
বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের গাফিলতিতে ৬৬২ জনের হজযাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসব হজযাত্রীর উড়োজাহাজ ভাড়ার ১৩ কোটি টাকা আটকে রেখেছে ব্যাংকটি। হজযাত্রীদের এই বিপুল পরিমাণ টাকা দ্রুত ছাড় করতে ধর্ম মন্ত্রণালয় ব্যাংকটিকে দুই দফায় চিঠিও দিয়েছে। কিন্তু গতকাল মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত টাকা ছাড় করেনি ব্যাংকটি।
বিষয়টি নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম গতকাল সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ব্যাংক কর্তৃপক্ষকে মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল। তাঁরা কাল (বুধবার) থেকে টাকা ছাড় করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। দেখা যাক কাল কী করে!
সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মঞ্জুরুল হকের সই করা দুটি চিঠি দুই দফায় প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখায় পাঠানো হয়। এতে বলা হয়, শিকদার এয়ার ট্রাভেলস ও মাজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল হজ কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত হিসাব নম্বরে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন বাবদ হাজিপ্রতি ২ লাখ ৫ হাজার টাকা করে ৬৮২ (৪২৮ ও ২৫৪) জনের টাকা জমা আছে। ওই টাকা থেকে হাজিপ্রতি ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা হিসাবে উড়োজাহাজের টিকিট বাবদ মোট ১৩ কোটি ২৭ লাখ টাকা লিড হজ এজেন্সি আল রিসান ট্রাভেল এজেন্সি ও নর্থ বেঙ্গল হজ ট্যুরের ব্যাংক হিসাবে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। কিন্তু ব্যাংক থেকে ২৬ মে পর্যন্ত ওই টাকা লিড হজ এজেন্সির ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়নি। এতে ৬৮২ জন হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়েছে।
হাজিদের উড়োজাহাজের টিকিট বাবদ ১৩ কোটি ২৭ লাখ টাকা স্থানান্তর করার জন্য অনুরোধ করা হয় চিঠিতে।
দুই দফা চিঠি দেওয়া সত্ত্বেও গতকাল পর্যন্ত টিকিটের টাকা ছাড় করেনি ব্যাংকটি। এ কারণে বিপাকে পড়েছেন ওই হজযাত্রীরা। টিকিট না হওয়ায় উদ্বেগে দিন কাটছে তাঁদের।
ধর্ম মন্ত্রণালয় বলছে, ওই হজযাত্রীদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়লে এর দায় প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষকে নিতে হবে।
এ বছরের হজফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ ফ্লাইট আগামী ১২ জুন।

বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের গাফিলতিতে ৬৬২ জনের হজযাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসব হজযাত্রীর উড়োজাহাজ ভাড়ার ১৩ কোটি টাকা আটকে রেখেছে ব্যাংকটি। হজযাত্রীদের এই বিপুল পরিমাণ টাকা দ্রুত ছাড় করতে ধর্ম মন্ত্রণালয় ব্যাংকটিকে দুই দফায় চিঠিও দিয়েছে। কিন্তু গতকাল মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত টাকা ছাড় করেনি ব্যাংকটি।
বিষয়টি নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম গতকাল সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ব্যাংক কর্তৃপক্ষকে মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল। তাঁরা কাল (বুধবার) থেকে টাকা ছাড় করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। দেখা যাক কাল কী করে!
সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মঞ্জুরুল হকের সই করা দুটি চিঠি দুই দফায় প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখায় পাঠানো হয়। এতে বলা হয়, শিকদার এয়ার ট্রাভেলস ও মাজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল হজ কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত হিসাব নম্বরে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন বাবদ হাজিপ্রতি ২ লাখ ৫ হাজার টাকা করে ৬৮২ (৪২৮ ও ২৫৪) জনের টাকা জমা আছে। ওই টাকা থেকে হাজিপ্রতি ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা হিসাবে উড়োজাহাজের টিকিট বাবদ মোট ১৩ কোটি ২৭ লাখ টাকা লিড হজ এজেন্সি আল রিসান ট্রাভেল এজেন্সি ও নর্থ বেঙ্গল হজ ট্যুরের ব্যাংক হিসাবে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। কিন্তু ব্যাংক থেকে ২৬ মে পর্যন্ত ওই টাকা লিড হজ এজেন্সির ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়নি। এতে ৬৮২ জন হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়েছে।
হাজিদের উড়োজাহাজের টিকিট বাবদ ১৩ কোটি ২৭ লাখ টাকা স্থানান্তর করার জন্য অনুরোধ করা হয় চিঠিতে।
দুই দফা চিঠি দেওয়া সত্ত্বেও গতকাল পর্যন্ত টিকিটের টাকা ছাড় করেনি ব্যাংকটি। এ কারণে বিপাকে পড়েছেন ওই হজযাত্রীরা। টিকিট না হওয়ায় উদ্বেগে দিন কাটছে তাঁদের।
ধর্ম মন্ত্রণালয় বলছে, ওই হজযাত্রীদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়লে এর দায় প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষকে নিতে হবে।
এ বছরের হজফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ ফ্লাইট আগামী ১২ জুন।

২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল ‘সম্পূর্ণ সাজানো ও সুপরিকল্পিত’। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এ বন্দোবস্ত করা হয়েছিল বলে জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
১ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না হয়, সেই ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের
২ ঘণ্টা আগে
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের জারি করা সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে টিআইবি। দুর্নীতি–অনিয়মের বিরুদ্ধে নজরদারি করা আন্তর্জাতিক সংস্থাটির বাংলাদেশ শাখার পর্যবেক্ষণ হচ্ছে, সংস্কারের আলোকে একের পর এক
২ ঘণ্টা আগে
জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার কোনো আসামি যাতে জামিন, অব্যাহতি বা খালাস না পান, তা নিশ্চিত করাসহ তিন দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
৩ ঘণ্টা আগে