Ajker Patrika

সেনাপ্রধানের সঙ্গে ভারতের নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৮: ০৪
সেনাপ্রধানের সঙ্গে ভারতের নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

সেনাবাহিনীর সদর দপ্তরে আজ সোমবার বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাথি।

আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতীয় নৌবাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় ভারতীয় নৌবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল ওয়াকার-উজ-জামানকে অভিনন্দন জানান। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের বাহিনীর মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতীয় নৌবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ভারতীয় নৌবাহিনী প্রধান স্ত্রীসহ চার সদস্যের একটি প্রতিনিধিদল চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ৩০ জুন ঢাকায় আসেন। সফর শেষে দলটি ৫ জুলাই ভারতে ফিরে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত