বিশেষ প্রতিনিধি

যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা কাউকে কাউন্ট (গুনি) করি না। মিয়ানমার থেকে বারবার বাংলাদেশের ভূখণ্ডে মর্টারের গোলা পড়া ও হতাহতের ঘটনায় এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীসহ সবাই সব সময় প্রস্তুত রয়েছে।’
সভায় সেনা, বিমান ও নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ডসহ গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও নিজেদের মতামত ব্যক্ত করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী, ‘প্রধানমন্ত্রী দেশে নেই। আমরা একটা পরিস্থিতি দেখছি, মিয়ানমারের সেনাবাহিনী আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। সেই যুদ্ধের গোলাবারুদ সীমান্ত পেরিয়ে আমাদের দেশে এসে পড়ছে।’
দেশের জনগণ আতঙ্কের মধ্যে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সে জন্যই আজকের এই সভাটি আমরা করেছি।’ যুদ্ধের মতো পরিস্থিতিও আমাদের এখানে আসেনি বলে জানান আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘দীর্ঘ আলোচনার পরে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে, আমাদের জাতীয় পলিসি (নীতি) যেটা-সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। আমরা সেখানে যুদ্ধকে কখনোই উৎসাহিত করি না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার তাদের (ইন্টারনাল) অভ্যন্তরীণ দ্বন্দ্বে যুক্ত। বাংলাদেশের সঙ্গে তাদের আর কোনো বৈরী আচরণ নেই। শুধুমাত্র জোর করে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আমাদের দেশে ঢুকিয়ে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীসহ সবাই যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সব সময় প্রস্তুত থাকে। এখনো তারা প্রস্তুত আছেন।’
মন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কাজেই আমরা কাউকে আর কাউন্ট (গুনি) করি না। এ সমস্ত বিষয়ে আমরা কিছু মনে করি না। আমরা বীরের জাতি, সব সময় প্রস্তুত আছি।’
মিয়ানমার নিজেদের মধ্যে যুদ্ধে করছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘উসকানি দেওয়ার অনেকগুলো প্রচেষ্টা তারা...মানে কে বা কারা করেছে এগুলো আমাদের জানা নেই।’
আসাদুজ্জামান খান আরও বলেন, ‘সীমান্তে যেটা হচ্ছে, এটা তাদের (মিয়ানমারের) অভ্যন্তরীণ বিষয়, সেখানে বাংলাদেশের কোনো ভূমিকা নেই।’

যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা কাউকে কাউন্ট (গুনি) করি না। মিয়ানমার থেকে বারবার বাংলাদেশের ভূখণ্ডে মর্টারের গোলা পড়া ও হতাহতের ঘটনায় এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীসহ সবাই সব সময় প্রস্তুত রয়েছে।’
সভায় সেনা, বিমান ও নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ডসহ গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও নিজেদের মতামত ব্যক্ত করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী, ‘প্রধানমন্ত্রী দেশে নেই। আমরা একটা পরিস্থিতি দেখছি, মিয়ানমারের সেনাবাহিনী আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। সেই যুদ্ধের গোলাবারুদ সীমান্ত পেরিয়ে আমাদের দেশে এসে পড়ছে।’
দেশের জনগণ আতঙ্কের মধ্যে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সে জন্যই আজকের এই সভাটি আমরা করেছি।’ যুদ্ধের মতো পরিস্থিতিও আমাদের এখানে আসেনি বলে জানান আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘দীর্ঘ আলোচনার পরে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে, আমাদের জাতীয় পলিসি (নীতি) যেটা-সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। আমরা সেখানে যুদ্ধকে কখনোই উৎসাহিত করি না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার তাদের (ইন্টারনাল) অভ্যন্তরীণ দ্বন্দ্বে যুক্ত। বাংলাদেশের সঙ্গে তাদের আর কোনো বৈরী আচরণ নেই। শুধুমাত্র জোর করে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আমাদের দেশে ঢুকিয়ে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীসহ সবাই যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সব সময় প্রস্তুত থাকে। এখনো তারা প্রস্তুত আছেন।’
মন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কাজেই আমরা কাউকে আর কাউন্ট (গুনি) করি না। এ সমস্ত বিষয়ে আমরা কিছু মনে করি না। আমরা বীরের জাতি, সব সময় প্রস্তুত আছি।’
মিয়ানমার নিজেদের মধ্যে যুদ্ধে করছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘উসকানি দেওয়ার অনেকগুলো প্রচেষ্টা তারা...মানে কে বা কারা করেছে এগুলো আমাদের জানা নেই।’
আসাদুজ্জামান খান আরও বলেন, ‘সীমান্তে যেটা হচ্ছে, এটা তাদের (মিয়ানমারের) অভ্যন্তরীণ বিষয়, সেখানে বাংলাদেশের কোনো ভূমিকা নেই।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
৭ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে