আজকের পত্রিকা ডেস্ক

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে গত তিন মাসে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও নানা বিষয়ে অভিযোগ করতে বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতাদের এক হাজার তিনটি কল গ্রহণ করা হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গত বছরের ২৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে এই সেবা চালু করা হয়।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনি পরামর্শের জন্য ৬০৪টি, বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে ৩৪৪টি, বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত ৫৫টি কল আসে হেল্পলাইনে। আর এসব অভিযোগ সম্পর্কিত সেবা নিশ্চিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির মুখোমুখি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত ৩৩টি অভিযোগ আসে। যার মধ্যে জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ১২টি, হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ৩টি, জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ১২টি এবং আইনজীবীদের বিরুদ্ধে ৬টি অভিযোগ আসে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সেবাগ্রহীতারা +৮৮ ০১৩১৬১৫৪২১৬-নম্বরে ফোনকল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সুপ্রিম কোর্টে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন। সেই সঙ্গে আইনি পরামর্শও নিতে পারছেন। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কল করে সেবা নেওয়া যাবে এই নম্বরে।

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে গত তিন মাসে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও নানা বিষয়ে অভিযোগ করতে বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতাদের এক হাজার তিনটি কল গ্রহণ করা হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গত বছরের ২৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে এই সেবা চালু করা হয়।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনি পরামর্শের জন্য ৬০৪টি, বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে ৩৪৪টি, বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত ৫৫টি কল আসে হেল্পলাইনে। আর এসব অভিযোগ সম্পর্কিত সেবা নিশ্চিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির মুখোমুখি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত ৩৩টি অভিযোগ আসে। যার মধ্যে জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ১২টি, হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ৩টি, জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ১২টি এবং আইনজীবীদের বিরুদ্ধে ৬টি অভিযোগ আসে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সেবাগ্রহীতারা +৮৮ ০১৩১৬১৫৪২১৬-নম্বরে ফোনকল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সুপ্রিম কোর্টে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন। সেই সঙ্গে আইনি পরামর্শও নিতে পারছেন। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কল করে সেবা নেওয়া যাবে এই নম্বরে।

জুলাই স্মৃতি ফাউন্ডেশন এ পর্যন্ত মোট ১১৬ কোটি ২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এর মধ্যে ৮২৯টি জুলাই শহীদ পরিবার পেয়েছে ৪১ কোটি ২৭ লাখ টাকা এবং ৬ হাজার ৪৭১ জন আহত জুলাই যোদ্ধা পেয়েছেন ৭৪ কোটি ২১ লাখ টাকা। আজ বৃহস্পতিবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
১৮ মিনিট আগে
রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে আরও ৬০ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ষষ্ঠ দিনের আপিল শুনানিতে তাঁরা প্রার্থিতা ফিরে পান।
২ ঘণ্টা আগে
নৌবাহিনীর আধুনিকায়ন এবং নৌবহরের ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক (এলসিটি) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় খুলনা শিপইয়ার্ডে নির্মিত এলসিটি-১০১-এর লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ বৃহস্পতিবার এ নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) তরিকুল ইসলাম।
৪ ঘণ্টা আগে