Ajker Patrika

ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে এখনই আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ২১: ৫২
ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে এখনই আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: পিআইডি

ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ‘পদত্যাগ করে’ ভারতে চলে গেছেন গত বছরের ৫ আগস্ট। এই এক বছরে তাঁকে ফেরত চেয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কয়েকবার দেশটিকে অনুরোধ করা হয়েছে। তবে দেশটির সরকারের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। এই অবস্থায় তাঁকে দেশে ফিরিয়ে আনতে এখনই আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ সোমবার (৪ আগস্ট) রাজধানীর ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় শেখ হাসিনার বিষয়ে জানতে চাইলে এই উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়। এ নিয়ে কোনো ইতিবাচক উত্তর আসেনি।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ অপেক্ষা করছে। ইতিমধ্যে শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। কেউ আসুক আর না আসুক, এ জন্য তো বিচার আটকে থাকে না।

শেখ হাসিনাকে ফেরত আনতে আন্তর্জাতিক কোনো সংস্থার সহযোগিতা সরকার নেবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নিতে পারে। তবে এ মুহূর্তে কোনো প্রয়োজন দেখা যাচ্ছে না।

শেখ হাসিনাকে ফেরত চেয়ে কয়েকটি কূটনৈতিকপত্র দেওয়া ছাড়াও গত এপ্রিলে ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়টিও তোলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত