নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হচ্ছে। এই সময় পাকিস্তান ক্রিকেট দলকে বাংলাদেশ সফরে আনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সরকার দলীয় সংসদ সদস্য মোতাহের হোসেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ আলোচনায় অংশ নিয়ে লালমনিরহাটের এই সংসদ সদস্য বলেন, আমাদের মধ্য কিছু বেহুদা লোক আছে। আমি তাদের বেহুদাই বলব। স্বাধীনতার ৫০ বছর পালন হচ্ছে আর পাকিস্তান দলকে এনেছে এখানে ক্রিকেট খেলাতে। এগুলো দেখতে হবে।
টি-টোয়েন্টি সিরিজ শেষে টেস্ট ম্যাচের জন্য বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল।
বুধবার সংসদে সাধারণ আলোচনার জন্য প্রস্তাব তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সংসদে স্মারক বক্তৃতা দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুই দিন আলোচনা শেষে প্রস্তাবটি বৃহস্পতিবার গ্রহণ করা হবে।
আজ বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পঞ্চদশ অধিবেশনের বৈঠক শুরু হয়। দিনের কার্যসূচিতে সাধারণ প্রস্তাবের আলোচনাই হবে বলে নির্ধারণ করা হয়েছে।
দুপুরে প্রথম দফা সংসদের বৈঠকের পর বিকেলে দ্বিতীয় দফায় বসে মুলতবি বৈঠক।
মোতাহার প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, 'যারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের যে দেশে পছন্দ সেখানে পাঠিয়ে দিন।
করোনাভাইরাস মহামারির মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে না পারার দুঃখ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, করোনা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সেপারেশন এনে দিয়েছে। দেখা না হোক, ফোনে কথাতো বলতে পারি। সংসদ সদস্য, জেলার সভাপতি সাধারণ-সম্পাদকদের সঙ্গে কথা বলতে পারেন।

দেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হচ্ছে। এই সময় পাকিস্তান ক্রিকেট দলকে বাংলাদেশ সফরে আনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সরকার দলীয় সংসদ সদস্য মোতাহের হোসেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ আলোচনায় অংশ নিয়ে লালমনিরহাটের এই সংসদ সদস্য বলেন, আমাদের মধ্য কিছু বেহুদা লোক আছে। আমি তাদের বেহুদাই বলব। স্বাধীনতার ৫০ বছর পালন হচ্ছে আর পাকিস্তান দলকে এনেছে এখানে ক্রিকেট খেলাতে। এগুলো দেখতে হবে।
টি-টোয়েন্টি সিরিজ শেষে টেস্ট ম্যাচের জন্য বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল।
বুধবার সংসদে সাধারণ আলোচনার জন্য প্রস্তাব তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সংসদে স্মারক বক্তৃতা দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুই দিন আলোচনা শেষে প্রস্তাবটি বৃহস্পতিবার গ্রহণ করা হবে।
আজ বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পঞ্চদশ অধিবেশনের বৈঠক শুরু হয়। দিনের কার্যসূচিতে সাধারণ প্রস্তাবের আলোচনাই হবে বলে নির্ধারণ করা হয়েছে।
দুপুরে প্রথম দফা সংসদের বৈঠকের পর বিকেলে দ্বিতীয় দফায় বসে মুলতবি বৈঠক।
মোতাহার প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, 'যারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের যে দেশে পছন্দ সেখানে পাঠিয়ে দিন।
করোনাভাইরাস মহামারির মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে না পারার দুঃখ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, করোনা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সেপারেশন এনে দিয়েছে। দেখা না হোক, ফোনে কথাতো বলতে পারি। সংসদ সদস্য, জেলার সভাপতি সাধারণ-সম্পাদকদের সঙ্গে কথা বলতে পারেন।

যানবাহন সংকট ও মনোবলের ঘাটতি নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে নামছে পুলিশ। সূত্র বলেছে, গত অর্থবছরে পুলিশ বাহিনীর জন্য চার শতাধিক যানবাহন কেনা হলেও এখনো বিভিন্ন ধরনের ৬ হাজারের বেশি যানবাহন, নৌযান এবং অন্যান্য লজিস্টিক ঘাটতি রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর হারানো মনোবল এখনো পুরোপুরি ফিরে পায়
৭ ঘণ্টা আগে
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গত ১৫ বছরের দুর্নীতি, অনিয়ম ও কাঠামোগত দুর্বলতার বিস্তারিত চিত্র তুলে ধরে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে সরকার। ৩ হাজার ২৭২ পৃষ্ঠার এই শ্বেতপত্র আজ সোমবার (৫ জানুয়ারি) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
৯ ঘণ্টা আগে
ভিডিপিকে গণপ্রতিরক্ষার একটি শক্তিশালী স্তম্ভ হিসেবে উল্লেখ করে মহাপরিচালক বলেন, স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যরা আইন প্রয়োগে সহায়তা, সামাজিক অপরাধ দমন, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, জাতীয় ও স্থানীয় নির্বাচন, ধর্মীয় স্থাপনার নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তাসহ নানাবিধ সামাজিক
১০ ঘণ্টা আগে
বিগত সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের হত্যার পর ঢাকার বাইরে দাফন করা হতো। রাজধানীর পাশের জেলা মুন্সিগঞ্জে এ রকম কবরস্থানের সন্ধান পেয়েছে গুমসংক্রান্ত কমিশন। ওই লাশের মাথায় গুলি ও দুই হাত পিছমোড়া করে বাঁধা অবস্থায় ছিল। এ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে গুম করে দেশের দক্ষিণাঞ্চলে নিয়ে যাওয়া হতো। হত্যার পর
১০ ঘণ্টা আগে