কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আগামীকাল বুধবার রোমানিয়া থেকে ঢাকা পৌঁছাবে এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের বেঁচে যাওয়া ২৮ বাংলাদেশি নাবিক। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার পর তাঁরা রোমানিয়া থেকে রওনা হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক শিকদার বদিরুজ্জামান।
শিকদার বদিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আজ (মঙ্গলবার) রাতেই তারা রওনা হবেন।’
সূত্র জানায়, টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭২২ ফ্লাইটে মঙ্গলবার রাত ৯টা ৪৫শে রওনা হবেন নাবিকেরা। এরপর আগামীকাল বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে তাদের ঢাকা অবতরণের কথা রয়েছে।
তবে মিসাইল হামলার শিকার এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের বাংলাদেশি নাবিক ও জাহাজের তৃতীয় প্রকৌশলী নিহত হাদিসুর রহমানের লাশ দেশে ফেরানো এখনই সম্ভব হচ্ছে না। হাদিসুর রহমানের লাশ ইউক্রেনে সংরক্ষিত রয়েছে।
হাদিসুরের লাশের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘মিসাইল হামলায় হাদিসুর রহমানের মৃতদেহ খণ্ড বিখন্ড হয়েছে। তাঁর মৃতদেহের অংশ বিশেষ একত্র করে তা সংরক্ষণ করা হয়েছে। এ লাশটি দেশে ফেরানো প্রায় অসম্ভব। একে তো ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। সেখানে ফ্রিজিং গাড়ি পাওয়া এখন অসম্ভব। আর একবার যেহেতু তাঁর মৃতদেহ সেখানে রেখে আসা হয়েছে। ফলে সেটি ফেরত আনার সম্ভাবনা খুবই কম।’
এর আগে ইউক্রেনে মিসাইল হামলার কারণে বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার সমৃদ্ধিকে পরিত্যক্ত করা হয়েছে। চিঠিতে বাংলার সমৃদ্ধিতে হামলার ঘটনায় রাশিয়াকে দোষারোপ করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব।
হামলায় জাহাজটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইউক্রেন বন্দর থেকে জাহাজটি বের করা সম্ভব হচ্ছে না। কারণ ইউক্রেনের যে বন্দরটিতে জাহাজটি রয়েছে, তার আশপাশে মাইন পুতে রাখা রয়েছে। ফলে জাহাজটিকে পরিত্যক্ত করতে হয়েছে।
সূত্র জানায়, বাংলাদেশ এ জাহাজের ক্ষতিপূরণ পাবে। কোথাও যুদ্ধ শুরু হলে নাবিকদের যদি জাহাজ ছেড়ে দিতে হয়, তবে তা পরিত্যক্ত ঘোষণা করতে হয়। এ জাহাজটি যেহেতু পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়েছে, ফলে এর বিমার অর্থ পাওয়া যাবে।

আগামীকাল বুধবার রোমানিয়া থেকে ঢাকা পৌঁছাবে এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের বেঁচে যাওয়া ২৮ বাংলাদেশি নাবিক। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার পর তাঁরা রোমানিয়া থেকে রওনা হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক শিকদার বদিরুজ্জামান।
শিকদার বদিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আজ (মঙ্গলবার) রাতেই তারা রওনা হবেন।’
সূত্র জানায়, টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭২২ ফ্লাইটে মঙ্গলবার রাত ৯টা ৪৫শে রওনা হবেন নাবিকেরা। এরপর আগামীকাল বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে তাদের ঢাকা অবতরণের কথা রয়েছে।
তবে মিসাইল হামলার শিকার এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের বাংলাদেশি নাবিক ও জাহাজের তৃতীয় প্রকৌশলী নিহত হাদিসুর রহমানের লাশ দেশে ফেরানো এখনই সম্ভব হচ্ছে না। হাদিসুর রহমানের লাশ ইউক্রেনে সংরক্ষিত রয়েছে।
হাদিসুরের লাশের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘মিসাইল হামলায় হাদিসুর রহমানের মৃতদেহ খণ্ড বিখন্ড হয়েছে। তাঁর মৃতদেহের অংশ বিশেষ একত্র করে তা সংরক্ষণ করা হয়েছে। এ লাশটি দেশে ফেরানো প্রায় অসম্ভব। একে তো ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। সেখানে ফ্রিজিং গাড়ি পাওয়া এখন অসম্ভব। আর একবার যেহেতু তাঁর মৃতদেহ সেখানে রেখে আসা হয়েছে। ফলে সেটি ফেরত আনার সম্ভাবনা খুবই কম।’
এর আগে ইউক্রেনে মিসাইল হামলার কারণে বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার সমৃদ্ধিকে পরিত্যক্ত করা হয়েছে। চিঠিতে বাংলার সমৃদ্ধিতে হামলার ঘটনায় রাশিয়াকে দোষারোপ করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব।
হামলায় জাহাজটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইউক্রেন বন্দর থেকে জাহাজটি বের করা সম্ভব হচ্ছে না। কারণ ইউক্রেনের যে বন্দরটিতে জাহাজটি রয়েছে, তার আশপাশে মাইন পুতে রাখা রয়েছে। ফলে জাহাজটিকে পরিত্যক্ত করতে হয়েছে।
সূত্র জানায়, বাংলাদেশ এ জাহাজের ক্ষতিপূরণ পাবে। কোথাও যুদ্ধ শুরু হলে নাবিকদের যদি জাহাজ ছেড়ে দিতে হয়, তবে তা পরিত্যক্ত ঘোষণা করতে হয়। এ জাহাজটি যেহেতু পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়েছে, ফলে এর বিমার অর্থ পাওয়া যাবে।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা আরেক মামলার রায় আগামী ২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই তারিখ ধার্য করেন।
২৫ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে সেনাবাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর। ডাবলু পৌর বিএনপির সাধারণ সম্পাদক।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ওপার থেকে আসা গুলিতে এক বাংলাদেশি শিশু গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা।
২ ঘণ্টা আগে
প্রবাসী কল্যাণ ব্যাংকে শিগগির শরিয়াহভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে