নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র বাঙালি জাতির নেতা নন; তিনি সারা বিশ্বের একজন অবিসংবাদিত মহান নেতা। একটি জাতিকে শোষণ ও নির্যাতন থেকে মুক্তি দিয়ে স্বাধীন দেশ হিসেবে উপহার দেন আজকের বাংলাদেশ। তবে তিনি যে স্বপ্নের ‘সোনার বাংলা’ নির্মাণে বিভোর থাকতেন দুর্ভাগ্যক্রমে সেই কাজ শেষ করে যেতে পারেননি। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন এখন বাস্তবায়ন করছেন তাঁরই কন্যা শেখ হাসিনা।
শনিবার ‘বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা ও বর্তমান বাস্তবতা’ বিষয়ে ঢাকা ওয়াসা আয়োজিত এক অনলাইন আলোচনা সভায় এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
তিনি বলেন, শেখ মুজিবুর রহমান বাল্যকালেই রাজনীতিতে অংশ নিয়ে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। পাকিস্তানের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বাঙালিদের সোচ্চার ও সচেতন করে একটি স্বাধীন দেশ উপহার দেন। তাঁর কয়েক বছরের সরকার একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন শুরু করলেও দুর্ভাগ্যক্রমে বাঙালি জাতি তাঁকে অল্প সময়ের মধ্যে হারিয়েছে।
বঙ্গবন্ধুর স্বপ্ন ও বিশ্বাস নিয়ে কোন সন্দেহ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁর ভাবনা ছিল একক। সেই ভাবনা বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে। দেশের পোশাক শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে অন্যান্য শিল্পেরও উন্নতি হচ্ছে। এ ছাড়া অন্যান্য খাতেও বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, ‘ঢাকা ওয়াসা’ দক্ষিণ এশিয়ার মধ্যে একটি অন্যতম সেবা প্রতিষ্ঠান। ঢাকা ওয়াসা সব সময় নাগরিকদের সেবায় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বঙ্গবন্ধুর কাছ থেকে শিখেছি কীভাবে চলতে হয়, কীভাবে মানুষের সেবা করতে হয়। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেটিই হলো আজকের ডিজিটাল বাংলাদেশ।
এ সময় অনুষ্ঠানে উচ্চ আদালতের বিচারপতি মো. রেজাউল হাসান বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরে বলেন, রাজনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য তিনি ৫ বছর সময় পেলেও অর্থনৈতিক মুক্তির জন্য মাত্র ২ বছর সময় পেয়েছিলেন। তাঁর পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল একটি দূরদর্শী চিন্তা। বর্তমান সরকার মেগা প্রকল্পগুলোর মাধ্যমে দেশকে একটি উন্নত পর্যায়ের দিকে নিয়ে যাচ্ছে। এগুলো বাস্তবায়ন হলে বঙ্গবন্ধুর সোনার বাংলার বাস্তবায়ন হবে এবং বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা, বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত সুদর্শন দীপাল সুরেশ সেনেভিরাতনে, নেপালের রাষ্ট্রদূত বনশিধর মিশ্রা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র বাঙালি জাতির নেতা নন; তিনি সারা বিশ্বের একজন অবিসংবাদিত মহান নেতা। একটি জাতিকে শোষণ ও নির্যাতন থেকে মুক্তি দিয়ে স্বাধীন দেশ হিসেবে উপহার দেন আজকের বাংলাদেশ। তবে তিনি যে স্বপ্নের ‘সোনার বাংলা’ নির্মাণে বিভোর থাকতেন দুর্ভাগ্যক্রমে সেই কাজ শেষ করে যেতে পারেননি। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন এখন বাস্তবায়ন করছেন তাঁরই কন্যা শেখ হাসিনা।
শনিবার ‘বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা ও বর্তমান বাস্তবতা’ বিষয়ে ঢাকা ওয়াসা আয়োজিত এক অনলাইন আলোচনা সভায় এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
তিনি বলেন, শেখ মুজিবুর রহমান বাল্যকালেই রাজনীতিতে অংশ নিয়ে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। পাকিস্তানের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বাঙালিদের সোচ্চার ও সচেতন করে একটি স্বাধীন দেশ উপহার দেন। তাঁর কয়েক বছরের সরকার একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন শুরু করলেও দুর্ভাগ্যক্রমে বাঙালি জাতি তাঁকে অল্প সময়ের মধ্যে হারিয়েছে।
বঙ্গবন্ধুর স্বপ্ন ও বিশ্বাস নিয়ে কোন সন্দেহ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁর ভাবনা ছিল একক। সেই ভাবনা বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে। দেশের পোশাক শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে অন্যান্য শিল্পেরও উন্নতি হচ্ছে। এ ছাড়া অন্যান্য খাতেও বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, ‘ঢাকা ওয়াসা’ দক্ষিণ এশিয়ার মধ্যে একটি অন্যতম সেবা প্রতিষ্ঠান। ঢাকা ওয়াসা সব সময় নাগরিকদের সেবায় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বঙ্গবন্ধুর কাছ থেকে শিখেছি কীভাবে চলতে হয়, কীভাবে মানুষের সেবা করতে হয়। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেটিই হলো আজকের ডিজিটাল বাংলাদেশ।
এ সময় অনুষ্ঠানে উচ্চ আদালতের বিচারপতি মো. রেজাউল হাসান বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরে বলেন, রাজনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য তিনি ৫ বছর সময় পেলেও অর্থনৈতিক মুক্তির জন্য মাত্র ২ বছর সময় পেয়েছিলেন। তাঁর পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল একটি দূরদর্শী চিন্তা। বর্তমান সরকার মেগা প্রকল্পগুলোর মাধ্যমে দেশকে একটি উন্নত পর্যায়ের দিকে নিয়ে যাচ্ছে। এগুলো বাস্তবায়ন হলে বঙ্গবন্ধুর সোনার বাংলার বাস্তবায়ন হবে এবং বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা, বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত সুদর্শন দীপাল সুরেশ সেনেভিরাতনে, নেপালের রাষ্ট্রদূত বনশিধর মিশ্রা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র ও কক্ষ আগেই মোটামুটি চূড়ান্ত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। পরে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত হওয়ায় ইসিও এ বিষয়ে উদ্যোগ নেয়।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে যশোর-২ আসনে জামায়াত ইসলামী মনোনীত একজন প্রার্থী এবং নরসিংদী-২, রংপুর-১ ও কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টি (জাপা)...
১০ ঘণ্টা আগে
রাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
১১ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নগদ ও ব্যাংকে জমা আছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। আয়কর রিটার্নে ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকার সম্পদের হিসাব দিয়েছেন তিনি। পেশায় রাজনীতিবিদ তারেক রহমানের নিজের কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থাপনা নেই।
১১ ঘণ্টা আগে