্ট শুরু হওয়া গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনে ৩১ লাখ ২৪ হাজার ৬৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। সে অনুযায়ী এবার প্রথম দিনে লাখের বেশি টিকা কম দেওয়া হয়েছে।
দেশে এখন পর্যন্ত কেনা, উপহার ও টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ৩ কোটি ৯১ লাখ ২৫ হাজার ২৫৭ ডোজ টিকা এসেছে। এর মধ্যে দেওয়া হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ ডোজ। প্রয়োগ হওয়া এসব টিকা অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২৯২ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন।
এর আগে মঙ্গলবার সারা দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়ন, ১ হাজার ৫৪টি পৌরসভা এবং ১২টি সিটি করপোরেশনের ৪৩৩টি ওয়ার্ডের কেন্দ্রে একযোগে শুরু হয় দ্বিতীয় ডোজের টিকাদান।
প্রথম ডোজের থেকে এবার ভোগান্তি তুলনামূলক কম। তবে বুথের সংখ্যা না বাড়িয়ে দুই দিনের টিকা এক দিনে দেওয়ায় টিকাদানে ধীরগতি লক্ষ করা গেছে। এ ছাড়া অনেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থকেও টিকা পাননি। অথচ স্বজনপ্রীতির মাধ্যমে অনেককেই কেন্দ্রে ঢুকে সরাসরি টিকা নিতে দেখা গেছে।

অব্যবস্থাপনা নিয়ে শুরু হওয়া গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনে প্রায় ২৮ লাখ মানুষকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি ২ লাখের বেশি মানুষকে নিয়মিত টিকার অংশ হিসেবে প্রথম ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এদিন ৩০ লাখের বেশি টিকা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গতকাল মঙ্গলবার দুই ডোজ মিলে টিকা নিয়েছেন ৩০ লাখ ১৬ হাজার ৭০৬ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ৬৭৮ জন। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৭ লাখ ৯১ হাজার ২৮ জনকে।
গত ৭ আগস্ট শুরু হওয়া গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনে ৩১ লাখ ২৪ হাজার ৬৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। সে অনুযায়ী এবার প্রথম দিনে লাখের বেশি টিকা কম দেওয়া হয়েছে।
দেশে এখন পর্যন্ত কেনা, উপহার ও টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ৩ কোটি ৯১ লাখ ২৫ হাজার ২৫৭ ডোজ টিকা এসেছে। এর মধ্যে দেওয়া হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ ডোজ। প্রয়োগ হওয়া এসব টিকা অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২৯২ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন।
এর আগে মঙ্গলবার সারা দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়ন, ১ হাজার ৫৪টি পৌরসভা এবং ১২টি সিটি করপোরেশনের ৪৩৩টি ওয়ার্ডের কেন্দ্রে একযোগে শুরু হয় দ্বিতীয় ডোজের টিকাদান।
প্রথম ডোজের থেকে এবার ভোগান্তি তুলনামূলক কম। তবে বুথের সংখ্যা না বাড়িয়ে দুই দিনের টিকা এক দিনে দেওয়ায় টিকাদানে ধীরগতি লক্ষ করা গেছে। এ ছাড়া অনেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থকেও টিকা পাননি। অথচ স্বজনপ্রীতির মাধ্যমে অনেককেই কেন্দ্রে ঢুকে সরাসরি টিকা নিতে দেখা গেছে।

দীর্ঘদিন ধরে জমে থাকা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের জট কমাতে এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১৫টি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব টাস্কফোর্সের মাধ্যমে কমিশনের চলমান অনুসন্ধান কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
১১ মিনিট আগে
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও ভুয়া তথ্য ঠেকাতে বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়।
১ ঘণ্টা আগে
ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে গানম্যান (অস্ত্রধারী দেহরক্ষী) পাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তাঁর বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে।
২ ঘণ্টা আগে
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১০০৮ জন শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং ট্রাফিক আইন বিষয়ে সচেতনতার অভাবকে এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
২ ঘণ্টা আগে