কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আগামীকাল বুধবার রোমানিয়া থেকে ঢাকা পৌঁছাবে এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের বেঁচে যাওয়া ২৮ বাংলাদেশি নাবিক। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার পর তাঁরা রোমানিয়া থেকে রওনা হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক শিকদার বদিরুজ্জামান।
শিকদার বদিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আজ (মঙ্গলবার) রাতেই তারা রওনা হবেন।’
সূত্র জানায়, টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭২২ ফ্লাইটে মঙ্গলবার রাত ৯টা ৪৫শে রওনা হবেন নাবিকেরা। এরপর আগামীকাল বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে তাদের ঢাকা অবতরণের কথা রয়েছে।
তবে মিসাইল হামলার শিকার এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের বাংলাদেশি নাবিক ও জাহাজের তৃতীয় প্রকৌশলী নিহত হাদিসুর রহমানের লাশ দেশে ফেরানো এখনই সম্ভব হচ্ছে না। হাদিসুর রহমানের লাশ ইউক্রেনে সংরক্ষিত রয়েছে।
হাদিসুরের লাশের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘মিসাইল হামলায় হাদিসুর রহমানের মৃতদেহ খণ্ড বিখন্ড হয়েছে। তাঁর মৃতদেহের অংশ বিশেষ একত্র করে তা সংরক্ষণ করা হয়েছে। এ লাশটি দেশে ফেরানো প্রায় অসম্ভব। একে তো ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। সেখানে ফ্রিজিং গাড়ি পাওয়া এখন অসম্ভব। আর একবার যেহেতু তাঁর মৃতদেহ সেখানে রেখে আসা হয়েছে। ফলে সেটি ফেরত আনার সম্ভাবনা খুবই কম।’
এর আগে ইউক্রেনে মিসাইল হামলার কারণে বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার সমৃদ্ধিকে পরিত্যক্ত করা হয়েছে। চিঠিতে বাংলার সমৃদ্ধিতে হামলার ঘটনায় রাশিয়াকে দোষারোপ করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব।
হামলায় জাহাজটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইউক্রেন বন্দর থেকে জাহাজটি বের করা সম্ভব হচ্ছে না। কারণ ইউক্রেনের যে বন্দরটিতে জাহাজটি রয়েছে, তার আশপাশে মাইন পুতে রাখা রয়েছে। ফলে জাহাজটিকে পরিত্যক্ত করতে হয়েছে।
সূত্র জানায়, বাংলাদেশ এ জাহাজের ক্ষতিপূরণ পাবে। কোথাও যুদ্ধ শুরু হলে নাবিকদের যদি জাহাজ ছেড়ে দিতে হয়, তবে তা পরিত্যক্ত ঘোষণা করতে হয়। এ জাহাজটি যেহেতু পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়েছে, ফলে এর বিমার অর্থ পাওয়া যাবে।

আগামীকাল বুধবার রোমানিয়া থেকে ঢাকা পৌঁছাবে এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের বেঁচে যাওয়া ২৮ বাংলাদেশি নাবিক। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার পর তাঁরা রোমানিয়া থেকে রওনা হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক শিকদার বদিরুজ্জামান।
শিকদার বদিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আজ (মঙ্গলবার) রাতেই তারা রওনা হবেন।’
সূত্র জানায়, টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭২২ ফ্লাইটে মঙ্গলবার রাত ৯টা ৪৫শে রওনা হবেন নাবিকেরা। এরপর আগামীকাল বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে তাদের ঢাকা অবতরণের কথা রয়েছে।
তবে মিসাইল হামলার শিকার এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের বাংলাদেশি নাবিক ও জাহাজের তৃতীয় প্রকৌশলী নিহত হাদিসুর রহমানের লাশ দেশে ফেরানো এখনই সম্ভব হচ্ছে না। হাদিসুর রহমানের লাশ ইউক্রেনে সংরক্ষিত রয়েছে।
হাদিসুরের লাশের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘মিসাইল হামলায় হাদিসুর রহমানের মৃতদেহ খণ্ড বিখন্ড হয়েছে। তাঁর মৃতদেহের অংশ বিশেষ একত্র করে তা সংরক্ষণ করা হয়েছে। এ লাশটি দেশে ফেরানো প্রায় অসম্ভব। একে তো ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। সেখানে ফ্রিজিং গাড়ি পাওয়া এখন অসম্ভব। আর একবার যেহেতু তাঁর মৃতদেহ সেখানে রেখে আসা হয়েছে। ফলে সেটি ফেরত আনার সম্ভাবনা খুবই কম।’
এর আগে ইউক্রেনে মিসাইল হামলার কারণে বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার সমৃদ্ধিকে পরিত্যক্ত করা হয়েছে। চিঠিতে বাংলার সমৃদ্ধিতে হামলার ঘটনায় রাশিয়াকে দোষারোপ করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব।
হামলায় জাহাজটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইউক্রেন বন্দর থেকে জাহাজটি বের করা সম্ভব হচ্ছে না। কারণ ইউক্রেনের যে বন্দরটিতে জাহাজটি রয়েছে, তার আশপাশে মাইন পুতে রাখা রয়েছে। ফলে জাহাজটিকে পরিত্যক্ত করতে হয়েছে।
সূত্র জানায়, বাংলাদেশ এ জাহাজের ক্ষতিপূরণ পাবে। কোথাও যুদ্ধ শুরু হলে নাবিকদের যদি জাহাজ ছেড়ে দিতে হয়, তবে তা পরিত্যক্ত ঘোষণা করতে হয়। এ জাহাজটি যেহেতু পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়েছে, ফলে এর বিমার অর্থ পাওয়া যাবে।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ২০২৫ সালে দেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া একই বছর ১৩২টি নৌ দুর্ঘটনায় ১৪৯ জন নিহত, ১২৩ জন আহত এবং ৩৪ জন নিখোঁজ হয়। রেলপথে ৫১৯টি দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৭৮ জন এবং আহত হয় ১৫২ জন।
৩ ঘণ্টা আগে
ফাহমিদা খাতুন বলেন, ‘বিনিয়োগ না বাড়লে বৈষম্য ও অস্থিরতা বাড়বে। সমাজে যদি ন্যায়সংগত সুযোগ না থাকে, তাহলে একদিকে বৈষম্য তৈরি হয়, অন্যদিকে অস্থিরতা দেখা দেয়। ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন হয়, তার পেছনেও এই বাস্তবতা কাজ করেছে। বাজারে চাকরি নেই, সরকারি চাকরিই একমাত্র ভরসা, সেখানেও কোটা-সংকট।
৬ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তবে শাহজাদপুরেই ব্যারিকেড দিয়ে মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’ অর্জন করেছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। বর্তমানে ওয়াশিংটন ডিসি সফরে থাকা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।
৮ ঘণ্টা আগে