Ajker Patrika

অতিরিক্ত পাঁচ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২২ মে ২০২১, ১৯: ১৮
অতিরিক্ত পাঁচ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা অস্ট্রেলিয়ার

ঢাকা: বাংলাদেশের কোভিড-১৯ প্রস্তুতি ও মোকাবিলা সমর্থন করার জন্যে অস্ট্রেলিয়া রেড ক্রিসেন্টকে অতিরিক্ত পাঁচ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে। এমনটাই ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দি রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) মাধ্যমে এই অর্থ দেওয়া হবে। যা কমিউনিটিগুলোতে মহামারির কারণে হওয়া স্বাস্থ্য ও সামাজিক প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে সাহায্য করবে।

মহামারি মোকাবিলায় অস্ট্রেলিয়া এবং আমাদের অংশীদাররা বাংলাদেশের সঙ্গে আছে উল্লেখ করে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরোমি ব্রুয়ার বলেন, ' বাংলাদেশের পুরোনো বন্ধু অস্ট্রেলিয়া কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

গত বছর সুরক্ষা সরঞ্জাম, কোভিড ১৯ সচেতনতা প্রচারণা, জরুরি খাদ্য ও আয় সহায়তার জন্যে অস্ট্রেলিয়ার দেওয়া ৫.৭ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সঙ্গে এই পাঁচ মিলিয়ন যোগ হবে। এ ছাড়া, অস্ট্রেলিয়ার কোভিড ১৯ ভ্যাকসিনের বৈশ্বিক ও কার্যকর সরবরাহ কার্যক্রমের আওতায় কোভেক্সের ৮০ মিলিয়ন ডলারের অগ্রিম প্রতিশ্রুতির সহায়তাও পাবে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত