লালমনিরহাট প্রতিনিধি

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘সরকারি সুবিধা ভোগ করেন—এমন কেউ নির্বাচনের প্রচারে অংশগ্রহণ করলে, যে প্রার্থীর প্রচার করবেন, তাঁর প্রার্থিতা বাতিল করে দেওয়া হবে।’
আজ শনিবার বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চার জেলার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
ইসি রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশন চায় সহিংসতামুক্ত, সুষ্ঠু একটি নির্বাচন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রচার-প্রচারণা চালাতে হবে। এর বাইরে গেলেই শাস্তি পেতে হবে প্রার্থীর।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে এমপি-মন্ত্রীরা সংসদীয় আসনে থাকতে পারবেন। যেহেতু তাঁরা ভোট দেবেন, সে ক্ষেত্রে তাঁদের তো থাকতে হবে। তবে কোনো প্রার্থীর পক্ষেই প্রভাব কিংবা প্রচার-প্রচারণায় উপস্থিত থাকতে পারবেন না। এ ক্ষেত্রে কোনো প্রার্থী প্রমাণসহ অভিযোগ দিলে, ওই সংসদ সদস্য ও প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নির্বাচনে অনেক দলের প্রার্থী অংশগ্রহণ করছে না, এমন প্রশ্নের জবাবে ইসি রাশেদা বলেন, ‘কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেটি তাদের নিজস্ব বিষয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার থাকে না। তবে নির্বাচনে অংশগ্রহণ করা তাদের স্বাধীন অধিকার। তবে না করলে তাদের ডেকে এনে নির্বাচন করানোর অধিকার কমিশনার রাখে না।’
এর আগে সকাল ১০টা থেকে লালমনিরহাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে সভা করেন এ নির্বাচন কমিশনার। এ সময় সব উপজেলার প্রার্থীরা অংশ নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট নানান সমস্যার কথা তুলে ধরেন। এ ছাড়া রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের পুলিশ সুপার ও জেলা প্রশাসকসহ জেলার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব জামান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ প্রমুখ।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘সরকারি সুবিধা ভোগ করেন—এমন কেউ নির্বাচনের প্রচারে অংশগ্রহণ করলে, যে প্রার্থীর প্রচার করবেন, তাঁর প্রার্থিতা বাতিল করে দেওয়া হবে।’
আজ শনিবার বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চার জেলার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
ইসি রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশন চায় সহিংসতামুক্ত, সুষ্ঠু একটি নির্বাচন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রচার-প্রচারণা চালাতে হবে। এর বাইরে গেলেই শাস্তি পেতে হবে প্রার্থীর।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে এমপি-মন্ত্রীরা সংসদীয় আসনে থাকতে পারবেন। যেহেতু তাঁরা ভোট দেবেন, সে ক্ষেত্রে তাঁদের তো থাকতে হবে। তবে কোনো প্রার্থীর পক্ষেই প্রভাব কিংবা প্রচার-প্রচারণায় উপস্থিত থাকতে পারবেন না। এ ক্ষেত্রে কোনো প্রার্থী প্রমাণসহ অভিযোগ দিলে, ওই সংসদ সদস্য ও প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নির্বাচনে অনেক দলের প্রার্থী অংশগ্রহণ করছে না, এমন প্রশ্নের জবাবে ইসি রাশেদা বলেন, ‘কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেটি তাদের নিজস্ব বিষয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার থাকে না। তবে নির্বাচনে অংশগ্রহণ করা তাদের স্বাধীন অধিকার। তবে না করলে তাদের ডেকে এনে নির্বাচন করানোর অধিকার কমিশনার রাখে না।’
এর আগে সকাল ১০টা থেকে লালমনিরহাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে সভা করেন এ নির্বাচন কমিশনার। এ সময় সব উপজেলার প্রার্থীরা অংশ নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট নানান সমস্যার কথা তুলে ধরেন। এ ছাড়া রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের পুলিশ সুপার ও জেলা প্রশাসকসহ জেলার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব জামান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ প্রমুখ।

সাধারণ মানুষের কাছে কার্যত অজানা থাকলেও সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আইনে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের জন্য ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তির জন্য ৩ লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে।
১ ঘণ্টা আগে
‘বিটিআরসির এনইআইআর সিস্টেমে আমার এনআইডির বিপরীতে ৫২টা ফোন নিবন্ধিত দেখাচ্ছে। এতগুলো ফোন কীভাবে আমার নামে নিবন্ধিত হয়! আমার ও পরিবারের সদস্যদের ধরলে মোট ৫-৭টা হতে পারে। তাই বলে ৫২টা?
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৪টি আসনে ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে জামায়াতের এইচ এম হামিদুর রহমান আযাদ ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার মতো নেতারাও রয়েছেন।
২ ঘণ্টা আগে
এনইআইআর চালুর পরে ‘ক্লোন ফোন’ নিয়ে ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে। শুধু একটি আইএমইআই নম্বরেই পাওয়া গেছে ৩ কোটি ৯১ লাখ ২২ হাজার ৫৩৪টি স্মার্টফোন।আজ শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে