নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার গত ৪ নভেম্বর জ্বালানি তেল ডিজেলের মূল্যে ১৫ টাকা বৃদ্ধি করেছে। তেলের দাম বাড়লেও ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি করা হয়নি। তাই ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির দাবিতে ৩ জানুয়ারি থেকে ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণা কর্মসূচি দিয়েছিল বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। এই কর্মসূচি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে সংগঠনটি।
আজ রোববার কর্মসূচি স্থগিত করার বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।
সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, জ্বালানি মন্ত্রণালয়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য ঘোষিত ‘ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহন বন্ধ’ কর্মসূচি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। আজ রোববার সকাল ১০টায় বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দাবি না মানা হলে আগামী ১১ জানুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে ‘ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহন বন্ধ’ কর্মসূচির বিষয়ে গত ২৮ ডিসেম্বর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিবের (অপারেশন) সভাপতিত্বে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলসহ সংগঠনের নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি দাবির প্রতি একমত পোষণ করেন এবং আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দেন এবং ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানান। এর পর গত ৩০ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ট্যাংকার ভাড়া ও বিক্রয় কমিশন বৃদ্ধি এবং তা কার্যকরের সিদ্ধান্তসহ আগামী ১০ জানুয়ারির মধ্যে তা সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতিতে সরাসরি সভা করে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে সমিতিকে অবহিত করা হয়।

সরকার গত ৪ নভেম্বর জ্বালানি তেল ডিজেলের মূল্যে ১৫ টাকা বৃদ্ধি করেছে। তেলের দাম বাড়লেও ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি করা হয়নি। তাই ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির দাবিতে ৩ জানুয়ারি থেকে ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণা কর্মসূচি দিয়েছিল বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। এই কর্মসূচি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে সংগঠনটি।
আজ রোববার কর্মসূচি স্থগিত করার বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।
সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, জ্বালানি মন্ত্রণালয়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য ঘোষিত ‘ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহন বন্ধ’ কর্মসূচি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। আজ রোববার সকাল ১০টায় বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দাবি না মানা হলে আগামী ১১ জানুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে ‘ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহন বন্ধ’ কর্মসূচির বিষয়ে গত ২৮ ডিসেম্বর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিবের (অপারেশন) সভাপতিত্বে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলসহ সংগঠনের নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি দাবির প্রতি একমত পোষণ করেন এবং আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দেন এবং ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানান। এর পর গত ৩০ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ট্যাংকার ভাড়া ও বিক্রয় কমিশন বৃদ্ধি এবং তা কার্যকরের সিদ্ধান্তসহ আগামী ১০ জানুয়ারির মধ্যে তা সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতিতে সরাসরি সভা করে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে সমিতিকে অবহিত করা হয়।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৪ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
৫ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
৭ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
৭ ঘণ্টা আগে