
বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের গাফিলতিতে ৬৬২ জনের হজযাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসব হজযাত্রীর উড়োজাহাজ ভাড়ার ১৩ কোটি টাকা আটকে রেখেছে ব্যাংকটি। হজযাত্রীদের এই বিপুল পরিমাণ টাকা দ্রুত ছাড় করতে ধর্ম মন্ত্রণালয় ব্যাংকটিকে দুই দফায় চিঠিও দিয়েছে। কিন্তু গতকাল মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত টাকা ছাড় করেনি ব্যাংকটি।
বিষয়টি নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম গতকাল সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ব্যাংক কর্তৃপক্ষকে মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল। তাঁরা কাল (বুধবার) থেকে টাকা ছাড় করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। দেখা যাক কাল কী করে!
সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মঞ্জুরুল হকের সই করা দুটি চিঠি দুই দফায় প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখায় পাঠানো হয়। এতে বলা হয়, শিকদার এয়ার ট্রাভেলস ও মাজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল হজ কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত হিসাব নম্বরে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন বাবদ হাজিপ্রতি ২ লাখ ৫ হাজার টাকা করে ৬৮২ (৪২৮ ও ২৫৪) জনের টাকা জমা আছে। ওই টাকা থেকে হাজিপ্রতি ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা হিসাবে উড়োজাহাজের টিকিট বাবদ মোট ১৩ কোটি ২৭ লাখ টাকা লিড হজ এজেন্সি আল রিসান ট্রাভেল এজেন্সি ও নর্থ বেঙ্গল হজ ট্যুরের ব্যাংক হিসাবে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। কিন্তু ব্যাংক থেকে ২৬ মে পর্যন্ত ওই টাকা লিড হজ এজেন্সির ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়নি। এতে ৬৮২ জন হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়েছে।
হাজিদের উড়োজাহাজের টিকিট বাবদ ১৩ কোটি ২৭ লাখ টাকা স্থানান্তর করার জন্য অনুরোধ করা হয় চিঠিতে।
দুই দফা চিঠি দেওয়া সত্ত্বেও গতকাল পর্যন্ত টিকিটের টাকা ছাড় করেনি ব্যাংকটি। এ কারণে বিপাকে পড়েছেন ওই হজযাত্রীরা। টিকিট না হওয়ায় উদ্বেগে দিন কাটছে তাঁদের।
ধর্ম মন্ত্রণালয় বলছে, ওই হজযাত্রীদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়লে এর দায় প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষকে নিতে হবে।
এ বছরের হজফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ ফ্লাইট আগামী ১২ জুন।

বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের গাফিলতিতে ৬৬২ জনের হজযাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসব হজযাত্রীর উড়োজাহাজ ভাড়ার ১৩ কোটি টাকা আটকে রেখেছে ব্যাংকটি। হজযাত্রীদের এই বিপুল পরিমাণ টাকা দ্রুত ছাড় করতে ধর্ম মন্ত্রণালয় ব্যাংকটিকে দুই দফায় চিঠিও দিয়েছে। কিন্তু গতকাল মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত টাকা ছাড় করেনি ব্যাংকটি।
বিষয়টি নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম গতকাল সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ব্যাংক কর্তৃপক্ষকে মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল। তাঁরা কাল (বুধবার) থেকে টাকা ছাড় করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। দেখা যাক কাল কী করে!
সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মঞ্জুরুল হকের সই করা দুটি চিঠি দুই দফায় প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখায় পাঠানো হয়। এতে বলা হয়, শিকদার এয়ার ট্রাভেলস ও মাজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল হজ কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত হিসাব নম্বরে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন বাবদ হাজিপ্রতি ২ লাখ ৫ হাজার টাকা করে ৬৮২ (৪২৮ ও ২৫৪) জনের টাকা জমা আছে। ওই টাকা থেকে হাজিপ্রতি ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা হিসাবে উড়োজাহাজের টিকিট বাবদ মোট ১৩ কোটি ২৭ লাখ টাকা লিড হজ এজেন্সি আল রিসান ট্রাভেল এজেন্সি ও নর্থ বেঙ্গল হজ ট্যুরের ব্যাংক হিসাবে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। কিন্তু ব্যাংক থেকে ২৬ মে পর্যন্ত ওই টাকা লিড হজ এজেন্সির ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়নি। এতে ৬৮২ জন হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়েছে।
হাজিদের উড়োজাহাজের টিকিট বাবদ ১৩ কোটি ২৭ লাখ টাকা স্থানান্তর করার জন্য অনুরোধ করা হয় চিঠিতে।
দুই দফা চিঠি দেওয়া সত্ত্বেও গতকাল পর্যন্ত টিকিটের টাকা ছাড় করেনি ব্যাংকটি। এ কারণে বিপাকে পড়েছেন ওই হজযাত্রীরা। টিকিট না হওয়ায় উদ্বেগে দিন কাটছে তাঁদের।
ধর্ম মন্ত্রণালয় বলছে, ওই হজযাত্রীদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়লে এর দায় প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষকে নিতে হবে।
এ বছরের হজফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ ফ্লাইট আগামী ১২ জুন।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে সারা দেশে প্রচার চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এই প্রচার যেন নামকাওয়াস্তে। প্রচারকাজে অংশ নেওয়া ভোটের গাড়ি সুপার ক্যারাভান শুধু শহর এলাকাতেই ঘুরছে। প্রত্যন্ত অঞ্চলে এসব গাড়ি না যাওয়ায় বেশির ভাগ ভোটার এই প্রচারণার বাইরে থেকে যাচ্ছেন।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২টি আপিল আবেদন জমা পড়েছে। মঙ্গলবার ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলাম এ তথ্য জানান।
১২ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার বড় ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও সামাজিক বিভাজন সৃষ্টি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বক্তারা। তাঁদের মতে, এই ঝুঁকি মোকাবিলায় নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ, সক্ষমতা—এমনকি সদিচ্ছারও ঘাটতি স্পষ্ট।
১৩ ঘণ্টা আগে
শুনানি শেষে সালমান এফ রহমান ও আনিসুল হককে অভিযোগ থেকে অব্যাহতি দিতে আবেদন করেন তাঁদের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। অন্যদিকে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
১৪ ঘণ্টা আগে