নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগামী ৩০ জুন পর্যন্ত আইসিটি বিভাগ থেকে সবার বিদেশ সফল বাতিলের নির্দেশ দিয়েছেন। আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথম দিন থেকে কিছু না কিছু পরিবর্তন আমরা আনতে চাই, যেখানে মূলত হবে মিতব্যয়িতা। আমরা সময়, মেধা এবং অর্থের অপচয় রোধ করতে চাই। এ কারণে আমি সচিব মহোদয়কে অনুরোধ করব, আগামী ৩০ জুন পর্যন্ত আইসিটি বিভাগ থেকে কোনো কর্মকর্তা কর্মচারী বিদেশ সফরে যাবে না।’
জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ‘আমাদের এক্সপোর্ট আর্নিং বাড়াতে হবে ৷ রেমিট্যান্স বাড়াতে হবে। বৈদেশিক মুদ্রার সাশ্রয় করতে হবে ৷ এর মধ্যে প্রথম পদক্ষেপ যেটা আমার হাতের মধ্যে আছে, আগামী ছয় মাস আমি যাব না বিদেশে, সচিব যাবে না বিদেশে। আইসিটি ডিভিশনের কেউ বিদেশ সফরে যাবে না। কোনো টেইনিংয়ে না, কোনো শিক্ষা সফরে না। আমরা আগামী ছয় মাসের জন্য সম্পূর্ণভাবে বিদেশ সফর বন্ধ করে দিলাম।’
এ সময় প্রতিমন্ত্রী সরকারের ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমাদের ক্রয় প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা, আরও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একদিকে যাতে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে সময় ক্ষেপণ না হয়, অপরদিকে যেন কোনো সিন্ডিকেট বা বলয় তৈরি না হয় সরকারের ক্রয় প্রক্রিয়ার মধ্যে। এটা কোনোভাবেই আমরা টলারেট করব না।’
মত বিনিময় সভায় আইসিটি বিভাগের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগামী ৩০ জুন পর্যন্ত আইসিটি বিভাগ থেকে সবার বিদেশ সফল বাতিলের নির্দেশ দিয়েছেন। আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথম দিন থেকে কিছু না কিছু পরিবর্তন আমরা আনতে চাই, যেখানে মূলত হবে মিতব্যয়িতা। আমরা সময়, মেধা এবং অর্থের অপচয় রোধ করতে চাই। এ কারণে আমি সচিব মহোদয়কে অনুরোধ করব, আগামী ৩০ জুন পর্যন্ত আইসিটি বিভাগ থেকে কোনো কর্মকর্তা কর্মচারী বিদেশ সফরে যাবে না।’
জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ‘আমাদের এক্সপোর্ট আর্নিং বাড়াতে হবে ৷ রেমিট্যান্স বাড়াতে হবে। বৈদেশিক মুদ্রার সাশ্রয় করতে হবে ৷ এর মধ্যে প্রথম পদক্ষেপ যেটা আমার হাতের মধ্যে আছে, আগামী ছয় মাস আমি যাব না বিদেশে, সচিব যাবে না বিদেশে। আইসিটি ডিভিশনের কেউ বিদেশ সফরে যাবে না। কোনো টেইনিংয়ে না, কোনো শিক্ষা সফরে না। আমরা আগামী ছয় মাসের জন্য সম্পূর্ণভাবে বিদেশ সফর বন্ধ করে দিলাম।’
এ সময় প্রতিমন্ত্রী সরকারের ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমাদের ক্রয় প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা, আরও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একদিকে যাতে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে সময় ক্ষেপণ না হয়, অপরদিকে যেন কোনো সিন্ডিকেট বা বলয় তৈরি না হয় সরকারের ক্রয় প্রক্রিয়ার মধ্যে। এটা কোনোভাবেই আমরা টলারেট করব না।’
মত বিনিময় সভায় আইসিটি বিভাগের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মামলার রায় ঘোষণা করা হবে আজ। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করা হবে।
১ ঘণ্টা আগে
নিরাপত্তার বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
১২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে