নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার গত ৪ নভেম্বর জ্বালানি তেল ডিজেলের মূল্যে ১৫ টাকা বৃদ্ধি করেছে। তেলের দাম বাড়লেও ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি করা হয়নি। তাই ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির দাবিতে ৩ জানুয়ারি থেকে ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণা কর্মসূচি দিয়েছিল বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। এই কর্মসূচি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে সংগঠনটি।
আজ রোববার কর্মসূচি স্থগিত করার বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।
সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, জ্বালানি মন্ত্রণালয়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য ঘোষিত ‘ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহন বন্ধ’ কর্মসূচি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। আজ রোববার সকাল ১০টায় বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দাবি না মানা হলে আগামী ১১ জানুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে ‘ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহন বন্ধ’ কর্মসূচির বিষয়ে গত ২৮ ডিসেম্বর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিবের (অপারেশন) সভাপতিত্বে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলসহ সংগঠনের নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি দাবির প্রতি একমত পোষণ করেন এবং আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দেন এবং ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানান। এর পর গত ৩০ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ট্যাংকার ভাড়া ও বিক্রয় কমিশন বৃদ্ধি এবং তা কার্যকরের সিদ্ধান্তসহ আগামী ১০ জানুয়ারির মধ্যে তা সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতিতে সরাসরি সভা করে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে সমিতিকে অবহিত করা হয়।

সরকার গত ৪ নভেম্বর জ্বালানি তেল ডিজেলের মূল্যে ১৫ টাকা বৃদ্ধি করেছে। তেলের দাম বাড়লেও ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি করা হয়নি। তাই ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির দাবিতে ৩ জানুয়ারি থেকে ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণা কর্মসূচি দিয়েছিল বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। এই কর্মসূচি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে সংগঠনটি।
আজ রোববার কর্মসূচি স্থগিত করার বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।
সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, জ্বালানি মন্ত্রণালয়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য ঘোষিত ‘ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহন বন্ধ’ কর্মসূচি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। আজ রোববার সকাল ১০টায় বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দাবি না মানা হলে আগামী ১১ জানুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে ‘ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহন বন্ধ’ কর্মসূচির বিষয়ে গত ২৮ ডিসেম্বর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিবের (অপারেশন) সভাপতিত্বে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলসহ সংগঠনের নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি দাবির প্রতি একমত পোষণ করেন এবং আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দেন এবং ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানান। এর পর গত ৩০ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ট্যাংকার ভাড়া ও বিক্রয় কমিশন বৃদ্ধি এবং তা কার্যকরের সিদ্ধান্তসহ আগামী ১০ জানুয়ারির মধ্যে তা সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতিতে সরাসরি সভা করে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে সমিতিকে অবহিত করা হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যা মামলার এক অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে। তবে ওই অভিযুক্ত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। এর পরিপ্রেক্ষিতে মোবাইল সিমের সংখ্যা কমানোর বিষয়ে বিটিআরসিকে তাগিদ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো।
১ ঘণ্টা আগে
সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে কূটনৈতিক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সম্পর্কের শীতলতার প্রেক্ষাপটে প্রতিবেশী দেশটির পররাষ্ট্রমন্ত্রীর...
১ ঘণ্টা আগে
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ অতিরিক্ত দায়িত্ব হিসেবে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) আইন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটা অবিলম্বে কার্যকর হবে।
৩ ঘণ্টা আগে
দুদকের সহকারী পরিচালক রাসেল রনির করা আবেদনে বলা হয়, বিপ্লব কুমার সরকার সরকারি চাকরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এবং অর্থ পাচার করেছেন বলে অভিযোগ আছে, যা অনুসন্ধান করছে দুদক।
৩ ঘণ্টা আগে