Ajker Patrika

বরেণ্য সংগীতশিল্পী সুজেয় শ্যাম মারা গেছেন

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১২: ১৭
বরেণ্য সংগীতশিল্পী সুজেয় শ্যাম মারা গেছেন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, সংগীত পরিচালক, সুরকার সুজেয় শ্যাম মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই সংগীতশিল্পী। বয়স হয়েছিল ৭৮ বছর। 

তাঁর মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম বাবার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

পরিবার সূত্রে জানা গেছে, সুজেয় শ্যাম দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি তাঁর হৃদ্‌যন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়। এ ছাড়া ডায়াবেটিসও ছিল অনিয়ন্ত্রিত। কিডনির সমস্যাও ছিল।

সুজেয় শ্যাম ১৯৪৬ সালের ১৪ মার্চ সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। ১০ ভাইবোনের মধ্যে সুজেয় ছিলেন ষষ্ঠ। তাঁর বাবা অমরেন্দ্র চন্দ্র শাহ ছিলেন চা-বাগানের মালিক। তাঁর শৈশব কেটেছে সিলেটের চা-বাগানে। 

সুজেয় শ্যামের সুর করা গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয় রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ প্রভৃতি উল্লেখযোগ্য। 

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন সুজেয় শ্যাম। 

গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন তিনি। সংগীতে অবদানের জন্য তিনি ২০১৮ সালে একুশে পদক এবং এর আগে ২০১৫ সালে পান শিল্পকলা পদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত