নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনে গতকাল রোববার দুই ডোজ মিলে ১ কোটি ২০ লাখ টিকা দিয়েছে সরকার। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ১২ লাখ এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮ লাখ মানুষ।
আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন টিকাদানে বিশ্বে দশম। গতকাল ১ কোটি টিকা দেওয়ার কর্মসূচি ছিল, স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের লোকদের প্রচেষ্টায় এটি সফলভাবে করতে পেরেছি। এটি অনেক বড় অর্জন। এতে করে মোট জনগোষ্ঠীর ৭৩ শতাংশকে টিকার আওতায় আনা গেল। আজসহ আরও দুই দিন চলবে, এর পরও প্রথম ডোজের টিকা নেওয়া যাবে।’
জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যান্য খাতের পাশাপাশি স্বাস্থ্য খাতেও ব্যাপক অবদান রেখেছেন। তিনিই প্রথম চিকিৎসকদের প্রথম শ্রেণির মর্যাদা দেন। তিনি প্রতিটি থানায় স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেন।’
জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশকে অন্যান্য দেশ এখন সম্মানের সঙ্গে দেখে। এখন খাদ্যের অভাব নেই, শিক্ষাব্যবস্থা উন্নত হচ্ছে, পাশাপাশি স্বাস্থ্যেও অনেক উন্নতি হয়েছে। সরকার ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক করেছে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছেছে। শুধু হাসপাতাল করলেই হবে না, চিকিৎসক, নার্সসহ বিভিন্ন জনবল লাগবে। বর্তমান সরকারের আমলে নতুন ১৫ হাজার চিকিৎসক ও ২৯ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘এখন সরকারি অর্থে ৩৮টি মেডিকেল কলেজ রয়েছে, আরও চারটি হচ্ছে। দেশে স্বাধীনতার সময়ে ১০ হাজারের কম শয্যা ছিল, সেখানে এখন ৬০ হাজারে পৌঁছেছে। আমাদের কোনো ইনস্টিটিউট ছিল না, এখন অনেক হয়েছে। আগে মাতৃমৃত্যুর হার ছিল শতাধিক, সেখানে এটি কমে এখন অর্ধেকে নেমেছে। তবে পাশ্চাত্যের মতো আমাদের মেডিকেল টেকনোলজি এখনো এগোয়নি। তার পরও আমরা চেষ্টা করছি।’
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে দ্রুত করোনা নিয়ন্ত্রণে আনতে পেরেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এর পেছনে আমাদের অনেক কাজ করতে হয়েছে। ২০ হাজার শয্যা, সেন্ট্রাল অক্সিজেনসহ অনেক ব্যবস্থা বাড়াতে হয়েছে। ভ্যাকসিনের ফলে করোনা নিয়ন্ত্রণ সহজ হয়েছে। ইউরোপ, আমেরিকাসহ অনেক দেশে ভ্যাকসিন না নিতে যখন মানুষ আন্দোলন করছে, সেখানে বাংলাদেশের মানুষ ভ্যাকসিন-বান্ধব।’
স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা আধুনিক করতে কাজ চলছে পুনর্ব্যক্ত করে জাহিদ মালেক বলেন, ‘আমাদের কিছু চ্যালেঞ্জও আছে। দেশে অসংক্রামক রোগের প্রকোপ অনেক বেশি। এটাতে ৭০ শতাংশ মানুষ মারা যাচ্ছে। এটা নিয়ে কাজ করতে হবে। হাসপাতালগুলোতে ভালোভাবে কাজ করতে হবে, তবেই আমরা এগিয়ে যাব।’

চলমান গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনে গতকাল রোববার দুই ডোজ মিলে ১ কোটি ২০ লাখ টিকা দিয়েছে সরকার। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ১২ লাখ এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮ লাখ মানুষ।
আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন টিকাদানে বিশ্বে দশম। গতকাল ১ কোটি টিকা দেওয়ার কর্মসূচি ছিল, স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের লোকদের প্রচেষ্টায় এটি সফলভাবে করতে পেরেছি। এটি অনেক বড় অর্জন। এতে করে মোট জনগোষ্ঠীর ৭৩ শতাংশকে টিকার আওতায় আনা গেল। আজসহ আরও দুই দিন চলবে, এর পরও প্রথম ডোজের টিকা নেওয়া যাবে।’
জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যান্য খাতের পাশাপাশি স্বাস্থ্য খাতেও ব্যাপক অবদান রেখেছেন। তিনিই প্রথম চিকিৎসকদের প্রথম শ্রেণির মর্যাদা দেন। তিনি প্রতিটি থানায় স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেন।’
জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশকে অন্যান্য দেশ এখন সম্মানের সঙ্গে দেখে। এখন খাদ্যের অভাব নেই, শিক্ষাব্যবস্থা উন্নত হচ্ছে, পাশাপাশি স্বাস্থ্যেও অনেক উন্নতি হয়েছে। সরকার ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক করেছে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছেছে। শুধু হাসপাতাল করলেই হবে না, চিকিৎসক, নার্সসহ বিভিন্ন জনবল লাগবে। বর্তমান সরকারের আমলে নতুন ১৫ হাজার চিকিৎসক ও ২৯ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘এখন সরকারি অর্থে ৩৮টি মেডিকেল কলেজ রয়েছে, আরও চারটি হচ্ছে। দেশে স্বাধীনতার সময়ে ১০ হাজারের কম শয্যা ছিল, সেখানে এখন ৬০ হাজারে পৌঁছেছে। আমাদের কোনো ইনস্টিটিউট ছিল না, এখন অনেক হয়েছে। আগে মাতৃমৃত্যুর হার ছিল শতাধিক, সেখানে এটি কমে এখন অর্ধেকে নেমেছে। তবে পাশ্চাত্যের মতো আমাদের মেডিকেল টেকনোলজি এখনো এগোয়নি। তার পরও আমরা চেষ্টা করছি।’
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে দ্রুত করোনা নিয়ন্ত্রণে আনতে পেরেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এর পেছনে আমাদের অনেক কাজ করতে হয়েছে। ২০ হাজার শয্যা, সেন্ট্রাল অক্সিজেনসহ অনেক ব্যবস্থা বাড়াতে হয়েছে। ভ্যাকসিনের ফলে করোনা নিয়ন্ত্রণ সহজ হয়েছে। ইউরোপ, আমেরিকাসহ অনেক দেশে ভ্যাকসিন না নিতে যখন মানুষ আন্দোলন করছে, সেখানে বাংলাদেশের মানুষ ভ্যাকসিন-বান্ধব।’
স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা আধুনিক করতে কাজ চলছে পুনর্ব্যক্ত করে জাহিদ মালেক বলেন, ‘আমাদের কিছু চ্যালেঞ্জও আছে। দেশে অসংক্রামক রোগের প্রকোপ অনেক বেশি। এটাতে ৭০ শতাংশ মানুষ মারা যাচ্ছে। এটা নিয়ে কাজ করতে হবে। হাসপাতালগুলোতে ভালোভাবে কাজ করতে হবে, তবেই আমরা এগিয়ে যাব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানায় করা একটি হত্যাচেষ্টা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১১৩ জনের অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ বিষয়ে সম্প্রতি আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
৩৯ মিনিট আগে
একেএম ফজলুল হক বলেন, ‘আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের কাগজপত্র জমা না করেও মনোনয়নপত্র বৈধ করেছে। রিটার্নিং অফিসারের মতো নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।’
৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
৫ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন।
৫ ঘণ্টা আগে