কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আর্থিক কেলেঙ্কারির দায়ে আটক পিকে হালদারসহ অন্যান্য অভিযুক্তদের আগামী ৭ জুন পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন কলকাতার একটি আদালত।
আজ শুক্রবার তাঁদের কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের গ্রীষ্মকালীন অবকাশ আদালতে নেওয়া হলে আদালত এই নির্দেশ দেন। এদিন গত ১৪ মে আটককৃত ৬ জনকেই আদালতে হাজির করা হয়।
ভারতের কেন্দ্রীয় দুর্নীতি অনুসন্ধান সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) পক্ষ থেকে আদালত বলা হয়, তদন্তের স্বার্থে আরও কিছুদিন তাঁরা এই ৬ জনকে নিজস্ব হেফাজতে রাখতে চান। এরই মধ্যে পিকে হালদারের ৭টি বাড়ি বা ফ্ল্যাট, ১৩টি জমি ও একটি বিশাল জাহাজ বাড়ির সন্ধান পাওয়া গেছে। আরও সম্পত্তির হদিস পেতে আটককৃতদের আরও জেরা করতে চান তাঁরা।
তবে, পিকে হালদারসহ বাকি আসামিদের জামিন চেয়ে আদলতে তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলা হয় আসামিদের পক্ষ থেকে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানান ৭ জুন বিশেষ সিবিআই আদালতে আবারও শুনানি হবে মামলাটির। তত দিন জেল হাজতে থাকবেন ৬ অভিযুক্ত।
বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত পিকে হালদারদের বিরুদ্ধে তদন্ত চলছে। তাই তদন্তের স্বার্থে আরও ১৪ দিন নিজেদের হেফাজতে চান ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। আটক পিকে হালদার এবং তাঁর সহযোগী ইমাম হোসেন, স্বপন মৈত্র, উত্তম মৈত্র, প্রাণেশ হালদার, আমানা সুলতানা ওরফে শর্মী হালদারদের আইনজীবী সোমনাথ ঘোষ আদালতে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান। তাঁর মতে, সরকার পক্ষ এখনো আসামিদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ আদালতে পেশ করতে পারেনি। তাই জামিন চান তিনি। আদালত জামিনের আবেদন নাকচ করে ১১ দিন জেল হাজতে নেওয়ার নির্দেশ দেন।
এ দিন ৬ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব আইনেও অভিযোগ দায়ের করা হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আর্থিক কেলেঙ্কারির দায়ে আটক পিকে হালদারসহ অন্যান্য অভিযুক্তদের আগামী ৭ জুন পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন কলকাতার একটি আদালত।
আজ শুক্রবার তাঁদের কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের গ্রীষ্মকালীন অবকাশ আদালতে নেওয়া হলে আদালত এই নির্দেশ দেন। এদিন গত ১৪ মে আটককৃত ৬ জনকেই আদালতে হাজির করা হয়।
ভারতের কেন্দ্রীয় দুর্নীতি অনুসন্ধান সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) পক্ষ থেকে আদালত বলা হয়, তদন্তের স্বার্থে আরও কিছুদিন তাঁরা এই ৬ জনকে নিজস্ব হেফাজতে রাখতে চান। এরই মধ্যে পিকে হালদারের ৭টি বাড়ি বা ফ্ল্যাট, ১৩টি জমি ও একটি বিশাল জাহাজ বাড়ির সন্ধান পাওয়া গেছে। আরও সম্পত্তির হদিস পেতে আটককৃতদের আরও জেরা করতে চান তাঁরা।
তবে, পিকে হালদারসহ বাকি আসামিদের জামিন চেয়ে আদলতে তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলা হয় আসামিদের পক্ষ থেকে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানান ৭ জুন বিশেষ সিবিআই আদালতে আবারও শুনানি হবে মামলাটির। তত দিন জেল হাজতে থাকবেন ৬ অভিযুক্ত।
বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত পিকে হালদারদের বিরুদ্ধে তদন্ত চলছে। তাই তদন্তের স্বার্থে আরও ১৪ দিন নিজেদের হেফাজতে চান ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। আটক পিকে হালদার এবং তাঁর সহযোগী ইমাম হোসেন, স্বপন মৈত্র, উত্তম মৈত্র, প্রাণেশ হালদার, আমানা সুলতানা ওরফে শর্মী হালদারদের আইনজীবী সোমনাথ ঘোষ আদালতে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান। তাঁর মতে, সরকার পক্ষ এখনো আসামিদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ আদালতে পেশ করতে পারেনি। তাই জামিন চান তিনি। আদালত জামিনের আবেদন নাকচ করে ১১ দিন জেল হাজতে নেওয়ার নির্দেশ দেন।
এ দিন ৬ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব আইনেও অভিযোগ দায়ের করা হয়েছে।

ইসি জানিয়েছে, গত ১৪ ডিসেম্বর ইসি ৩০০টি সংসদীয় আসনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে। এসব কমিটির কাছেও সংশ্লিষ্ট সংসদীয় আসনের নির্বাচন-সংক্রান্ত অভিযোগ দায়ের করা যাবে।
১ ঘণ্টা আগে
দৈনিক আজকের পত্রিকায় গত ২৫ নভেম্বর ‘স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে: কাস্টমস কর্মকর্তা আলী রেজার বিচার শুরু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার আলী রেজা হায়দার। আইনজীবীর মাধ্যমে পাঠানো লিগ্যাল নোটিশে তিনি অভিযোগ করেছেন, তাঁর কোনো
২ ঘণ্টা আগে
গবেষণা জাহাজ আর. ভি. ড. ফ্রিডটজফ ন্যানসেন দিয়ে সামুদ্রিক মৎস্যসম্পদ ও ইকোসিস্টেমের ওপর পরিচালিত জরিপ ও গবেষণা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে সংশ্লিষ্ট কমিটি।
৩ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতাকে আইনি সুরক্ষা দিতে বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে— জুলাই যোদ্ধাদের আইনি দায়মুক্তি দিতে একটি নতুন অধ্যাদেশ জারি
৩ ঘণ্টা আগে