নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোভিড টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে চতুর্থ দফায় ২ লাখ ৪৫ হাজার টিকা আসছে শনিবার (২৩ জুলাই)। জাপান থেকে আসতে চলা এসব টিকা অ্যাস্ট্রাজেনেকার তৈরি। করোনা মোকাবিলায় দেশটি বাংলাদেশকে ৩০ লাখ টিকা দিতে চেয়েছে। এসব টিকা দিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা ব্যক্তিদের টিকা নিশ্চিত করা হবে।
শনিবার বেলা ৩টার দিকে বিশেষ একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো পৌঁছানোর কথা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন টিকাগুলো গ্রহণ করবেন।
এর আগে তিন দফায় কোভ্যাক্স থেকে ৫৬ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। টিকার এই বৈশ্বিক উদ্যোগ থেকে ৬ কোটি ৮০ লাখ টিকা পাওয়ার আশা সরকারের।
এদিকে শিগগিরই সেরাম থেকে আটকে যাওয়া ২ কোটি ৩০ লাখ টিকা আসা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীও আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে চার দিন বন্ধ থাকার পর শনিবার থেকে আবারও শুরু হচ্ছে চলমান টিকাদান কার্যক্রম। গত ৭ জুলাই থেকে দ্বিতীয় দফায় শুরু হয় টিকার নিবন্ধন। এখন পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন এক কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৮৭ জন।
টিকা সরবরাহ বাড়ায় গ্রামাঞ্চলের জনগোষ্ঠীকে সাধারণ নিয়মেই করোনার টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। পাশাপাশি ১৮ বয়সোর্ধ্ব সবাইকে টিকা দেওয়ার সিদ্ধান্ত শিগগিরই ঘোষণা হতে পারে।
আজ শুক্রবার মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশিদ আলম। তিনি বলেন, টিকাদান পদ্ধতি সহজ করতে চায় সরকার। গ্রাম এলাকায় যারা নিবন্ধন করতে পারছেন না, তাঁদের অন্যান্য টিকা যেভাবে দেওয়া হয়, সেভাবেই কোভিড টিকা দেওয়া যায় কি-না ভাবা হচ্ছে।
ঈদের আগে ১৪ দিনের লকডাউনের প্রভাব পড়েছে কিনা–এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, এখনো তেমন ফল আমরা দেখছি না। ৩ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সীমান্ত এলাকায় আগের তুলনায় সংক্রমণ কমেছে। চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, নাটোর, নওগাঁয় এখন সংক্রমণ কমে আসছে।
সামনের পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সংক্রমণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে সামাল দিতে পারবা কিনা তা এখনো বুঝতে পারছি না। অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। তবে সরকারের ব্যবস্থাপনা যথেষ্ট ভালো আছে।
অক্সিজেনের ঘাটতি না থাকলেও নতুন করে ভারত থেকে অক্সিজেন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাভাবিক সময়ে যেখানে চাহিদা ৭০ থেকে ৮০ টন লাগে, সেখানে বর্তমানে ২০০ টন ছাড়িয়ে গেছে বলেও জানান খুরশীদ আলম।

কোভিড টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে চতুর্থ দফায় ২ লাখ ৪৫ হাজার টিকা আসছে শনিবার (২৩ জুলাই)। জাপান থেকে আসতে চলা এসব টিকা অ্যাস্ট্রাজেনেকার তৈরি। করোনা মোকাবিলায় দেশটি বাংলাদেশকে ৩০ লাখ টিকা দিতে চেয়েছে। এসব টিকা দিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা ব্যক্তিদের টিকা নিশ্চিত করা হবে।
শনিবার বেলা ৩টার দিকে বিশেষ একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো পৌঁছানোর কথা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন টিকাগুলো গ্রহণ করবেন।
এর আগে তিন দফায় কোভ্যাক্স থেকে ৫৬ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। টিকার এই বৈশ্বিক উদ্যোগ থেকে ৬ কোটি ৮০ লাখ টিকা পাওয়ার আশা সরকারের।
এদিকে শিগগিরই সেরাম থেকে আটকে যাওয়া ২ কোটি ৩০ লাখ টিকা আসা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীও আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে চার দিন বন্ধ থাকার পর শনিবার থেকে আবারও শুরু হচ্ছে চলমান টিকাদান কার্যক্রম। গত ৭ জুলাই থেকে দ্বিতীয় দফায় শুরু হয় টিকার নিবন্ধন। এখন পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন এক কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৮৭ জন।
টিকা সরবরাহ বাড়ায় গ্রামাঞ্চলের জনগোষ্ঠীকে সাধারণ নিয়মেই করোনার টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। পাশাপাশি ১৮ বয়সোর্ধ্ব সবাইকে টিকা দেওয়ার সিদ্ধান্ত শিগগিরই ঘোষণা হতে পারে।
আজ শুক্রবার মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশিদ আলম। তিনি বলেন, টিকাদান পদ্ধতি সহজ করতে চায় সরকার। গ্রাম এলাকায় যারা নিবন্ধন করতে পারছেন না, তাঁদের অন্যান্য টিকা যেভাবে দেওয়া হয়, সেভাবেই কোভিড টিকা দেওয়া যায় কি-না ভাবা হচ্ছে।
ঈদের আগে ১৪ দিনের লকডাউনের প্রভাব পড়েছে কিনা–এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, এখনো তেমন ফল আমরা দেখছি না। ৩ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সীমান্ত এলাকায় আগের তুলনায় সংক্রমণ কমেছে। চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, নাটোর, নওগাঁয় এখন সংক্রমণ কমে আসছে।
সামনের পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সংক্রমণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে সামাল দিতে পারবা কিনা তা এখনো বুঝতে পারছি না। অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। তবে সরকারের ব্যবস্থাপনা যথেষ্ট ভালো আছে।
অক্সিজেনের ঘাটতি না থাকলেও নতুন করে ভারত থেকে অক্সিজেন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাভাবিক সময়ে যেখানে চাহিদা ৭০ থেকে ৮০ টন লাগে, সেখানে বর্তমানে ২০০ টন ছাড়িয়ে গেছে বলেও জানান খুরশীদ আলম।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১০ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
১১ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
১৩ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
১৩ ঘণ্টা আগে